ETV Bharat / sitara

আমার বিয়ে ভাঙার জন্য কেউ দায়ি নয় : দিয়া মির্জা - marriage

সমস্ত গুজবে ইতি টানলেন অভিনেত্রী দিয়া মির্জা । তাঁদের বিয়ে ভাঙার জন্য কণিকার সঙ্গে সাহিলের ঘনিষ্ঠ সম্পর্কের খবর ছড়িয়েছিল চারিদিকে । সেটাকে উড়িয়ে দিয়ে দিয়া জানালেন, তাঁদের বিয়ে ভাঙার জন্য কেউ দায়ি নয় ।

দিয়া মির্জা
author img

By

Published : Aug 2, 2019, 10:42 PM IST

মুম্বই : সাহিল সাঙ্ঘার সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছেন অভিনেত্রী দিয়া মির্জা । তারপর থেকেই নানারকমের চর্চা শুরু হয়ে গেছে । শোনা যাচ্ছে, লেখিকা কণিকা ঢিল্লনের সঙ্গে সাহিলের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় বিয়ে ভেঙেছে দিয়া-সাহিলের । মিডিয়াকে তাঁদের ব্যক্তিগত জীবনকে সম্মান করার কথাও বলেন দিয়া মির্জা ।

  • 1) This is to clarify and put to rest all kind of speculation that is being bandied about by a certain section of the media regarding my separation with Sahil. It is most unfortunate to see the level of irresponsibility exercised.

    — Dia Mirza (@deespeak) August 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিয়া আজ টুইট করেন, "সাহিলের সঙ্গে আমার বিচ্ছেদ নিয়ে মিডিয়ার একটি নির্দিষ্ট অংশ যে খবর ছড়িয়েছে তা স্পস্ট করার জন্য এই পোস্ট । এরকম দায়িত্বহীন কাজ দেখাটা দুর্ভাগ্যজনক । এর চেয়েও দুর্ভাগ্যজনক হল মিডিয়া আমাদের সহকর্মীদের নামের অপব্য়বহার করছেন । একজন মেয়ে হয়ে আমি মিথ্যাকে লুকিয়ে অন্য মেয়ের নাম আনতে পারি না ।"

  • 2) What is even more unfortunate is that our colleagues names are being tarnished and maligned by this media. As a woman I will not stand for another woman’s name being used so irresponsibly to perpetuate a lie.

    — Dia Mirza (@deespeak) August 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রিপোর্ট অনুযায়ী, কয়েকদিন আগেই প্রকাশ কোভেলামুদীর প্রাক্তন স্ত্রী কণিকাকে দিয়া-সাহিলের বিবাহবিচ্ছেদের জন্য দায়ি করা হয়েছিল ।

  • 3)There is absolutely no truth to the alleged reports and no third person is the reason for Sahil and I to part ways. We have requested the media to be graceful and allow us this time for some privacy. Really hope they can respect that.

    — Dia Mirza (@deespeak) August 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কণিকা IANS-কে বলেন, "দু'টো আলাদা ঘটনাকে একসঙ্গে জোড়া হচ্ছে । এটা খুবই খারাপ । আমি আমার পুরো জীবনে একবারও দিয়া ও সাহিলের সঙ্গে দেখা করিনি । এটি একটি ভিত্তিহীন খবর ।"

  • Laughable-Despicable-Irresponsible! Fiction writing is my job!Can tabloids b a lill more responsible pls? Jst bcos 2news items come at d same time-They can’t b interlinked! It’s not a potpourri! Hav NEVER met Diya/ Sahil in my ENTIRE life! Pls get over it n let us get back 2work!

    — Kanika Dhillon (@KanikaDhillon) August 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিয়া এসব গুজবের জন্য কণিকার কাছে ক্ষমাও চান ।

11 বছর ধরে একে অপরকে চেনেন দিয়া-সাহিল । তাঁরা 2014-তে বিয়ে করেন । পাঁচ বছর একসঙ্গে থাকার পর মিউচুয়ালি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ।

মুম্বই : সাহিল সাঙ্ঘার সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছেন অভিনেত্রী দিয়া মির্জা । তারপর থেকেই নানারকমের চর্চা শুরু হয়ে গেছে । শোনা যাচ্ছে, লেখিকা কণিকা ঢিল্লনের সঙ্গে সাহিলের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় বিয়ে ভেঙেছে দিয়া-সাহিলের । মিডিয়াকে তাঁদের ব্যক্তিগত জীবনকে সম্মান করার কথাও বলেন দিয়া মির্জা ।

  • 1) This is to clarify and put to rest all kind of speculation that is being bandied about by a certain section of the media regarding my separation with Sahil. It is most unfortunate to see the level of irresponsibility exercised.

    — Dia Mirza (@deespeak) August 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিয়া আজ টুইট করেন, "সাহিলের সঙ্গে আমার বিচ্ছেদ নিয়ে মিডিয়ার একটি নির্দিষ্ট অংশ যে খবর ছড়িয়েছে তা স্পস্ট করার জন্য এই পোস্ট । এরকম দায়িত্বহীন কাজ দেখাটা দুর্ভাগ্যজনক । এর চেয়েও দুর্ভাগ্যজনক হল মিডিয়া আমাদের সহকর্মীদের নামের অপব্য়বহার করছেন । একজন মেয়ে হয়ে আমি মিথ্যাকে লুকিয়ে অন্য মেয়ের নাম আনতে পারি না ।"

  • 2) What is even more unfortunate is that our colleagues names are being tarnished and maligned by this media. As a woman I will not stand for another woman’s name being used so irresponsibly to perpetuate a lie.

    — Dia Mirza (@deespeak) August 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রিপোর্ট অনুযায়ী, কয়েকদিন আগেই প্রকাশ কোভেলামুদীর প্রাক্তন স্ত্রী কণিকাকে দিয়া-সাহিলের বিবাহবিচ্ছেদের জন্য দায়ি করা হয়েছিল ।

  • 3)There is absolutely no truth to the alleged reports and no third person is the reason for Sahil and I to part ways. We have requested the media to be graceful and allow us this time for some privacy. Really hope they can respect that.

    — Dia Mirza (@deespeak) August 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কণিকা IANS-কে বলেন, "দু'টো আলাদা ঘটনাকে একসঙ্গে জোড়া হচ্ছে । এটা খুবই খারাপ । আমি আমার পুরো জীবনে একবারও দিয়া ও সাহিলের সঙ্গে দেখা করিনি । এটি একটি ভিত্তিহীন খবর ।"

  • Laughable-Despicable-Irresponsible! Fiction writing is my job!Can tabloids b a lill more responsible pls? Jst bcos 2news items come at d same time-They can’t b interlinked! It’s not a potpourri! Hav NEVER met Diya/ Sahil in my ENTIRE life! Pls get over it n let us get back 2work!

    — Kanika Dhillon (@KanikaDhillon) August 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

দিয়া এসব গুজবের জন্য কণিকার কাছে ক্ষমাও চান ।

11 বছর ধরে একে অপরকে চেনেন দিয়া-সাহিল । তাঁরা 2014-তে বিয়ে করেন । পাঁচ বছর একসঙ্গে থাকার পর মিউচুয়ালি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ।

Intro:Body:

Diya mirza


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.