ETV Bharat / sitara

আটার প্য়াকেটে টাকা ভরে অনুদান আমিরের ? খবরের সত্যতা ঘিরে উঠছে প্রশ্ন - Aamir Khan latest news

একটি TikTok ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় । যেই ভিডিয়োর দাবি যে, আমির খান নাকি আটার প্য়াকেটে টাকা ভরে অভিনব উপায় অনুদান পাঠিয়েছেন নিকটবর্তী গ্রামগুলোতে । তবে সেই ভিডিয়োর সত্যতা ঘিরে উঠছে প্রশ্ন ।

Aamir Khan latest news
Aamir Khan latest news
author img

By

Published : Apr 27, 2020, 6:49 PM IST

মুম্বই : কোরোনা মোকাবিলায় আমির খান ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর তহবিলে এক বিশাল অঙ্কের টাকা অনুদান দিয়েছেন । তবে সম্প্রতি ভাইরাল হওয়া একটি TikTok ভিডিয়ো শোনাচ্ছে অন্য় গল্প ।

TikTok-এর একটি আনভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে একটি ভিডিয়ো । যেখানে দাবি করা হচ্ছে যে, আমির খান কয়েকটি আটার প্য়াকেটে 15 হাজার করে টাকা ভরে বিলিয়েছেন নিকটবর্তী গ্রামগুলোতে ।

অনেকেই সেই প্যাকেট নাকি নিতে চাননি, কারণ মাত্র এক কিলো আটায় তাদের কিছুই হবে না । কিন্তু, যারা সেই প্যাকেট নিয়েছেন, তারা সারপ্রাইজ়ড । আটার ভিতরে টাকার নোট কোনওভাবেই প্রত্য়াশা করেননি তারা ।

এভাবেই আমির নিশ্চিত হয়েছেন যে, টাকা তাদের কাছেই গেছে যাদের সত্যিই টাকার প্রয়োজন আছে । কারণ, যাদের কাছে এক কিলো আটাও নেই, তারাই প্রকৃত দুস্থ, হিসেব কষেছেন আমির ।

তবে পুরোটাই সেই TikTok ভিডিয়োর দাবি । তাই এই খবরের সত্যতা নিয়ে উঠছে প্রশ্ন । TikTok ছাড়াও কয়েকটি ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে খবরটি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুম্বই : কোরোনা মোকাবিলায় আমির খান ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর তহবিলে এক বিশাল অঙ্কের টাকা অনুদান দিয়েছেন । তবে সম্প্রতি ভাইরাল হওয়া একটি TikTok ভিডিয়ো শোনাচ্ছে অন্য় গল্প ।

TikTok-এর একটি আনভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে একটি ভিডিয়ো । যেখানে দাবি করা হচ্ছে যে, আমির খান কয়েকটি আটার প্য়াকেটে 15 হাজার করে টাকা ভরে বিলিয়েছেন নিকটবর্তী গ্রামগুলোতে ।

অনেকেই সেই প্যাকেট নাকি নিতে চাননি, কারণ মাত্র এক কিলো আটায় তাদের কিছুই হবে না । কিন্তু, যারা সেই প্যাকেট নিয়েছেন, তারা সারপ্রাইজ়ড । আটার ভিতরে টাকার নোট কোনওভাবেই প্রত্য়াশা করেননি তারা ।

এভাবেই আমির নিশ্চিত হয়েছেন যে, টাকা তাদের কাছেই গেছে যাদের সত্যিই টাকার প্রয়োজন আছে । কারণ, যাদের কাছে এক কিলো আটাও নেই, তারাই প্রকৃত দুস্থ, হিসেব কষেছেন আমির ।

তবে পুরোটাই সেই TikTok ভিডিয়োর দাবি । তাই এই খবরের সত্যতা নিয়ে উঠছে প্রশ্ন । TikTok ছাড়াও কয়েকটি ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে খবরটি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.