ETV Bharat / sitara

'ধাকড়' পোস্টারে নজর কাড়ল কঙ্গনার নতুন অবতার - kangana ranaut

'ধাকড়' অ্যাকশন-কুইন অবতারে কঙ্গনা রানাওয়াতকে দেখা যাবে । সামনে এল ছবির নতুন পোস্টার ।

ধাকড়
author img

By

Published : Jul 9, 2019, 12:44 PM IST

মুম্বই : দর্শককে উৎসাহিত করতে পরের ছবি 'ধাকড়' নিয়ে আসছেন কঙ্গনা রানাওয়াত । প্রথম লুকের পর একটি নতুন পোস্টার আনলেন ছবি নির্মাতা ।

সিনেমা সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইটারে 'ধাকড়'-র নতুন পোস্টারটি শেয়ার করেছেন । পোস্টারে দেখা যাচ্ছে কঙ্গনা ব্লেজ়িং গান ধরে আছেন । আর তাঁর সারা শরীরে রক্ত লেগে আছে । তাঁর চোখে আগ্রাসন ও মনের আবেগ ফুটে উঠেছে তাঁর অভিব্য়ক্তিতে ।

তরণ ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "কঙ্গনা রানাওয়াত... #Dhaakad -র নতুন পোস্টার... পরিচালনায় রজনীশ 'রাজ়ি' ঘাই... প্রযোজনায় সোহেল মাকলাই... সহ-প্রযোজনায় কুইকি ডিজিটাল মিডিয়া... পরের বছরের শুরুতেই ছবির কাজ শুরু হবে... মুক্তি পাবে #Diwali 2020,"

  • Kangana Ranaut... New poster of #Dhaakad... Directed by Razneesh ‘Razy’ Ghai... Produced by Sohel Maklai... Co-produced by Qyuki Digital Media... Filming to commence early next year... #Diwali 2020 release. pic.twitter.com/6aMFPyWHCA

    — taran adarsh (@taran_adarsh) July 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ছবি সম্পর্কে বলতে গিয়ে কঙ্গনা দাবি করেছিলেন, 'মণিকর্ণিকা'-র সাফল্যের পর সারা বিশ্বজুড়ে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। যাতে 'লার্জার দ্যান লাইফ' ধারার ছবিগুলিতে মূল চরিত্রে নায়িকাকেই বেশি পছন্দ করছেন দর্শকরা। 'ধাকড়' আমার কর্মজীবনের শুধু বেঞ্চমার্কই নয়, ভারতীয় সিনেমার একটি টার্নিং পয়েন্টও ।

'ধাকড়' একটি অ্যাকশন ফিল্ম যেখানে মুখ্য চরিত্রে একজন মহিলা রয়েছেন । দিওয়ালিতে মুক্তির জন্য উপযুক্ত ছবি । যদি দর্শক ছবিটিকে ভালোভাবে নেয়, তাহলে ভারতীয় সিনেমায় নায়িকাদের আর ফিরে তাকাতে হবে না ।

ছবি নির্মাতারা 'ধাকড়'-এ বিস্তারিত সিকুয়েন্সের জন্য হলিউডের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টারকে আনার চেষ্টা করছেন । ছবির শুটিং সামনের বছরের শুরুতেই শুরু হওয়ার কথা রয়েছে ।

ছবির শুটিং দেশজুড়ে হওয়ার কথা রয়েছে । এছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্য-পূর্ব ও ইউরোপেও ছবির কিছু শুটিং হবে ।

মুম্বই : দর্শককে উৎসাহিত করতে পরের ছবি 'ধাকড়' নিয়ে আসছেন কঙ্গনা রানাওয়াত । প্রথম লুকের পর একটি নতুন পোস্টার আনলেন ছবি নির্মাতা ।

সিনেমা সমালোচক ও ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইটারে 'ধাকড়'-র নতুন পোস্টারটি শেয়ার করেছেন । পোস্টারে দেখা যাচ্ছে কঙ্গনা ব্লেজ়িং গান ধরে আছেন । আর তাঁর সারা শরীরে রক্ত লেগে আছে । তাঁর চোখে আগ্রাসন ও মনের আবেগ ফুটে উঠেছে তাঁর অভিব্য়ক্তিতে ।

তরণ ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "কঙ্গনা রানাওয়াত... #Dhaakad -র নতুন পোস্টার... পরিচালনায় রজনীশ 'রাজ়ি' ঘাই... প্রযোজনায় সোহেল মাকলাই... সহ-প্রযোজনায় কুইকি ডিজিটাল মিডিয়া... পরের বছরের শুরুতেই ছবির কাজ শুরু হবে... মুক্তি পাবে #Diwali 2020,"

  • Kangana Ranaut... New poster of #Dhaakad... Directed by Razneesh ‘Razy’ Ghai... Produced by Sohel Maklai... Co-produced by Qyuki Digital Media... Filming to commence early next year... #Diwali 2020 release. pic.twitter.com/6aMFPyWHCA

    — taran adarsh (@taran_adarsh) July 9, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ছবি সম্পর্কে বলতে গিয়ে কঙ্গনা দাবি করেছিলেন, 'মণিকর্ণিকা'-র সাফল্যের পর সারা বিশ্বজুড়ে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। যাতে 'লার্জার দ্যান লাইফ' ধারার ছবিগুলিতে মূল চরিত্রে নায়িকাকেই বেশি পছন্দ করছেন দর্শকরা। 'ধাকড়' আমার কর্মজীবনের শুধু বেঞ্চমার্কই নয়, ভারতীয় সিনেমার একটি টার্নিং পয়েন্টও ।

'ধাকড়' একটি অ্যাকশন ফিল্ম যেখানে মুখ্য চরিত্রে একজন মহিলা রয়েছেন । দিওয়ালিতে মুক্তির জন্য উপযুক্ত ছবি । যদি দর্শক ছবিটিকে ভালোভাবে নেয়, তাহলে ভারতীয় সিনেমায় নায়িকাদের আর ফিরে তাকাতে হবে না ।

ছবি নির্মাতারা 'ধাকড়'-এ বিস্তারিত সিকুয়েন্সের জন্য হলিউডের বিখ্যাত অ্যাকশন ডিরেক্টারকে আনার চেষ্টা করছেন । ছবির শুটিং সামনের বছরের শুরুতেই শুরু হওয়ার কথা রয়েছে ।

ছবির শুটিং দেশজুড়ে হওয়ার কথা রয়েছে । এছাড়াও দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্য-পূর্ব ও ইউরোপেও ছবির কিছু শুটিং হবে ।

Intro:Body:

dhaakad poster


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.