ETV Bharat / sitara

"সাইক্লোন না ভূমিকম্প ?", বুঝতে পারছেন না অঙ্কুশ - অঙ্কুশ হাজরার খবর

আমফানের দাপটে লন্ডভন্ড বাংলা । এক এক করে বাড়ছে মৃতের সংখ্য়া । প্রকৃতির এমন রূপ আগে দেখেননি বাংলার মানুষ । চমকেছেন অঙ্কুশ হাজরাও । সাইক্লোন না ভূমিকম্প বুঝে উঠতে পারছেন না তিনি ।

Ankush hajra bathroom false celling
Ankush hajra bathroom false celling
author img

By

Published : May 21, 2020, 5:28 PM IST

কলকাতা : বাথরুমের ফলস সিলিং ভেঙে ঝুলছে । এমন দৃশ্য দেখতে হবে ভাবতে পারেননি অঙ্কুশ । হ্যাঁ, দুর্ঘটনাটা তাঁর বাথরুমেই ঘটেছে । একটা ঝড় যে এই কাণ্ড করতে পারে, ধারণার বাইরে ছিল অভিনেতার ।

সোশাল মিডিয়ায় ছবিটি শেয়ার করেছেন অঙ্কুশ । ক্যাপশনে লিখেছেন, "সাইক্লোন না ভূমিকম্প ? আমাদের বাথরুমের এই অবস্থা । জানলা ভেঙে গেছে, ফলস সিলিং ঝুলছে, ঘরে জল ভরতি.."

তাঁদের মতো বিত্তশালীদেরই এই অবস্থা । আর যাঁদের কোনও পাকা বাড়িই নেই, তাঁদের কথা ভেবে চিন্তিত অঙ্কুশ । লিখলেন, "তাও আমাদের মতো মানুষ এগুলো সহ্য করে নিতে পারবে কিছুদূর অবধি । কিন্তু দয়া করে গরীব অসহায় মানুষদের সহায় হন ঈশ্বর । আমরা সবাই তাঁদের পাশে দাঁড়াই । গো ব্যাক 2020 ।"

অঙ্কুশের এই পোস্টে সকলেই সহমত পোষণ করেছেন । আশঙ্কা প্রকাশ করেছেন নিরাশ্রয় মানুষগুলোর জন্য । দেখে নিন অভিনেতার পোস্ট..

কলকাতা : বাথরুমের ফলস সিলিং ভেঙে ঝুলছে । এমন দৃশ্য দেখতে হবে ভাবতে পারেননি অঙ্কুশ । হ্যাঁ, দুর্ঘটনাটা তাঁর বাথরুমেই ঘটেছে । একটা ঝড় যে এই কাণ্ড করতে পারে, ধারণার বাইরে ছিল অভিনেতার ।

সোশাল মিডিয়ায় ছবিটি শেয়ার করেছেন অঙ্কুশ । ক্যাপশনে লিখেছেন, "সাইক্লোন না ভূমিকম্প ? আমাদের বাথরুমের এই অবস্থা । জানলা ভেঙে গেছে, ফলস সিলিং ঝুলছে, ঘরে জল ভরতি.."

তাঁদের মতো বিত্তশালীদেরই এই অবস্থা । আর যাঁদের কোনও পাকা বাড়িই নেই, তাঁদের কথা ভেবে চিন্তিত অঙ্কুশ । লিখলেন, "তাও আমাদের মতো মানুষ এগুলো সহ্য করে নিতে পারবে কিছুদূর অবধি । কিন্তু দয়া করে গরীব অসহায় মানুষদের সহায় হন ঈশ্বর । আমরা সবাই তাঁদের পাশে দাঁড়াই । গো ব্যাক 2020 ।"

অঙ্কুশের এই পোস্টে সকলেই সহমত পোষণ করেছেন । আশঙ্কা প্রকাশ করেছেন নিরাশ্রয় মানুষগুলোর জন্য । দেখে নিন অভিনেতার পোস্ট..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.