নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর: বাড়ির একাংশ ধসে বুধবার দুর্ঘটনা ঘটল নয়াদিল্লির করোলবাগের বাপানগর এলাকায় ৷ বাড়িটির ধ্বংসস্তূপে কিছু মানুষ আটকে আছে বলে মনে করা হচ্ছে । 7 জনকে বের করা হয়েছে । বর্তমানে ত্রাণ ও উদ্ধারকাজে 5টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে । ফায়ার সার্ভিসের দলগুলো ধ্বংসস্তূপ অপসারণ ও ঘটনাস্থল থেকে লোকজনকে বাঁচাতে ব্যস্ত । গতকাল দিল্লিতে প্রবল বৃষ্টি হয়েছে । তারপরে এই ঘটনা ঘটে ৷
करोल बाग इलाक़े में मकान गिरने का ये हादसा बेहद दुखद है। मैंने ज़िलाअधिकारी को आदेश दिए हैं कि वहां रहने वाले लोगों और पीड़ितों की हर संभव मदद करें, कोई घायल है तो उसका इलाज कराएँ और इस हादसे के कारणों का पता लगाएँ। हादसे को लेकर निगम मेयर से भी बात हुई हैं।
— Atishi (@AtishiAAP) September 18, 2024
इस साल बहुत बारिश… https://t.co/CfnLlIb6hx
করোলবাগ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন অতিশি । তিনি এক্স-এ লিখেছেন, করোলবাগ এলাকায় বাড়ি ধসের ঘটনা খুবই দুঃখজনক । আমি জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছি সেখানে বসবাসকারী লোকজন এবং ক্ষতিগ্রস্তদের কেউ আহত হলে তাদের চিকিৎসা করাতে ৷ এই দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার কথাও বলেছি । দুর্ঘটনার বিষয়ে কর্পোরেশন মেয়রের সঙ্গেও কথা হয়েছে । এই বছর প্রচুর বৃষ্টি হয়েছে, দিল্লির সমস্ত মানুষের কাছে আমার আবেদন এই যে কোনও নির্মাণ সংক্রান্ত দুর্ঘটনার আশঙ্কা থাকলে অবিলম্বে প্রশাসন এবং কর্পোরেশনকে জানান ৷ সরকার আপনাকে অবিলম্বে সাহায্য করবে ।
करोल बाग इलाक़े में मकान गिरने का ये हादसा बेहद दुखद है। मैंने ज़िलाअधिकारी को आदेश दिए हैं कि वहां रहने वाले लोगों और पीड़ितों की हर संभव मदद करें, कोई घायल है तो उसका इलाज कराएँ और इस हादसे के कारणों का पता लगाएँ। हादसे को लेकर निगम मेयर से भी बात हुई हैं।
— Atishi (@AtishiAAP) September 18, 2024
इस साल बहुत बारिश… https://t.co/CfnLlIb6hx
জানা গিয়েছে, আচমকাই বাড়ির একটি অংশ ভেঙে পড়ে নীচে । যেখানে 10 থেকে 12 জনের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে । দমকল আধিকারিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার সকাল 9টা 11-র দিকে ঘটনাটি ঘটে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে দমকলের পাঁচটি ইঞ্জিন । তবে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি । ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় ৷ স্থানীয় লোকজনকেও উদ্ধার কাজে সাহায্য করছে ।
এর আগে 13 সেপ্টেম্বর বৃষ্টির মধ্যে দিল্লির নবী করিম এলাকায় একটি বাড়ির দেওয়াল ধসে পড়ে একজনের মৃত্যু হয় ৷ গুরুতর আহত হন দু'জন ৷
7 সেপ্টেম্বর গ্রেটার নয়ডার জারচা থানা এলাকায় একটি বাড়ি ধসে পড়ে । ঘরের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় একই পরিবারের 7 জন । অনেক চেষ্টার পর আশেপাশের লোকজন সবাইকে ধ্বংসস্তূপ থেকে বের করে । এই দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া সবাইকে যথাসময়ে উদ্ধার করার ফলে কারওর প্রাণ যায়নি ৷