ETV Bharat / sitara

"ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাউকে বয়কট করার অধিকার কে দিয়েছে ?" করণকে প্রশ্ন শত্রুঘ্নর

সম্প্রতি একটি সাক্ষাৎকারে করণের দিকে কটাক্ষ ছুড়ে দেন শত্রুঘ্ন । ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রভাব ফেলে এমন সব আলোচনা কীভাবে করণের শো-তে হতে পারে তা নিয়েও প্রশ্ন তোলেন এই বর্ষীয়ান অভিনেতা ।

োে্
োে্
author img

By

Published : Jul 24, 2020, 10:56 AM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য দায়ি করে করণ জোহরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত । করণের দিকে একের পর এক কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন তিনি । কিন্তু, এবার ময়দানে নামতে দেখা গেল শত্রুঘ্ন সিনহাকে । সম্প্রতি একটি সাক্ষাৎকারে করণের দিকে কটাক্ষ ছুড়ে দেন তিনি । ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রভাব ফেলে এমন সব আলোচনা কীভাবে করণের শো-তে হতে পারে তা নিয়েও প্রশ্ন তোলেন এই বর্ষীয়ান অভিনেতা ।

সাক্ষাৎকারে অবশ্য 'কফি উইথ করণ' শোয়ের নাম নেননি শত্রুঘ্ন । বরং 'কফি উইথ অর্জুন' উল্লেখ করে ওই শোয়ের কথা বোঝাতে চেয়েছেন তিনি । বলেন, "আমাদের সময় 'কফি উইথ অর্জুন'-এর মতো কোনও শো ছিল না । এই ধরনের পরিকল্পিত শো বিতর্কের জন্ম দেয় । যা থেকে পরে সমস্যা হয় । এখনও পর্যন্ত যাঁরা এই বিষয়গুলি নিয়ে কথা বলেছেন তাঁরা আমাদের সমাজের অংশ । কিন্তু, ফিল্ম ইন্ডাস্ট্রি কোনও একজন মানুষের নয় । এখানে কারও বলার অধিকার নেই যে, 'চলো ওই ব্যক্তিকে বয়কট করি বা ওই ব্যক্তিকে ইন্ডাস্ট্রি থেকে বের করে দিই'। তুমি কে এটা বলার ? তুমি কীভাবে ইন্ডাস্ট্রিতে এসেছিলে ? জীবনে কী করেছ ?"

সুশান্তের মৃত্যুর পরই সামনে আসে 'কফি উইথ করণ' শোয়ের কিছু ভিডিয়ো । যেখানে সুশান্তকে নিয়ে হাসিঠাট্টায় মেতে উঠেছিলেন বলিউডের একাধিক তারকা । এরপর এই ভিডিয়ো ক্লিপগুলিকে তুলে ধরে করণের বিরুদ্ধে অভিযোগ করেন কঙ্গনা । এমনকী, সুশান্তকে ইন্ডাস্ট্রিতে কোণঠাসা করে দেওয়ার জন্যও দায়ি করেন করণকেই । বলিউড থেকে সুশান্তকে 'বয়কট' করতে উদ্যোগী হয়েছিলেন বলেও অভিযোগ তোলা হয় করণের বিরুদ্ধে ।

এই পরিস্থিতিতে করণের পাশে দাঁড়ান পরিচালক অনুরাগ কাশ্যপ । একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "করণ জোহর কাউকে নিজের ছবিতে সুযোগ দিয়ে তাঁর ক্যারিয়ার বানাতে পারেন । তবে উনি তো একজন ব্যবসায়ী, ফিল্মমেকার তো নন । তাই বলে করণ কাউকে ভাঙতে পারেন না ।"

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য দায়ি করে করণ জোহরকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত । করণের দিকে একের পর এক কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন তিনি । কিন্তু, এবার ময়দানে নামতে দেখা গেল শত্রুঘ্ন সিনহাকে । সম্প্রতি একটি সাক্ষাৎকারে করণের দিকে কটাক্ষ ছুড়ে দেন তিনি । ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রভাব ফেলে এমন সব আলোচনা কীভাবে করণের শো-তে হতে পারে তা নিয়েও প্রশ্ন তোলেন এই বর্ষীয়ান অভিনেতা ।

সাক্ষাৎকারে অবশ্য 'কফি উইথ করণ' শোয়ের নাম নেননি শত্রুঘ্ন । বরং 'কফি উইথ অর্জুন' উল্লেখ করে ওই শোয়ের কথা বোঝাতে চেয়েছেন তিনি । বলেন, "আমাদের সময় 'কফি উইথ অর্জুন'-এর মতো কোনও শো ছিল না । এই ধরনের পরিকল্পিত শো বিতর্কের জন্ম দেয় । যা থেকে পরে সমস্যা হয় । এখনও পর্যন্ত যাঁরা এই বিষয়গুলি নিয়ে কথা বলেছেন তাঁরা আমাদের সমাজের অংশ । কিন্তু, ফিল্ম ইন্ডাস্ট্রি কোনও একজন মানুষের নয় । এখানে কারও বলার অধিকার নেই যে, 'চলো ওই ব্যক্তিকে বয়কট করি বা ওই ব্যক্তিকে ইন্ডাস্ট্রি থেকে বের করে দিই'। তুমি কে এটা বলার ? তুমি কীভাবে ইন্ডাস্ট্রিতে এসেছিলে ? জীবনে কী করেছ ?"

সুশান্তের মৃত্যুর পরই সামনে আসে 'কফি উইথ করণ' শোয়ের কিছু ভিডিয়ো । যেখানে সুশান্তকে নিয়ে হাসিঠাট্টায় মেতে উঠেছিলেন বলিউডের একাধিক তারকা । এরপর এই ভিডিয়ো ক্লিপগুলিকে তুলে ধরে করণের বিরুদ্ধে অভিযোগ করেন কঙ্গনা । এমনকী, সুশান্তকে ইন্ডাস্ট্রিতে কোণঠাসা করে দেওয়ার জন্যও দায়ি করেন করণকেই । বলিউড থেকে সুশান্তকে 'বয়কট' করতে উদ্যোগী হয়েছিলেন বলেও অভিযোগ তোলা হয় করণের বিরুদ্ধে ।

এই পরিস্থিতিতে করণের পাশে দাঁড়ান পরিচালক অনুরাগ কাশ্যপ । একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "করণ জোহর কাউকে নিজের ছবিতে সুযোগ দিয়ে তাঁর ক্যারিয়ার বানাতে পারেন । তবে উনি তো একজন ব্যবসায়ী, ফিল্মমেকার তো নন । তাই বলে করণ কাউকে ভাঙতে পারেন না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.