ETV Bharat / sitara

"এই সময়টাও পেরিয়ে যাবে", বলছেন অমিতাভ সহ আরও অনেকে - অমিতাভ বচ্চনের খবর

অমিতাভ বচ্চন থেকে শুরু করে সানি লিওন, সানিয়ে মির্জা, মহেশ ভূপতি সহ ষাটের বেশি তারকা মিলে উপহার দিলেন একটি মিউজ়িক ভিডিয়ো, নাম 'গুজ়র জায়েগা' ।

Guzar Jayega: Big B and over 60 celebs in new motivational song
Guzar Jayega: Big B and over 60 celebs in new motivational song
author img

By

Published : May 12, 2020, 5:07 PM IST

মুম্বই : কোরোনা মোকাবিলার অন্যতম ওষুধ মানসিক শক্তি । এই কঠিন সময়ে সবার মধ্যে পজ়িটিভ শক্তি চালনা করতে ষাটের বেশি তারকাদের সঙ্গী করে মুক্তি পেল নতুন মিউজ়িক ভিডিয়ো 'গুজ়র জায়েগা' ।

ভিডিয়োটির ন্যারেশন অমিতাভ বচ্চনের । বর্তমান পরিস্থিতির কিছু ছবির সঙ্গে ভয়েজ় ওভারে তাঁর ব্যারিটোন স্বর । আর গানটি গেয়েছেন সোনু নিগম, শ্রেয়া ঘোষাল, কৈলাস খের, জাভেদ আলি, বাবুল সুপ্রিয়র মতো গায়করা ।

গানে লিপ দিয়েছেন সুশীল কুমার, দীপা মালিক, অঞ্জুম চোপড়া, কপিল শর্মা, রিচা চড্ডা, মনোজ বাজপেয়ির মতো ব্যক্তিত্বরা । এই কঠিন সময়ও পেরিয়ে যাবে নিশ্চয়ই, বার্তা দিয়েছেন তারকারা ।

অমিতাভ বচ্চন নিজে এই পোস্টটি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে । ক্যাপশনে লিখেছেন, "কোরোনা, এই সময়টাও পেরিয়ে যাবে, শক্ত থাকুন, সাবধানে থাকুন, সুরক্ষিত থাকুন, ভালোবাসা..."

দেখে নিন পোস্ট..

মুম্বই : কোরোনা মোকাবিলার অন্যতম ওষুধ মানসিক শক্তি । এই কঠিন সময়ে সবার মধ্যে পজ়িটিভ শক্তি চালনা করতে ষাটের বেশি তারকাদের সঙ্গী করে মুক্তি পেল নতুন মিউজ়িক ভিডিয়ো 'গুজ়র জায়েগা' ।

ভিডিয়োটির ন্যারেশন অমিতাভ বচ্চনের । বর্তমান পরিস্থিতির কিছু ছবির সঙ্গে ভয়েজ় ওভারে তাঁর ব্যারিটোন স্বর । আর গানটি গেয়েছেন সোনু নিগম, শ্রেয়া ঘোষাল, কৈলাস খের, জাভেদ আলি, বাবুল সুপ্রিয়র মতো গায়করা ।

গানে লিপ দিয়েছেন সুশীল কুমার, দীপা মালিক, অঞ্জুম চোপড়া, কপিল শর্মা, রিচা চড্ডা, মনোজ বাজপেয়ির মতো ব্যক্তিত্বরা । এই কঠিন সময়ও পেরিয়ে যাবে নিশ্চয়ই, বার্তা দিয়েছেন তারকারা ।

অমিতাভ বচ্চন নিজে এই পোস্টটি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রামে । ক্যাপশনে লিখেছেন, "কোরোনা, এই সময়টাও পেরিয়ে যাবে, শক্ত থাকুন, সাবধানে থাকুন, সুরক্ষিত থাকুন, ভালোবাসা..."

দেখে নিন পোস্ট..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.