মুম্বই : শাহরুখ ও সোনু সুদের পর এবার এগিয়ে এলেন আয়েশা টাকিয়াও । কোয়ারেন্টাইন সেন্টার বানানোর জন্য নিজেদের দক্ষিণ মুম্বইয়ের হোটেল বৃহন্মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনকে (BMC) দিলেন তিনি ও তাঁর স্বামী ফারহান আজ়মি ।
সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফারহান বলেন, "হ্যাঁ কোয়ারেন্টাইন সেন্টার বানানোর জন্য আমরা আমাদের গাল্ফ হোটেল BMC-কে দিয়েছি । এই পরিস্থিতির সঙ্গে লড়াই করতে আমরা সবাই ঐক্যবদ্ধ । BMC ও মুম্বই পুলিশকে হোটেলটি দিয়েছি আমরা । আমাদের হোটেল খুবই ছোটো । আশাকরি ভবিষ্যতে সরকার ছোটো ব্যবসাগুলোকেও সমর্থন করবে ।"
এর আগে কোয়ারেন্টাইন সেন্টার বানানোর জন্য নিজের চারতলা অফিসটাই BMC-কে দেন শাহরুখ । কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে দেশে । আর পরিস্থিতিতে দাঁড়িয়ে ঠিকমতো আইসোলেশন কেবিন পাচ্ছেন না অনেকেই । আর তার জন্যই নিজের চারতলার অফিসকে কোয়ারেন্টাইন সেন্টার বানানোর জন্য দান করেন কিং খান ও গৌরী ।
BMC-র তরফে এই খবর সোশাল মিডিয়ায় জানানো হয়ে । এই অনুদানের জন্য শাহরুখ ও গৌরীকে ধন্যবাদ জানান তাঁরা ।
এর পর সাহায্যের জন্য এগিয়ে আসেন সনু সুদও । জুহুতে তাঁর যে হোটেল রয়েছে সেটি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য খুলে দেন তিনি । একটি সাক্ষাৎকারে তিনি বলেন, "এই সমস্ত ডাক্তার,নার্স আর প্যারামেডিকেল স্টাফেদের জন্য কিছু করতে পেরে আমি ধন্য । আমার হোটেলের দরজা খুলে দিতে পেরে ভালো লাগছে, ওঁরাই আমাদের রিয়েল লাইফ হিরো ।"