ETV Bharat / sitara

দেশের ইতিহাসকে জানতে অনলাইন কোর্সে ভরতি আয়ুষ্মান - history during lockdown

লকডাউনের জেরে শুটিং বন্ধ । তাই দিন কাটছে বাড়িতেই । বাদ যাননি আয়ুষ্মান খুরানাও । তবে এই সময় গঠনমূলক কিছু করতে চান তিনি । আর সেই কারণেই দেশের ইতিহাসকে জানতে আয়ুষ্মান ভরতি হলেন অনলাইন কোর্সে ।

sdf
sdf
author img

By

Published : May 5, 2020, 1:45 PM IST

মুম্বই : লকডাউনের জেরে শুটিং বন্ধ । তাই দিন কাটছে বাড়িতেই । আর এই অবসর সময়টা তারকারা কাটাচ্ছেন অন্যভাবে । কেউ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন আবার কেউ মন দিয়েছেন ঘরের কাজে । আবার কেউ গঠনমূলক কিছু করতে চাইছেন । যেমন আয়ুষ্মান খুরানা । দেশের ইতিহাসকে জানতে তিনি ভরতি হলেন অনলাইন কোর্সে ।

শেখা ও জানার কোনও শেষ নেই । যতদিন বাঁচবেন ততদিন শিখে যাবেন । এই ধারণাতেই বিশ্বাসী আয়ুষ্মান । বলেন, "আমি বিশ্বাস করি যে শেখা ও জানার কোনও শেষ নেই । তাই যতদিন বাঁচব ততদিনই শিখে যাব । আমি সব সময় জ্ঞানের খোঁজ করি । নিজেকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য ।"

দেশের ইতিহাস বরাবরই ভালো লাগে আয়ুষ্মানের । আর সেই কারণে এই সময় সেই বিষয়ে নিজের জ্ঞানকে একটু বাড়িতে নিতে চান তিনি । বলেন, "আমি ভারতীয় ইতিহাসকে খুব ভালোবাসি । আমার হাতে এখন অনেক সময় রয়েছে । এই সময়টা আমাদের দেশের ইতিহাস জানার ক্ষেত্রে অতিবাহিত করতে চাই । আর সেই কারণে অনলাইন কোর্সের জন্য নিজের নাম নথিভুক্ত করেছি । ভারতের ইতিহাস জানার জন্য আমি খুবই আগ্রহী ।"

কোরোনা সংক্রমণের জেরে দেশজুড়ে জারি লকডাউন । এই পরিস্থিতির মধ্যে গৃহবন্দী তারকারা । এই সময় বাড়ির কাজেই মন দিয়েছেন অনেকেই । কেই ঘর পরিষ্কার করছেন, কেউ বাসন মাজছেন । আবার কেউ জমিয়ে রান্না করছেন । কেউ আবার এই সময়তে ঝালিয়ে নিচ্ছেন নিজের হবিগুলো । তার জন্য কাউকে দেখা যাচ্ছে ছবি আঁকতে । আবার কেউ সুর তুলছেন গিটারে । আর এই পরিস্থিতিতে দেশের ইতিহাসকে জানতে আয়ুষ্মান ভরতি হলেন অনলাইন কোর্সে ।

মুম্বই : লকডাউনের জেরে শুটিং বন্ধ । তাই দিন কাটছে বাড়িতেই । আর এই অবসর সময়টা তারকারা কাটাচ্ছেন অন্যভাবে । কেউ পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন আবার কেউ মন দিয়েছেন ঘরের কাজে । আবার কেউ গঠনমূলক কিছু করতে চাইছেন । যেমন আয়ুষ্মান খুরানা । দেশের ইতিহাসকে জানতে তিনি ভরতি হলেন অনলাইন কোর্সে ।

শেখা ও জানার কোনও শেষ নেই । যতদিন বাঁচবেন ততদিন শিখে যাবেন । এই ধারণাতেই বিশ্বাসী আয়ুষ্মান । বলেন, "আমি বিশ্বাস করি যে শেখা ও জানার কোনও শেষ নেই । তাই যতদিন বাঁচব ততদিনই শিখে যাব । আমি সব সময় জ্ঞানের খোঁজ করি । নিজেকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য ।"

দেশের ইতিহাস বরাবরই ভালো লাগে আয়ুষ্মানের । আর সেই কারণে এই সময় সেই বিষয়ে নিজের জ্ঞানকে একটু বাড়িতে নিতে চান তিনি । বলেন, "আমি ভারতীয় ইতিহাসকে খুব ভালোবাসি । আমার হাতে এখন অনেক সময় রয়েছে । এই সময়টা আমাদের দেশের ইতিহাস জানার ক্ষেত্রে অতিবাহিত করতে চাই । আর সেই কারণে অনলাইন কোর্সের জন্য নিজের নাম নথিভুক্ত করেছি । ভারতের ইতিহাস জানার জন্য আমি খুবই আগ্রহী ।"

কোরোনা সংক্রমণের জেরে দেশজুড়ে জারি লকডাউন । এই পরিস্থিতির মধ্যে গৃহবন্দী তারকারা । এই সময় বাড়ির কাজেই মন দিয়েছেন অনেকেই । কেই ঘর পরিষ্কার করছেন, কেউ বাসন মাজছেন । আবার কেউ জমিয়ে রান্না করছেন । কেউ আবার এই সময়তে ঝালিয়ে নিচ্ছেন নিজের হবিগুলো । তার জন্য কাউকে দেখা যাচ্ছে ছবি আঁকতে । আবার কেউ সুর তুলছেন গিটারে । আর এই পরিস্থিতিতে দেশের ইতিহাসকে জানতে আয়ুষ্মান ভরতি হলেন অনলাইন কোর্সে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.