শ্রীদেবীর একটি কোটা শাড়িকে নিলামে তুলেছেন বনি কাপুর। চেন্নাইয়ের একটি অনলাইন সংস্থাই এই নিলামের দায়িত্ব সামলাচ্ছে। নিলামে এই শাড়ির প্রথম দাম উঠেছিল ৪০,০০০ টাকা। তারপর তা বেড়ে হয় ১,২৫,০০০ টাকা। নিলাম থেকে প্রাপ্ত অর্থ কনসার্ন ইন্ডিয়া ফাউন্ডেশন নামক একটি সংস্থার হাতে তুলে দেওয়া হবে। এই সংস্থা মহিলা, বাচ্চা, বিশেষভাবে দক্ষ, দরিদ্র ও বয়স্ক মানুষদের জন্য কাজ করে থাকে।
সামাজিক স্বার্থেই বনি কাপুর এই প্রয়াস নিয়েছেন বলেই মনে করা হচ্ছে। কিছুদিন আগেই অভিনেত্রীর মৃত্য়ুবার্ষিকীর কথা মাথায় রেখেই একটি পুজোর আয়োজন করা হয়েছিল। এই পুজোয় দুই মেয়ে খুশি ও জাহ্নবী ছাড়াও উপস্থিত ছিলেন পরিবারের লোকজন।