মুম্বই : প্রয়াত দিলীপ কুমারের ছোটো ভাই আসলাম খান । বয়স হয়েছিল 88 বছর । আজ সকালে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।
শ্বাসকষ্ট হওয়ায় 15 অগাস্ট রাতে লীলাবতী হাসপাতালে ভরতি করা হয় দিলীপের দুই ভাই 90 বছর বয়সি এহসান ও 88 বছরের আসলামকে । সেখানে তাঁদের কোরোনা পরীক্ষা করা হয় । রিপোর্ট পজ়িটিভ আসে । যদিও দিলীপের সঙ্গে তাঁরা একই বাড়িতে থাকতেন না বলে জানা গিয়েছে । ডাঃ জালিল পারকারের তত্ত্বাবধানে তাঁদের চিকিৎসা চলছিল । শরীরে অক্সিজেনের মাত্রা কম থাকায় ভেন্টিলেশনে ছিলেন তাঁরা । এরপর আজ সকালে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন আসলাম ।
এরপর হাসপাতালের তরফে বলা হয়, "আজ সকালে মৃত্যু হয়েছে অভিনেতা দিলীপ কুমারের ছোটো ভাই আসলামের । দীর্ঘদিন ডায়াবেটিস, হাইপারটেনশন ও হার্টের অসুখে ভুগছিলেন তিনি । কয়েকদিন আগে কোরোনায় আক্রান্ত হন ।"
-
Aslam Khan, younger brother of veteran actor Dilip Kumar passed away early morning today. He had diabetes, hypertension and ischaemic heart disease and had tested positive for #COVID19: Lilavati Hospital, Mumbai #Maharashtra
— ANI (@ANI) August 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Aslam Khan, younger brother of veteran actor Dilip Kumar passed away early morning today. He had diabetes, hypertension and ischaemic heart disease and had tested positive for #COVID19: Lilavati Hospital, Mumbai #Maharashtra
— ANI (@ANI) August 21, 2020Aslam Khan, younger brother of veteran actor Dilip Kumar passed away early morning today. He had diabetes, hypertension and ischaemic heart disease and had tested positive for #COVID19: Lilavati Hospital, Mumbai #Maharashtra
— ANI (@ANI) August 21, 2020
শরীরে একাধিক রোগ থাকায় আসলামকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাননি চিকিৎসকরা । তাই ওইদিনই ICU-তে রাখা হয়েছিল তাঁকে । কিন্তু, শেষরক্ষা আর হয়নি । আজ সকালেই হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি ।