ETV Bharat / sitara

বাবাকে দেখে ভাইরাসের ভয় পাওয়া উচিত : হৃতিক

author img

By

Published : Apr 3, 2020, 5:50 PM IST

71 বছরের বাবার মনের জোর আর সুস্থ থাকার সদিচ্ছাকে তারিফ হৃতিক রোশনের । যে কোনও ভাইরাস তাঁর বাবাকে দেখে ভয় পেয়ে যাবে বলে মজাও করলেন অভিনেতা ।

hrithik roshan on his father rakesh roshan
hrithik roshan on his father rakesh roshan

মুম্বই : গত বছরই ক্য়ানসার জয় করেছেন রাকেশ রোশন । মারণ রোগের থাবা থেকে বেরিয়ে যেন আরও স্ট্রং হয়ে গেছেন তিনি । প্রতিদিন টগবগে ঘোড়ার মতোই দৌড়তে যান তিনি , ফিরে মন দেন জিমে। এত বয়সেও বাবার এই মনের জোর আর সুস্থ থাকার সদিচ্ছাকে কুর্নিশ ছেলে হৃতিক রোশনের ।

রাকেশের দৈনন্দিন শরীরচর্চার একটি ভিডিয়ো শেয়ার করে হৃতিক লিখেছেন, "ড্যাম, ইনি আমার বাবা, যিনি কোনওদিনও হার মানেন না । এই কঠিন সময়ে ওঁর মতো মনের জোর ও সংকল্প থাকা উচিত আমাদের প্রত্যেকের।"

hrithik roshan on his father rakesh roshan
শরীরচর্চায় ব্যস্ত রাকেশ

হৃতিক মুগ্ধ তাঁর বাবার সুস্থ থাকার সদিচ্ছা দেখে । তিনি লিখেছেন, "পরের বছর 71-এর হতে চলেছেন উনি আর এখনও প্রতিদিন 2 ঘণ্টা শরীরচর্চা করেন যান । গত বছর ক্যানসারকে হার মানিয়েছেন বাবা । আমার মনে হয় বাবাকে দেখে ভাইরাসের ভয় পাওয়া উচিত। খুব খুব ভয় পাওয়া উচিত ।"

বেশ কয়েকবছর অভিনয় থেকে দূরে রাকেশ । তাঁকে শেষ দেখা গেছিল 'কোই মিল গ্যয়া' ছবিতে একটি ক্যামিও চরিত্রে । সেই ছবির পরিচালক ছিলেন তিনি নিজেই । এরপর 'ক্রিশ' ও 'ক্রিশ 3' -র মতো সাই-ফাই ছবি পরিচালনা করেছেন রাকেশ, দুটি ছবিই ব্লকবাস্টার ছিল ।

মুম্বই : গত বছরই ক্য়ানসার জয় করেছেন রাকেশ রোশন । মারণ রোগের থাবা থেকে বেরিয়ে যেন আরও স্ট্রং হয়ে গেছেন তিনি । প্রতিদিন টগবগে ঘোড়ার মতোই দৌড়তে যান তিনি , ফিরে মন দেন জিমে। এত বয়সেও বাবার এই মনের জোর আর সুস্থ থাকার সদিচ্ছাকে কুর্নিশ ছেলে হৃতিক রোশনের ।

রাকেশের দৈনন্দিন শরীরচর্চার একটি ভিডিয়ো শেয়ার করে হৃতিক লিখেছেন, "ড্যাম, ইনি আমার বাবা, যিনি কোনওদিনও হার মানেন না । এই কঠিন সময়ে ওঁর মতো মনের জোর ও সংকল্প থাকা উচিত আমাদের প্রত্যেকের।"

hrithik roshan on his father rakesh roshan
শরীরচর্চায় ব্যস্ত রাকেশ

হৃতিক মুগ্ধ তাঁর বাবার সুস্থ থাকার সদিচ্ছা দেখে । তিনি লিখেছেন, "পরের বছর 71-এর হতে চলেছেন উনি আর এখনও প্রতিদিন 2 ঘণ্টা শরীরচর্চা করেন যান । গত বছর ক্যানসারকে হার মানিয়েছেন বাবা । আমার মনে হয় বাবাকে দেখে ভাইরাসের ভয় পাওয়া উচিত। খুব খুব ভয় পাওয়া উচিত ।"

বেশ কয়েকবছর অভিনয় থেকে দূরে রাকেশ । তাঁকে শেষ দেখা গেছিল 'কোই মিল গ্যয়া' ছবিতে একটি ক্যামিও চরিত্রে । সেই ছবির পরিচালক ছিলেন তিনি নিজেই । এরপর 'ক্রিশ' ও 'ক্রিশ 3' -র মতো সাই-ফাই ছবি পরিচালনা করেছেন রাকেশ, দুটি ছবিই ব্লকবাস্টার ছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.