হায়দরাবাদ : 'গুড লাক জেরি', জাহ্নবী কাপুরের পরবর্তী এই ছবির শুটিং শুরু হয়েছে সম্প্রতি । তবে শুরুতেই বিপত্তি । কিছুদিনের জন্য বন্ধ রাখতে হয় শুটিং । কারণ ?
শুটিং চলাকালীন কয়েকজন কৃষক ঢুকে পড়েন সেটে । দেশজুড়ে চলা এই কৃষক আন্দোলনের হয়ে জাহ্নবীকে পাবলিক স্টেটমেন্ট দিতে বলেন তারা । তাদের অভিযোগ ছিল যে, বলিউডের কোনও তারকাই এই আন্দোলনের সমর্থনে একটি কথাও বলেননি । তাই জাহ্নবীকে কাছে পেয়ে তাঁর থেকে একটি স্টেটমেন্ট নিতে চেয়েছিলেন কৃষকরা ।
আরও পড়ুন : প্রকাশ্যে জাহ্নবীর 'গুড লাক জেরি' লুক
শোনা যাচ্ছে, জাহ্নবী স্টেটমেন্ট দিতে রাজি হওয়ায় খুশিমনে ফিরে যান সেই কৃষকরা । কথা দিয়ে কথা রেখেছেন অভিনেত্রী । সোশাল মিডিয়ার মাধ্যমে কৃষক আন্দোলনের সমর্থনে একটি পোস্ট করেন জাহ্নবী ।
আনন্দ এল.রাইয়ের প্রযোজনায় তৈরি 'গুড লাক জেরি' পরিচালনা করছেন সিদ্ধার্থ সেনগুপ্ত । জাহ্নবী ছাড়াও ছবিতে রয়েছেন দীপক দোব্রিয়াল, মিতা বশিষ্ঠ, নীরজ সুদের মতো অভিনেতারা ।