কলকাতা : মাত্র কয়েকদিন আগেই কলকাতায় শুটিং করে গেছেন অজয় দেবগন ও আমির খান । আর এবার এই শহরে শুটিং করছেন অনুষ্কা শর্মা । তাও আবার ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামীর চরিত্রে । ইডেনে শুটিং চলাকালীন অনুষ্কার সঙ্গে দেখা করতে যান ঝুলন । ক্যামেরাবন্দী হয় মাঠের মধ্যে তাঁদের কথোপকথনের কিছু মুহূর্ত । ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি ।
ইডেনে এক ফ্রেমে ধরা পড়েছেন অনুষ্কা ও ঝুলন । কোনও বিষয়ে কথা বলতে দেখা গেছে তাঁদের । অনুষ্কার পরনে ছিল ভারতীয় দলের পুরোনো জার্সি । অন্যদিকে ঝুলন পরেছিলেন কালো জিন্স ও নীল জ্যাকেট । কলকাতায় জোর কদমে চলছে ছবির শুটিং । স্ক্রিনে ঝুলনের চরিত্র ফুটিয়ে তুলতে নিজেকে একটু একটু করে প্রস্তুত করছেন অনুষ্কা ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
টানা এক বছর ধরে কোনও ছবিতে অভিনয় করেননি অনুষ্কা । 2018 সালের ডিসেম্বরে মুক্তি পায় 'জ়িরো'। বক্স অফিসে ভালো ফল করেনি ওই ছবি । তারপর আর কোনও ছবিতে দেখা যায়নি তাঁকে । সেখানে শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । ছিলেন ক্যাটরিনা কাইফও । এক বছর পর এই ছবিতে কাজ করছেন অনুষ্কা ।
- View this post on Instagram
Anushka Sharma with Jhulan Goswami at the Eden Gardens. I'm really loving it now. I'm very excited.
">
তবে ঝুলনের চরিত্রের জন্য প্রথমে অনুষ্কাকে ভাবা হয়নি । এই চরিত্রে বাণী কাপুরকে অভিনয় করাতে চেয়েছিলেন নির্মাতারা । এরপর প্রস্তাব দেওয়া হয় প্রিয়াঙ্কা চোপড়াকে । 2017 সাল থেকে চলছে এই টানাপোড়েন । এর মাঝে একবার বন্ধও হয়ে যায় প্রোজেক্ট । ফের শুরু হয় নতুন প্রযোজকের হাত ধরে । নতুন সেই প্রযোজকের প্রথম পছন্দ ছিলেন অনুষ্কা শর্মা । আর এই চরিত্রর প্রস্তাব পেয়ে না করেননি অনুষ্কাও ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ছবির নাম 'চাকদা এক্সপ্রেস'। আসলে ঝুলনের বাড়ি চাকদায় । সেখান থেকেই ছবির নামকরণ করা হয়েছে । তবে শোনা যাচ্ছে, ছবিটি পরিচালনা করবেন প্রসিত জয় । 'পরি' ছবিও তিনিই পরিচালনা করেছিলেন । যদিও এ বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি । যাই হোক না কেন 22 গজে অনুষ্কা কতটা বাজিমাত করতে পারেন এখন সেটাই দেখার অপেক্ষায় ফ্যানরা ।