ETV Bharat / sitara

"আমার জীবনের আশীর্বাদ", বিরাটকে এমনটাই মনে করেন অনুষ্কা - অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির খবর

বিরাট কোহলিকে নিজের জীবনের আশীর্বাদ মনে করেন স্ত্রী অনুষ্কা শর্মা। জন্মদিনে বিরাটের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করলেন অভিনেত্রী।

Anushka calls Virat her blessing
author img

By

Published : Nov 6, 2019, 10:20 AM IST

মুম্বই : নিজের জন্মদিনটা বেশ ছিমছাম সুন্দর ভাবেই কাটালেন বিরাট কোহলি। লাইমলাইট থেকে অনেক দূরে অনুষ্কার সঙ্গে একান্তে ভূটানে সময় কাটালেন তিনি। তবে সোশাল মিডিয়া উপচে পড়েছে জন্মদিনের শুভেচ্ছায়। সেলেব্রিটি থেকে সাধারণ মানুষ সবাই তাঁদের প্রিয় ক্রিকেটরকে শুভকামনা জানিয়েছেন। বাদ নেই স্বয়ং অনুষ্কাও।

ভূটানের কোনও এক মন্দিরে একমনে প্রদীপ জ্বালাচ্ছেন বিরুষ্কা। এরকম কিছু সুন্দর ছবি পোস্ট করে অনুষ্কা লিখেছেন, "আমার জীবনের আশীর্বাদ। আমার বন্ধু, আমার বিশ্বাস, আমার একমাত্র ভালোবাসা। আমি আশা করব, তুমি তোমার পথচলার আলো খুঁজে পাও এবং সবসময় সঠিক সিদ্ধান্ত নাও।"

দেখে নিন সেই পোস্ট...

প্রায় এক বছর অনুষ্কা শর্মাকে দেখা যায়নি বড় পরদায়। তাঁর শেষ ছবি 'জ়িরো' ব্যর্থ হয় বক্স অফিসে, কিন্তু প্রত্যেকেই প্রশংসা করেন অনুষ্কার অভিনয়ের। তিনি পরবর্তী কোন ছবিতে কাজ করবেন সেই বিষয়েও কোনও কনফার্মেশন পাওয়া যায়নি।

মুম্বই : নিজের জন্মদিনটা বেশ ছিমছাম সুন্দর ভাবেই কাটালেন বিরাট কোহলি। লাইমলাইট থেকে অনেক দূরে অনুষ্কার সঙ্গে একান্তে ভূটানে সময় কাটালেন তিনি। তবে সোশাল মিডিয়া উপচে পড়েছে জন্মদিনের শুভেচ্ছায়। সেলেব্রিটি থেকে সাধারণ মানুষ সবাই তাঁদের প্রিয় ক্রিকেটরকে শুভকামনা জানিয়েছেন। বাদ নেই স্বয়ং অনুষ্কাও।

ভূটানের কোনও এক মন্দিরে একমনে প্রদীপ জ্বালাচ্ছেন বিরুষ্কা। এরকম কিছু সুন্দর ছবি পোস্ট করে অনুষ্কা লিখেছেন, "আমার জীবনের আশীর্বাদ। আমার বন্ধু, আমার বিশ্বাস, আমার একমাত্র ভালোবাসা। আমি আশা করব, তুমি তোমার পথচলার আলো খুঁজে পাও এবং সবসময় সঠিক সিদ্ধান্ত নাও।"

দেখে নিন সেই পোস্ট...

প্রায় এক বছর অনুষ্কা শর্মাকে দেখা যায়নি বড় পরদায়। তাঁর শেষ ছবি 'জ়িরো' ব্যর্থ হয় বক্স অফিসে, কিন্তু প্রত্যেকেই প্রশংসা করেন অনুষ্কার অভিনয়ের। তিনি পরবর্তী কোন ছবিতে কাজ করবেন সেই বিষয়েও কোনও কনফার্মেশন পাওয়া যায়নি।

Intro:Body:

"আমার জীবনের আশীর্বাদ", বিরাটকে এমনটাই মনে করেন অনুষ্কা



বিরাট কোহলিকে নিজের জীবনের আশীর্বাদ মনে করেন স্ত্রী অনুষ্কা শর্মা। জন্মদিনে বিরাটের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করলেন অভিনেত্রী।



মুম্বই : নিজের জন্মদিনটা বেশ ছিমছাম সুন্দর ভাবেই কাটালেন বিরাট কোহলি। লাইমলাইট থেকে অনেক দূরে অনুষ্কার সঙ্গে একান্তে ভূটানে সময় কাটালেন তিনি। তবে সোশাল মিডিয়া উপচে পড়েছে জন্মদিনের শুভেচ্ছায়। সেলেব্রিটি থেকে সাধারণ মানুষ সবাই তাঁদের প্রিয় ক্রিকেটরকে শুভকামনা জানিয়েছেন। বাদ নেই স্বয়ং অনুষ্কাও।



ভূটানের কোনও এক মন্দিরে একমনে প্রদীপ জ্বালাচ্ছেন বিরুষ্কা। এরকম কিছু সুন্দর ছবি পোস্ট করে অনুষ্কা লিখেছেন, "আমার জীবনের আশীর্বাদ। আমার বন্ধু, আমার বিশ্বাস, আমার একমাত্র ভালোবাসা। আমি আশা করব, তুমি তোমার পথচলার আলো খুঁজে পাও এবং সবসময় সঠিক সিদ্ধান্ত নাও।"



দেখে নিন সেই পোস্ট...



প্রায় এক বছর অনুষ্কা শর্মাকে দেখা যায়নি বড় পরদায়। তাঁর শেষ ছবি 'জ়িরো' ব্যর্থ হয় বক্স অফিসে, কিন্তু প্রত্যেকেই প্রশংসা করেন অনুষ্কার অভিনয়ের। তিনি পরবর্তী কোন ছবিতে কাজ করবেন সেই বিষয়েও কোনও কনফার্মেশন পাওয়া যায়নি।






Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.