ETV Bharat / sitara

নিউইয়র্কে ঋষি কাপুরের সঙ্গে দেখা করলেন অর্জুন-মালাইকা - Cancer

নিউইয়র্কে ছুটি কাটাতে গিয়ে ঋষি কাপুর ও নীতু কাপুরের সঙ্গে দেখা করলেন অর্জুন কাপুর ও মালাইকা আরোরা ।

অর্জুন-মালাইকা
author img

By

Published : Jul 5, 2019, 2:01 PM IST

মুম্বই : নিউইয়র্কে ছুটি কাটাতে গেছেন অর্জুন কাপুর ও মালাইকা আরোরা । সেখানে ঋষি কাপুরের সঙ্গেও দেখা করলেন তাঁরা । নীতু কাপুর সোশাল মিডিয়ায় তাঁদের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ।

ছবিটি শেয়ার করে নীতু ক্যাপশনে লিখেছেন, "আমাদের বাড়ির বাচ্চা অর্জুন আর সুন্দরী মালাইকার সঙ্গে একটা মজাদার সন্ধ্যা ।" ছবিতে ঋষি কাপুর অর্জুন ও মালাইকার হাত ধরে বসে আছেন । ছবিটিতে ঋষি কাপুরকে দেখে মনে হচ্ছে, তিনি তাঁদের সম্পর্ক নিয়ে খুব খুশি ।

ঋষি কাপুর নিজেও ছবিটি টুইটারে শেয়ার করেছেন । ক্যাপশনে লিখেছেন, "আসার জন্য ধন্যবাদ মালাইকা, অর্জুন ।"

  • Thank you Malaika and Arjun for coming. Hope you got to see “Rocketman” and lunch at “Red Farm” pic.twitter.com/CDYJja5Ebe

    — Rishi Kapoor (@chintskap) July 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চিকিৎসা করাতে নিউইর্য়ক গেছিলেন ঋষি কাপুর । তারপর থেকেই জল্পনা চলছিল যে তাঁর ক্যানসার হয়েছে। পরে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে ঋষি বলেছিলেন, "অ্যামেরিকায় আমার আট মাসের চিকিৎসা শুরু হয়েছিল ১ মে থেকে। কিন্তু, ঈশ্বর খুব দয়াবান। আমি এখন সুস্থ। বলতে পারেন ক্যানসার মুক্ত।"

মুম্বই : নিউইয়র্কে ছুটি কাটাতে গেছেন অর্জুন কাপুর ও মালাইকা আরোরা । সেখানে ঋষি কাপুরের সঙ্গেও দেখা করলেন তাঁরা । নীতু কাপুর সোশাল মিডিয়ায় তাঁদের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন ।

ছবিটি শেয়ার করে নীতু ক্যাপশনে লিখেছেন, "আমাদের বাড়ির বাচ্চা অর্জুন আর সুন্দরী মালাইকার সঙ্গে একটা মজাদার সন্ধ্যা ।" ছবিতে ঋষি কাপুর অর্জুন ও মালাইকার হাত ধরে বসে আছেন । ছবিটিতে ঋষি কাপুরকে দেখে মনে হচ্ছে, তিনি তাঁদের সম্পর্ক নিয়ে খুব খুশি ।

ঋষি কাপুর নিজেও ছবিটি টুইটারে শেয়ার করেছেন । ক্যাপশনে লিখেছেন, "আসার জন্য ধন্যবাদ মালাইকা, অর্জুন ।"

  • Thank you Malaika and Arjun for coming. Hope you got to see “Rocketman” and lunch at “Red Farm” pic.twitter.com/CDYJja5Ebe

    — Rishi Kapoor (@chintskap) July 4, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

চিকিৎসা করাতে নিউইর্য়ক গেছিলেন ঋষি কাপুর । তারপর থেকেই জল্পনা চলছিল যে তাঁর ক্যানসার হয়েছে। পরে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে ঋষি বলেছিলেন, "অ্যামেরিকায় আমার আট মাসের চিকিৎসা শুরু হয়েছিল ১ মে থেকে। কিন্তু, ঈশ্বর খুব দয়াবান। আমি এখন সুস্থ। বলতে পারেন ক্যানসার মুক্ত।"

Intro:Body:

Arjun Malaika


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.