ETV Bharat / sitara

সিনেমার ভবিষ্যৎ কি OTT ? অনুষ্কা বললেন..

author img

By

Published : May 25, 2020, 6:01 PM IST

নিজের প্রথম প্রযোজিত ওয়েব সিরিজ় 'পাতাল লোক'-এর দারুণ প্রতিক্রিয়ায় অনুষ্কা শর্মা আপ্লুত । OTT প্ল্য়াটফর্মের এই বাড়তে থাকা গ্রহণযোগ্যতা কি সিনেমা হলগুলোর জন্য একটা থ্রেট ? জবাব দিলেন অনুষ্কা ।

Anushka sharma latest news
Anushka sharma latest news

মুম্বই : লকডাউনের পর থেকে OTT প্ল্যাটফর্মের গ্রহণযোগ্যতা এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে । শুধু ওয়েব সিরিজ় নয়, বড় ব্যানারের ফিল্মগুলোর প্রিমিয়ার হচ্ছে এই প্ল্যাটফর্মে । কোরোনা উত্তর সময়কালে সিনেমা হল কতটা টানবে দর্শককে ? নানা বিষয়ে কথা বললেন 'পাতাল লোক'-এর প্রযোজক অনুষ্কা শর্মা ।

অনুষ্কা বললেন, "OTT প্ল্যাটফর্ম বিশ্বব্য়াপী কনটেন্ট দেখার সুযোগ করে দেয় । সারা বিশ্বের ক্রিয়েটাররা কী করছেন, সেটা দেখার সুযোগ করে দেয় । এটা খুব ইন্সপায়ারিং ।"

অনুষ্কা নিজেও 'পাতাল লোক'-এর মাধ্যমে অনেককে অনুপ্রেরণা দিয়েছেন । তবে সেই ক্রেডিট একা পেতে চান না তিনি । বললেন, "আমায় অনেক সহকর্মী আর পরিচালকরা ফোন করছেন । 'পাতাল লোক' দেখে তাঁরা অনুপ্রাণিত । সত্যিই মনে হচ্ছে, আমরা কিছু একটা ভালো কাজ করেছি । এটা সম্ভব হয়েছে কারণ, আমরা একটা টিমের মতো করে প্রোজেক্টটা বানিয়েছি । এর ক্রেডিট প্রত্য়েকের ।"

Anushka sharma latest news
.

একজন প্রযোজক হিসেবে OTT কতটা গ্রহণযোগ্য় ? অনুষ্কা বললেন, "এখানে প্রযোজকরা আমাদের নিয়ন্ত্রণ করতে পারেন না । আমরা আমাদের গল্প, আমাদের আইডিয়া সরাসরি তুলে ধরতে পারি । ভারতে এখন দু'টো প্ল্যাটফর্ম কাজ করছে । একটা থিয়েটার আর অন্যটা OTT । কে কোন মাধ্যমকে ব্যবহার করবেন সেটা তাঁর সিদ্ধান্ত ।"

তাহলে কি OTT-ই বিনোদন দুনিয়ার ভবিষ্যৎ ? উত্তরে অনুষ্কা বললেন, "আমরা ভারতীয়রা একসঙ্গে মিলে সেলিব্রেট করতে ভালোবাসি । তাই বড় পরদায় পরিবারের সঙ্গে গিয়ে সিনেমা দেখা কোনওদিনই বন্ধ হবে না বলে আমি মনে করি । আবার OTT প্ল্য়াটফর্মের কথা মাথায় রেখেও কনটেন্ট তৈরি হবে ।"

অর্থাৎ এক কথায় অনুষ্কা এটাই বলতে চাইলেন যে, সিনেমা হল আর OTT প্ল্যাটফর্ম সহাবস্থান করবে । এবার কে কোন মাধ্যম ব্যবহার করবেন, সেটা নির্ভর করবে তাঁর কনটেন্ট ও আইডিয়ার উপর । IANS-এ দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বললেন মিসেস কোহলি ।

মুম্বই : লকডাউনের পর থেকে OTT প্ল্যাটফর্মের গ্রহণযোগ্যতা এক ধাক্কায় অনেকটা বেড়ে গেছে । শুধু ওয়েব সিরিজ় নয়, বড় ব্যানারের ফিল্মগুলোর প্রিমিয়ার হচ্ছে এই প্ল্যাটফর্মে । কোরোনা উত্তর সময়কালে সিনেমা হল কতটা টানবে দর্শককে ? নানা বিষয়ে কথা বললেন 'পাতাল লোক'-এর প্রযোজক অনুষ্কা শর্মা ।

অনুষ্কা বললেন, "OTT প্ল্যাটফর্ম বিশ্বব্য়াপী কনটেন্ট দেখার সুযোগ করে দেয় । সারা বিশ্বের ক্রিয়েটাররা কী করছেন, সেটা দেখার সুযোগ করে দেয় । এটা খুব ইন্সপায়ারিং ।"

অনুষ্কা নিজেও 'পাতাল লোক'-এর মাধ্যমে অনেককে অনুপ্রেরণা দিয়েছেন । তবে সেই ক্রেডিট একা পেতে চান না তিনি । বললেন, "আমায় অনেক সহকর্মী আর পরিচালকরা ফোন করছেন । 'পাতাল লোক' দেখে তাঁরা অনুপ্রাণিত । সত্যিই মনে হচ্ছে, আমরা কিছু একটা ভালো কাজ করেছি । এটা সম্ভব হয়েছে কারণ, আমরা একটা টিমের মতো করে প্রোজেক্টটা বানিয়েছি । এর ক্রেডিট প্রত্য়েকের ।"

Anushka sharma latest news
.

একজন প্রযোজক হিসেবে OTT কতটা গ্রহণযোগ্য় ? অনুষ্কা বললেন, "এখানে প্রযোজকরা আমাদের নিয়ন্ত্রণ করতে পারেন না । আমরা আমাদের গল্প, আমাদের আইডিয়া সরাসরি তুলে ধরতে পারি । ভারতে এখন দু'টো প্ল্যাটফর্ম কাজ করছে । একটা থিয়েটার আর অন্যটা OTT । কে কোন মাধ্যমকে ব্যবহার করবেন সেটা তাঁর সিদ্ধান্ত ।"

তাহলে কি OTT-ই বিনোদন দুনিয়ার ভবিষ্যৎ ? উত্তরে অনুষ্কা বললেন, "আমরা ভারতীয়রা একসঙ্গে মিলে সেলিব্রেট করতে ভালোবাসি । তাই বড় পরদায় পরিবারের সঙ্গে গিয়ে সিনেমা দেখা কোনওদিনই বন্ধ হবে না বলে আমি মনে করি । আবার OTT প্ল্য়াটফর্মের কথা মাথায় রেখেও কনটেন্ট তৈরি হবে ।"

অর্থাৎ এক কথায় অনুষ্কা এটাই বলতে চাইলেন যে, সিনেমা হল আর OTT প্ল্যাটফর্ম সহাবস্থান করবে । এবার কে কোন মাধ্যম ব্যবহার করবেন, সেটা নির্ভর করবে তাঁর কনটেন্ট ও আইডিয়ার উপর । IANS-এ দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বললেন মিসেস কোহলি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.