ETV Bharat / sitara

আজ পাঁচ বছর ধরে জাপানের প্রেক্ষাগৃহে চলছে 'বজরঙ্গী ভাইজান'

2015 সালে মুক্তি পেয়েছে 'বজরঙ্গী ভাইজান' । কেটে গেছে পাঁচটা বছর । এর মধ্যে মুক্তি পেয়েছে সলমনের আরও একগুচ্ছ ছবি । কিন্তু, জাপানের প্রেক্ষাগৃহে এখনও চলছে সেই ছবি, আজ পাঁচ বছর ধরে ।

Bajrangi Bhaijaan in Japan
Bajrangi Bhaijaan in Japan
author img

By

Published : Jul 17, 2020, 6:28 PM IST

মুম্বই : আজ থেকে ঠিক পাঁচ বছর আগে মুক্তি পেয়েছিল সলমন খানের 'বজরঙ্গী ভাইজান' । দেশজুড়ে তোলপাড় পড়ে গেছিল । যেমন গল্প, তেমন অভিনয়, তেমন চিত্রনাট্য..সবদিক থেকেই দারুণ রিসেপশন পায় কবীর খান পরিচালিত এই ছবি । তবে ছবিটি নিয়ে জাপানের উন্মাদনা একটু বেশিই । আজ পাঁচ বছর ধরে সেখানকার প্রেক্ষাগৃহে চলছে 'বজরঙ্গী ভাইজান' ।

ছবির পরিচালক কবীর ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন । সেখানে তিনি লিখেছেন, "এই সেই ফিল্ম যেটা একেবারে আমার হৃদয় থেকে এসেছে এবং আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকবে । 'বজরঙ্গী ভাইজান'-কে আপনারা এত ভালোবেসেছেন, তার জন্য ধন্যবাদ ।"

এরপরের একটি পোস্টে কবীর লিখেছেন, "পাঁচ বছর পরও জাপানের কয়েকটি থিয়েটারে এখনও চলছে 'বজরঙ্গী ভাইজান' ।" এই খবর অবশ্যই চমকপ্রদ এবং ভারতীয় হিসেবে গর্বেরও বটে ।

দেখে নিন কবীরের পোস্ট...

মুম্বই : আজ থেকে ঠিক পাঁচ বছর আগে মুক্তি পেয়েছিল সলমন খানের 'বজরঙ্গী ভাইজান' । দেশজুড়ে তোলপাড় পড়ে গেছিল । যেমন গল্প, তেমন অভিনয়, তেমন চিত্রনাট্য..সবদিক থেকেই দারুণ রিসেপশন পায় কবীর খান পরিচালিত এই ছবি । তবে ছবিটি নিয়ে জাপানের উন্মাদনা একটু বেশিই । আজ পাঁচ বছর ধরে সেখানকার প্রেক্ষাগৃহে চলছে 'বজরঙ্গী ভাইজান' ।

ছবির পরিচালক কবীর ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন । সেখানে তিনি লিখেছেন, "এই সেই ফিল্ম যেটা একেবারে আমার হৃদয় থেকে এসেছে এবং আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকবে । 'বজরঙ্গী ভাইজান'-কে আপনারা এত ভালোবেসেছেন, তার জন্য ধন্যবাদ ।"

এরপরের একটি পোস্টে কবীর লিখেছেন, "পাঁচ বছর পরও জাপানের কয়েকটি থিয়েটারে এখনও চলছে 'বজরঙ্গী ভাইজান' ।" এই খবর অবশ্যই চমকপ্রদ এবং ভারতীয় হিসেবে গর্বেরও বটে ।

দেখে নিন কবীরের পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.