ETV Bharat / sitara

রান্নাঘরের কাঁচিতে ক্যাপ্টেনের চুল কাটা - অনুষ্কা শর্মার খবর

"হ্যাঁ, কোয়ারেন্টাইনে এমনই হয়", অন্তত বিরট কোহলির সঙ্গে তো এমনই হয়েছে বলে দাবি তাঁর । স্ত্রী অনুষ্কা শর্মা রান্নাঘরের কাঁচি দিয়ে চুল কেটে দিলেন বিরাটের । আর বিরাট তা মেনে নিলেন বিনা প্রতিবাদে ।

anushka sharma cuts virat kohli's hair
anushka sharma cuts virat kohli's hair
author img

By

Published : Mar 28, 2020, 4:42 PM IST

মুম্বই : কোয়ারেন্টাইন সবার লাইফস্টাইল বদলে দিয়েছে । প্রতিদিনের ব্যস্ত জীবন হঠাৎ যেন থমকে গেছে । তাই বাড়িতে বসে টাইমপাসের দারুণ দারুণ আইডিয়া বেরোচ্ছে প্রতিদিন সবার মাথা থেকে । ঠিক যেমন অনুষ্কা শর্মা দারুণ এক আইডিয়া বের করলেন সময় কাটানোর, রান্নাঘরের কাঁচি দিয়ে চুল কেটে দিলেন বিরাটের ।

অভিনেত্রীর শেয়ার করা ভিডিয়োতে বিরাটকে বলতে শোনা গেল, "কোয়ারেন্টাইনে এমনই হয় । বা বলা ভালো কোয়ারেন্টাইনে তুমি এই সমস্ত জিনিস হতে অ্যালাও কর, রান্নাঘরের কাঁচি দিয়ে নিজের চুল কাটতে দাও ।" অনুষ্কাকে দেখা গেল পরমানন্দে বিরাটের চুল কাটতে ।

চুল কাটতে কাটতে নিজের চুলটাকেও একটু নাড়াচাড়া করে নিলেন অনুষ্কা, আফটার অল তিনি হেয়ারস্টাইলিস্ট বলে কথা । তবে রান্নাঘরের কাচি হোক আর যা-ই হোক, স্ত্রীয়ের চুল কাটায় বেশ মুগ্ধ বিরাট । বললেন, "আমার স্ত্রীয়ের দারুণ হেয়ারকাট" ।

দেখে নিন ভিডিয়োটি..

মুম্বই : কোয়ারেন্টাইন সবার লাইফস্টাইল বদলে দিয়েছে । প্রতিদিনের ব্যস্ত জীবন হঠাৎ যেন থমকে গেছে । তাই বাড়িতে বসে টাইমপাসের দারুণ দারুণ আইডিয়া বেরোচ্ছে প্রতিদিন সবার মাথা থেকে । ঠিক যেমন অনুষ্কা শর্মা দারুণ এক আইডিয়া বের করলেন সময় কাটানোর, রান্নাঘরের কাঁচি দিয়ে চুল কেটে দিলেন বিরাটের ।

অভিনেত্রীর শেয়ার করা ভিডিয়োতে বিরাটকে বলতে শোনা গেল, "কোয়ারেন্টাইনে এমনই হয় । বা বলা ভালো কোয়ারেন্টাইনে তুমি এই সমস্ত জিনিস হতে অ্যালাও কর, রান্নাঘরের কাঁচি দিয়ে নিজের চুল কাটতে দাও ।" অনুষ্কাকে দেখা গেল পরমানন্দে বিরাটের চুল কাটতে ।

চুল কাটতে কাটতে নিজের চুলটাকেও একটু নাড়াচাড়া করে নিলেন অনুষ্কা, আফটার অল তিনি হেয়ারস্টাইলিস্ট বলে কথা । তবে রান্নাঘরের কাচি হোক আর যা-ই হোক, স্ত্রীয়ের চুল কাটায় বেশ মুগ্ধ বিরাট । বললেন, "আমার স্ত্রীয়ের দারুণ হেয়ারকাট" ।

দেখে নিন ভিডিয়োটি..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.