ETV Bharat / sitara

'পেয়ার করোনা'-র সুরে শারীরিক দূরত্ব বজায়ের আবেদন সলমানের

author img

By

Published : Apr 20, 2020, 3:50 PM IST

Updated : Apr 20, 2020, 4:03 PM IST

আজ ইউটিউব চ্যানেলে মুক্তি পেল সলমানের গাওয়া গান 'পেয়ার করোনা'।

salman
salman

মুম্বই : আত্মিকভাবে যুক্ত থাকলেও শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে । গানের সুরে এই আবেদনই জানালেন সলমান খান ।

আজ ইউটিউব চ্যানেলে মুক্তি পেল তাঁর গাওয়া গান 'পেয়ার করোনা'। এই গানের মাধ্যমে ফ্যানেদের ঘরে থাকার আবেদন জানিয়েছেন তিনি । কারণ যে কোনওভাবেই হোক, কোরোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে হবে ।

গতকাল ইনস্টাগ্রামে গানটির একটি টিজ়ার শেয়ার করেছিলেন সলমান । যেখানে সাদাকালো ব্যাকগ্রাউন্ডে সবাইকে হাতজোড় করে নমস্কার করার পাশাপাশি কপালে হাত ঠেকিয়ে সেলাম করতেও দেখা গিয়েছিল তাঁকে ।

সেই ভিডিয়োর ক্যাপশনে লিখেছিলেন, "সবাইকে জানাতে চাই যে, আমার ইউটিউব চ্যানেল, আমার কী বলছি, আপনাদের ইউটিউব চ্যানেলে, নতুন গান আসছে..।"

এই গানটির গীতিকার সলমান আর হুসেন দালাল । সুর দিয়েছেন সাজিদ-ওয়াজিদ ।

মুম্বই : আত্মিকভাবে যুক্ত থাকলেও শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে । গানের সুরে এই আবেদনই জানালেন সলমান খান ।

আজ ইউটিউব চ্যানেলে মুক্তি পেল তাঁর গাওয়া গান 'পেয়ার করোনা'। এই গানের মাধ্যমে ফ্যানেদের ঘরে থাকার আবেদন জানিয়েছেন তিনি । কারণ যে কোনওভাবেই হোক, কোরোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে হবে ।

গতকাল ইনস্টাগ্রামে গানটির একটি টিজ়ার শেয়ার করেছিলেন সলমান । যেখানে সাদাকালো ব্যাকগ্রাউন্ডে সবাইকে হাতজোড় করে নমস্কার করার পাশাপাশি কপালে হাত ঠেকিয়ে সেলাম করতেও দেখা গিয়েছিল তাঁকে ।

সেই ভিডিয়োর ক্যাপশনে লিখেছিলেন, "সবাইকে জানাতে চাই যে, আমার ইউটিউব চ্যানেল, আমার কী বলছি, আপনাদের ইউটিউব চ্যানেলে, নতুন গান আসছে..।"

এই গানটির গীতিকার সলমান আর হুসেন দালাল । সুর দিয়েছেন সাজিদ-ওয়াজিদ ।

Last Updated : Apr 20, 2020, 4:03 PM IST

For All Latest Updates

TAGGED:

salman khan
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.