ETV Bharat / sitara

প্রধানমন্ত্রীর পাশে থাকার শপথ নিন, আবেদন বলিউড তারকাদের

5 এপ্রিল রাত 9 টায় দেশবাসীকে আলো বন্ধ রাখার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী । তাঁর এই বার্তাকে সমর্থন করে টুইট বলি তারকাদের ।

dfg
fg
author img

By

Published : Apr 3, 2020, 1:13 PM IST

মুম্বই : 5 এপ্রিল রাত 9 টায় 9 মিনিটের জন্য দেশবাসীকে আলো বন্ধ রাখার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কোরোনা মোকাবিলায় আজ দেশবাসীর উদ্দেশে বার্তা দিতে গিয়ে একথা বলেন তিনি । বলেন, "রবিবার রাত 9টায় 9 মিনিটের জন্য আলো বন্ধ রাখুন । মোমবাতি অথবা প্রদীপ, অথবা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালান ।" প্রধানমন্ত্রীর এই বার্তাকে সমর্থন জানিয়ে টুইট করেন বলিউডের একাধিক তারকা ।

হেমা মালিনী টুইটে লেখেন, "মারণ কোরোনা ভাইরাসের বিরুদ্ধে এই দীর্ঘ যুদ্ধে প্রধানমন্ত্রীর পাশে থাকার জন্য আসুন আমরা শপথ নিই ।" তিনি টুইটে আরও লেখেন, "এই সময়ে আমাদের কাছাকাছি আসতে হবে । এবং কোরোনা রুখতে সরকারকে সাহায্য করতে হবে । 5 এপ্রিল আমরা তাঁর আবেদন মেনে চলব ।"

  • Let us take an oath to be with our PM @narendramodi in this long & arduous war against the deadly Corona virus. This is the time to come together & show our solidarity as one & help our govt in controlling Covid. We will carry out his request on Apr 5. Are you all in agreement?🙏

    — Hema Malini (@dreamgirlhema) April 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইট করেছেন অর্জুন কাপুরও । লেখেন, "কোরোনা ভাইরাসের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে 5 এপ্রিল রাত 9টার সময় 9 মিনিটের জন্য আমাদের ঘরের আলো বন্ধ রেখে মোমবাতি অথবা প্রদীপ অথবা ফোনের ফ্ল্যাশলাইট জ্বালাতে বলেছেন প্রধানমন্ত্রী ।"

  • Honorable PM Shri @narendramodi ji has urged all of us to turn off our lights and light candles or diyas or even phone torches on 5th April at 9pm for 9 minutes to stand united together in the fight against #Coronavirus. #9baje9minute

    — Arjun Kapoor (@arjunk26) April 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গায়ক তুলসি কুমারও প্রধানমন্ত্রীর বক্তব্যকে সমর্থন জানিয়ে তা মেনে চলার জন্য সবাইকে আবেদন জানিয়েছেন ।

মুম্বই : 5 এপ্রিল রাত 9 টায় 9 মিনিটের জন্য দেশবাসীকে আলো বন্ধ রাখার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । কোরোনা মোকাবিলায় আজ দেশবাসীর উদ্দেশে বার্তা দিতে গিয়ে একথা বলেন তিনি । বলেন, "রবিবার রাত 9টায় 9 মিনিটের জন্য আলো বন্ধ রাখুন । মোমবাতি অথবা প্রদীপ, অথবা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালান ।" প্রধানমন্ত্রীর এই বার্তাকে সমর্থন জানিয়ে টুইট করেন বলিউডের একাধিক তারকা ।

হেমা মালিনী টুইটে লেখেন, "মারণ কোরোনা ভাইরাসের বিরুদ্ধে এই দীর্ঘ যুদ্ধে প্রধানমন্ত্রীর পাশে থাকার জন্য আসুন আমরা শপথ নিই ।" তিনি টুইটে আরও লেখেন, "এই সময়ে আমাদের কাছাকাছি আসতে হবে । এবং কোরোনা রুখতে সরকারকে সাহায্য করতে হবে । 5 এপ্রিল আমরা তাঁর আবেদন মেনে চলব ।"

  • Let us take an oath to be with our PM @narendramodi in this long & arduous war against the deadly Corona virus. This is the time to come together & show our solidarity as one & help our govt in controlling Covid. We will carry out his request on Apr 5. Are you all in agreement?🙏

    — Hema Malini (@dreamgirlhema) April 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

টুইট করেছেন অর্জুন কাপুরও । লেখেন, "কোরোনা ভাইরাসের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে 5 এপ্রিল রাত 9টার সময় 9 মিনিটের জন্য আমাদের ঘরের আলো বন্ধ রেখে মোমবাতি অথবা প্রদীপ অথবা ফোনের ফ্ল্যাশলাইট জ্বালাতে বলেছেন প্রধানমন্ত্রী ।"

  • Honorable PM Shri @narendramodi ji has urged all of us to turn off our lights and light candles or diyas or even phone torches on 5th April at 9pm for 9 minutes to stand united together in the fight against #Coronavirus. #9baje9minute

    — Arjun Kapoor (@arjunk26) April 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গায়ক তুলসি কুমারও প্রধানমন্ত্রীর বক্তব্যকে সমর্থন জানিয়ে তা মেনে চলার জন্য সবাইকে আবেদন জানিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.