ETV Bharat / bharat

প্রবল বৃষ্টিতে ধসে পড়ল বাড়ির একাংশ ! চাপা পড়ে মৃত 3, আহত 14 - House Collapsed - HOUSE COLLAPSED

KAROL BAGH HOUSE COLLAPSE: বৃষ্টির জেরে ধসে পড়ল বাড়ির একাংশ ৷ তাতেই প্রাণ গেল 3 জনের ৷ আহতের সংখ্যা 14 ৷ দিল্লির করোলবাগে ত্রাণ ও উদ্ধারকাজ চালাচ্ছে দমকলের পাঁচটি ইঞ্জিন ৷

Delhi Building Collapse
করোলবাগে বাড়ি ধসে মৃত্যু তিনজনের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 18, 2024, 5:35 PM IST

Updated : Sep 18, 2024, 9:23 PM IST

নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর: বাড়ির একাংশ ধসে বুধবার দুর্ঘটনা ঘটল নয়াদিল্লির করোলবাগের বাপানগর এলাকায় ৷ বাড়িটির ধ্বংসস্তূপে কিছু মানুষ আটকে আছে বলে মনে করা হচ্ছে । 7 জনকে বের করা হয়েছে । বর্তমানে ত্রাণ ও উদ্ধারকাজে 5টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে । ফায়ার সার্ভিসের দলগুলো ধ্বংসস্তূপ অপসারণ ও ঘটনাস্থল থেকে লোকজনকে বাঁচাতে ব্যস্ত । গতকাল দিল্লিতে প্রবল বৃষ্টি হয়েছে । তারপরে এই ঘটনা ঘটে ৷

করোলবাগ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন অতিশি । তিনি এক্স-এ লিখেছেন, করোলবাগ এলাকায় বাড়ি ধসের ঘটনা খুবই দুঃখজনক । আমি জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছি সেখানে বসবাসকারী লোকজন এবং ক্ষতিগ্রস্তদের কেউ আহত হলে তাদের চিকিৎসা করাতে ৷ এই দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার কথাও বলেছি । দুর্ঘটনার বিষয়ে কর্পোরেশন মেয়রের সঙ্গেও কথা হয়েছে । এই বছর প্রচুর বৃষ্টি হয়েছে, দিল্লির সমস্ত মানুষের কাছে আমার আবেদন এই যে কোনও নির্মাণ সংক্রান্ত দুর্ঘটনার আশঙ্কা থাকলে অবিলম্বে প্রশাসন এবং কর্পোরেশনকে জানান ৷ সরকার আপনাকে অবিলম্বে সাহায্য করবে ।

জানা গিয়েছে, আচমকাই বাড়ির একটি অংশ ভেঙে পড়ে নীচে । যেখানে 10 থেকে 12 জনের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে । দমকল আধিকারিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার সকাল 9টা 11-র দিকে ঘটনাটি ঘটে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে দমকলের পাঁচটি ইঞ্জিন । তবে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি । ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় ৷ স্থানীয় লোকজনকেও উদ্ধার কাজে সাহায্য করছে ।

এর আগে 13 সেপ্টেম্বর বৃষ্টির মধ্যে দিল্লির নবী করিম এলাকায় একটি বাড়ির দেওয়াল ধসে পড়ে একজনের মৃত্যু হয় ৷ গুরুতর আহত হন দু'জন ৷

7 সেপ্টেম্বর গ্রেটার নয়ডার জারচা থানা এলাকায় একটি বাড়ি ধসে পড়ে । ঘরের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় একই পরিবারের 7 জন । অনেক চেষ্টার পর আশেপাশের লোকজন সবাইকে ধ্বংসস্তূপ থেকে বের করে । এই দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া সবাইকে যথাসময়ে উদ্ধার করার ফলে কারওর প্রাণ যায়নি ৷

নয়াদিল্লি, 18 সেপ্টেম্বর: বাড়ির একাংশ ধসে বুধবার দুর্ঘটনা ঘটল নয়াদিল্লির করোলবাগের বাপানগর এলাকায় ৷ বাড়িটির ধ্বংসস্তূপে কিছু মানুষ আটকে আছে বলে মনে করা হচ্ছে । 7 জনকে বের করা হয়েছে । বর্তমানে ত্রাণ ও উদ্ধারকাজে 5টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে । ফায়ার সার্ভিসের দলগুলো ধ্বংসস্তূপ অপসারণ ও ঘটনাস্থল থেকে লোকজনকে বাঁচাতে ব্যস্ত । গতকাল দিল্লিতে প্রবল বৃষ্টি হয়েছে । তারপরে এই ঘটনা ঘটে ৷

করোলবাগ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন অতিশি । তিনি এক্স-এ লিখেছেন, করোলবাগ এলাকায় বাড়ি ধসের ঘটনা খুবই দুঃখজনক । আমি জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছি সেখানে বসবাসকারী লোকজন এবং ক্ষতিগ্রস্তদের কেউ আহত হলে তাদের চিকিৎসা করাতে ৷ এই দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ার কথাও বলেছি । দুর্ঘটনার বিষয়ে কর্পোরেশন মেয়রের সঙ্গেও কথা হয়েছে । এই বছর প্রচুর বৃষ্টি হয়েছে, দিল্লির সমস্ত মানুষের কাছে আমার আবেদন এই যে কোনও নির্মাণ সংক্রান্ত দুর্ঘটনার আশঙ্কা থাকলে অবিলম্বে প্রশাসন এবং কর্পোরেশনকে জানান ৷ সরকার আপনাকে অবিলম্বে সাহায্য করবে ।

জানা গিয়েছে, আচমকাই বাড়ির একটি অংশ ভেঙে পড়ে নীচে । যেখানে 10 থেকে 12 জনের আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে । দমকল আধিকারিকদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার সকাল 9টা 11-র দিকে ঘটনাটি ঘটে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে দমকলের পাঁচটি ইঞ্জিন । তবে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি । ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় ৷ স্থানীয় লোকজনকেও উদ্ধার কাজে সাহায্য করছে ।

এর আগে 13 সেপ্টেম্বর বৃষ্টির মধ্যে দিল্লির নবী করিম এলাকায় একটি বাড়ির দেওয়াল ধসে পড়ে একজনের মৃত্যু হয় ৷ গুরুতর আহত হন দু'জন ৷

7 সেপ্টেম্বর গ্রেটার নয়ডার জারচা থানা এলাকায় একটি বাড়ি ধসে পড়ে । ঘরের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় একই পরিবারের 7 জন । অনেক চেষ্টার পর আশেপাশের লোকজন সবাইকে ধ্বংসস্তূপ থেকে বের করে । এই দুর্ঘটনায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া সবাইকে যথাসময়ে উদ্ধার করার ফলে কারওর প্রাণ যায়নি ৷

Last Updated : Sep 18, 2024, 9:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.