মুম্বই : সেলুলয়েডে এবার এক ভয়াবহ অতিমারীর চিত্র ফুটিয়ে তুলতে চলেছেন আনন্দ গান্ধি । তবে প্রায় পাঁচ বছর ধরেই তিনি এই কল্পবিজ্ঞানের সিনেমা তৈরিতে ব্যস্ত । সাম্প্রতিক পরিস্থিতি অনুযায়ী কিছু পরিবর্তন করে নিচ্ছেন পরিচালক ।
এই প্রসঙ্গে আনন্দ বলেন, "আমরা প্রথমে ভেবেছিলাম যে কোনও অতিমারীর প্রকৃতি সম্পর্কে মানুষকে জানাবো । তবে আমরা এখন সবাই জানি অতিমারী কেমন হতে পারে । তাই স্ক্রিপ্টে আমরা কিছু পরিবর্তন করছি ।"
শোনা যাচ্ছে 2020 সালের প্রেক্ষাপটে লেখা হয়েছিল আনন্দের গল্প । কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে আনন্দ 2025-এর প্রেক্ষাপটে সাজাচ্ছেন ছবি । ছবির সম্ভাব্য নাম 'এমার্জেন্স' ।
শোনা গেছে ছবির মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য আনন্দ প্রস্তাব দিয়েছেন সুশান্ত সিং রাজপুতকে । সুশান্ত আনন্দের অনেকদিনের বন্ধু । এছাড়াও অস্ট্রেলিয়ান অভিনেতা হুগো উইভিংয়ের কথাও মাথায় রেখেছেন পরিচালক । প্রয়োজন চার অভিনেত্রীও ।
তবে কোরোনার জন্যই সিনেমার শুটিং আপাতত অনিশ্চয়তার অন্ধকারেই ডুবে ।