ETV Bharat / sitara

"তুমি এভাবে একজনকে নতুন জীবন দিয়েছ", দত্তক নিয়ে রচনায় লিখল সুস্মিতার মেয়ে - মেয়ের রচনা পড়ে কাঁদলেন সুস্মিতা

আলিশার স্কুলে সম্প্রতি সন্তান দত্তক নেওয়ার উপর একটি রচনা লিখতে বলা হয়েছিল । সেখানে 10 বছর বয়সী আলিশা নিজের অভিজ্ঞতার কথা বলেছে । লিখেছে, "এভাবে একজনের জীবন দান করে তাকে তুমি রক্ষা করলে ।"

fd
author img

By

Published : Nov 11, 2019, 9:26 PM IST

মুম্বই : অনেক মহিলার কাছেই অনুপ্রেরণার অন্য নাম সুস্মিতা সেন । একাধিক মডেলই হতে চান তাঁর মতো । সম্প্রতি মেয়েও তাঁর প্রশংসা করেছে । আর তাতে আবেগঘন হয়ে পড়েন সুস্মিতা । ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো শেয়ারও করেন তিনি ।

সুস্মিতা সেনের দুই মেয়ে । রেনে ও আলিশা । জন্ম অবশ্য তিনি দেননি । কিন্তু, জন্মদাত্রী মায়ের থেকে কোনও অংশে কম যান না । 2000 সালে রেনেকে দত্তক নেন সুস্মিতা । এরপর 2010 সালে আলিশাকে । আর আলিশার স্কুলে সম্প্রতি সন্তান দত্তক নেওয়ার উপর একটি রচনা লিখতে বলা হয়েছিল । সেখানে 10 বছর বয়সী আলিশা নিজের অভিজ্ঞতার কথা বলেছে । লিখেছে, "এভাবে একজনের জীবন দান করে তাকে তুমি রক্ষা করলে ।"

এদিকে মেয়ের কথা শুনে আবেগঘন হয়ে পড়েছেন সুস্মিতা । কেঁদে ফেলেছেন তিনিও । আবেগঘন কমেন্ট করেছেন নেটিজ়েনরাও ।

মাত্র 24 বছর বয়সেই প্রথম দত্তক নিয়েছিলেন সুস্মিতা । এ প্রসঙ্গ বলেন, "মা ও সন্তানের মধ্যে যোগাযোগ স্থাপন করে আমবিলিকাল কর্ড । কিন্তু, দত্তকের ক্ষেত্রে মা ও সন্তানের মধ্যে যে কানেকশন তৈরি হয়, তা কখনও কেটে যায় না । আমার দু'বার এই অভিজ্ঞতা হয়েছে । এমন একটা দিনও হয়নি যেদিন মা হওয়ার অনুভূতি আমি উপভোগ করিনি ।"

সে যাই হোক না কেন দুই মেয়ে আর বয়ফ্রেন্ড রহমান শলকে নিয়ে বেশ ভালো সময় কাটাচ্ছেন সুস্মিতা । রহমানের সঙ্গে সুস্মিতার দুই মেয়ের সম্পর্কও খুবই ভালো ।

মুম্বই : অনেক মহিলার কাছেই অনুপ্রেরণার অন্য নাম সুস্মিতা সেন । একাধিক মডেলই হতে চান তাঁর মতো । সম্প্রতি মেয়েও তাঁর প্রশংসা করেছে । আর তাতে আবেগঘন হয়ে পড়েন সুস্মিতা । ইনস্টাগ্রামে সেই ভিডিয়ো শেয়ারও করেন তিনি ।

সুস্মিতা সেনের দুই মেয়ে । রেনে ও আলিশা । জন্ম অবশ্য তিনি দেননি । কিন্তু, জন্মদাত্রী মায়ের থেকে কোনও অংশে কম যান না । 2000 সালে রেনেকে দত্তক নেন সুস্মিতা । এরপর 2010 সালে আলিশাকে । আর আলিশার স্কুলে সম্প্রতি সন্তান দত্তক নেওয়ার উপর একটি রচনা লিখতে বলা হয়েছিল । সেখানে 10 বছর বয়সী আলিশা নিজের অভিজ্ঞতার কথা বলেছে । লিখেছে, "এভাবে একজনের জীবন দান করে তাকে তুমি রক্ষা করলে ।"

এদিকে মেয়ের কথা শুনে আবেগঘন হয়ে পড়েছেন সুস্মিতা । কেঁদে ফেলেছেন তিনিও । আবেগঘন কমেন্ট করেছেন নেটিজ়েনরাও ।

মাত্র 24 বছর বয়সেই প্রথম দত্তক নিয়েছিলেন সুস্মিতা । এ প্রসঙ্গ বলেন, "মা ও সন্তানের মধ্যে যোগাযোগ স্থাপন করে আমবিলিকাল কর্ড । কিন্তু, দত্তকের ক্ষেত্রে মা ও সন্তানের মধ্যে যে কানেকশন তৈরি হয়, তা কখনও কেটে যায় না । আমার দু'বার এই অভিজ্ঞতা হয়েছে । এমন একটা দিনও হয়নি যেদিন মা হওয়ার অনুভূতি আমি উপভোগ করিনি ।"

সে যাই হোক না কেন দুই মেয়ে আর বয়ফ্রেন্ড রহমান শলকে নিয়ে বেশ ভালো সময় কাটাচ্ছেন সুস্মিতা । রহমানের সঙ্গে সুস্মিতার দুই মেয়ের সম্পর্কও খুবই ভালো ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.