মুম্বই : 2018 সালে মিটু মুভমেন্টের পর থেকে কাস্টিং কাউচ বা কর্মক্ষেত্রে যৌন হেনস্থা নিয়ে বলিউড অনেক বেশি খোলামেলা আলোচনা করতে পারে । আয়ুষ্মান খুরানা, রাজীব খান্ডেলওয়ালের পর এবার কাস্টিং কাউচের অস্তিত্ব মেনে নিলেন চিত্রাঙ্গদা সিং ।
এই প্রসঙ্গে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে চিত্রাঙ্গদা বলেন, "মডেলিংয়ের দিনগুলো থেকে শুরু করে বলিউড, এটা সব জায়গাতেই হয় । কর্পোরেট ইন্ডাস্ট্রিও একই ভাবে খারাপ । আমার নিজের অভিজ্ঞতা রয়েছে ।"
তবে কাস্টিং কাউচের প্রস্তাবকে প্রত্য়াখ্যান করার সুযোগও রয়েছে এই ইন্ডাস্ট্রিতে, জানালেন চিত্রাঙ্গদা । বললেন, "কেউ তোমায় জোর করবে না । কারও ব্যক্তিগত সিদ্ধান্তের সম্মান করা হয় এখানে । হয়তো সুযোগ হাতছাড়া হয়ে গেলে তোমার নিজেরই খারাপ লাগবে । কিন্তু, সেটা নিয়ে মন খারাপ করার কোনও অবকাশ থাকবে না ।"
এভাবে অনেক প্রোজেক্ট হাতছাড়া হয়েছে চিত্রাঙ্গদার, জানালেন নিজেই । আর তিনি একটু বেছে কাজ করতেই ভালোবাসেন । তাই কোনওকিছু নিয়েই তাঁর কোনও আক্ষেপ নেই ।