ETV Bharat / sitara

"তোমাদের কাজকর্ম নেই?", পাপারাৎজ়িদের তীব্র আক্রমণ অনুরাগের - Bollywood

পাপারৎজ়িদের আক্রমণ করলেন অনুরাগ কাশ্যপ। প্রতি মুহূর্তে সেলিব্রিটিদের অনুসরণ করাটা কোনও কাজের কাজ নয়, এমনটাই বললেন তিনি। যদিও পাপারাৎজ়িদের একাংশ তীব্র প্রতিবাদ করেছেন অনুরাগের এই ব্যবহারে।

অনুরাগ কাশ্যপ
author img

By

Published : May 7, 2019, 4:40 PM IST

পাপারাৎজ়িদের কাজ সোজা নয়। ঘণ্টার পর ঘণ্টা তাঁদের অপেক্ষা করে থাকতে হয় কোনও সেলিব্রিটির একটা ঝলক পাওয়ার জন্য। কোথায় কোন অনুষ্ঠানে কোন সেলিব্রিটি আসছেন, তা তাঁদের নখদর্পণে রাখতে হয়। কিন্তু, অনেক সেলিব্রিটিই পছন্দ করেন না প্রতি মুহূর্তে নজরবন্দী হতে। তাঁদের মধ্যে অন্যতম অনুরাগ কাশ্যপ। সম্প্রতি এক ক্লিনিকের সামনে তাঁকে ক্যামেরাবন্দী করায় রীতিমতো চটলেন তিনি এবং পাপারাৎজ়িদের উদ্দেশ্যে বললেন, "তোমাদের কোনও কাজকর্ম নেই ?"

অনুরাগ হাসিমুখেই বেশ কড়া কথা বললেন পাপারাৎজ়িদের। তিনি বললেন, "তোমরা ডাক্তারের চেম্বারের সামনে কেন দাঁড়িয়ে রয়েছ? নিজেরা নিজেদের আয়নায় দেখেছ? মানুষ যেখানেই যাচ্ছে তোমরা ছবি তুলে যাচ্ছ। একবার একটু সময় বের করে ভাব কী করছ তোমরা। কোনও কাজের কাজ করতে পার না?"

সেলিব্রিটিরা এই কারণেই দেশের বাইরে চলে যায়, মনে করেন অনুরাগ। তিনি বলেন, "মানুষ একটু শ্বাস নিতে পারে তোমাদের জন্য। তাই দেশ ছেড়ে পালিয়ে যায়।"

অনুরাগের এই মন্তব্যে বেশ কয়েকজন পাপারাৎজ়ি চটেছেন তাঁর উপর। অনেকেই বলছেন, "আপনার কোনও অধিকার নেই কারোর প্রফেশন নিয়ে মন্তব্য করার। পুরো বলিউড আমাদের কাজে গর্বিত।"

খুব সম্প্রতি মুক্তি পেতে চলেছে অনুরাগ পরিচালিত 'সেক্রেড গেমস ২'। এই ওয়েব সিরিজ়ের প্রথম ভাগ তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।

পাপারাৎজ়িদের কাজ সোজা নয়। ঘণ্টার পর ঘণ্টা তাঁদের অপেক্ষা করে থাকতে হয় কোনও সেলিব্রিটির একটা ঝলক পাওয়ার জন্য। কোথায় কোন অনুষ্ঠানে কোন সেলিব্রিটি আসছেন, তা তাঁদের নখদর্পণে রাখতে হয়। কিন্তু, অনেক সেলিব্রিটিই পছন্দ করেন না প্রতি মুহূর্তে নজরবন্দী হতে। তাঁদের মধ্যে অন্যতম অনুরাগ কাশ্যপ। সম্প্রতি এক ক্লিনিকের সামনে তাঁকে ক্যামেরাবন্দী করায় রীতিমতো চটলেন তিনি এবং পাপারাৎজ়িদের উদ্দেশ্যে বললেন, "তোমাদের কোনও কাজকর্ম নেই ?"

অনুরাগ হাসিমুখেই বেশ কড়া কথা বললেন পাপারাৎজ়িদের। তিনি বললেন, "তোমরা ডাক্তারের চেম্বারের সামনে কেন দাঁড়িয়ে রয়েছ? নিজেরা নিজেদের আয়নায় দেখেছ? মানুষ যেখানেই যাচ্ছে তোমরা ছবি তুলে যাচ্ছ। একবার একটু সময় বের করে ভাব কী করছ তোমরা। কোনও কাজের কাজ করতে পার না?"

সেলিব্রিটিরা এই কারণেই দেশের বাইরে চলে যায়, মনে করেন অনুরাগ। তিনি বলেন, "মানুষ একটু শ্বাস নিতে পারে তোমাদের জন্য। তাই দেশ ছেড়ে পালিয়ে যায়।"

অনুরাগের এই মন্তব্যে বেশ কয়েকজন পাপারাৎজ়ি চটেছেন তাঁর উপর। অনেকেই বলছেন, "আপনার কোনও অধিকার নেই কারোর প্রফেশন নিয়ে মন্তব্য করার। পুরো বলিউড আমাদের কাজে গর্বিত।"

খুব সম্প্রতি মুক্তি পেতে চলেছে অনুরাগ পরিচালিত 'সেক্রেড গেমস ২'। এই ওয়েব সিরিজ়ের প্রথম ভাগ তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।

Intro:অমিত চক্রবর্তী, কলকাতা: মাত্র 13 বছর বয়সে বিনোদন দুনিয়াতে প্রথমবার পা রাখা, সেই থেকে দেখতে দেখতে দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের হয়ে মডেলিং হয়ে গেল। তবে এখন আর রুক্মিণী মৈত্র কি শুধুমাত্র একজন মডেল বলা যায় না কারণ ইতিমধ্যেই তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন।পরিচালক রাজ চক্রবর্তীর হাত ধরে দর্শকরা প্রথম অভিনেত্রী রুক্মিণী কে দেখতে পেয়েছিল তার ছবি চ্যাম্প এ। যেখানে তিনি অভিনয় করেছিলেন দেবের বিপরীতে। তারপর এক এক করে মুক্তি পায় ককপিট ও কাবির। ইতিমধ্যেই তিনি শেষ করেছেন তার নতুন দু দুটি ছবির শুটিং প্রথমটি রাজা চন্দের পরিচালনায় কিডন্যাপ আর দ্বিতীয় টি কমলেশ্বর মুখার্জির পরিচালনায় পাসওয়ার্ড। বিগত তিনটি ছবির মতো এবারও তার বিপদে রয়েছে অভিনেতা দেব। তাদের সম্পর্কের রসায়ন নিয়ে ইতিমধ্যেই যখন একটা গুঞ্জন চারদিকে বইছে ঠিক তখনই অভিনেত্রী রুক্মিণী দেভ এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের ঊনত্রিশ তলার অসাধারণ সুন্দর একটি অফিসে একান্ত সাক্ষাৎকারে জানালেন তার জীবনের অনেক না জানা কথা। যার মধ্যে রয়েছে বলিউডের সুপারস্টার এর সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত, কোনদিনও ছবিতে অভিনয় করব না, আর বাতাসে যে গুঞ্জন রয়েছে তার সম্পর্ক নিয়ে সেটা কবে সত্যি হতে চলেছে সে সবকিছু নিয়ে মুখ খুললেন ইটিভি ভারতের ক্যামেরার সামনে।


Body:video


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.