মুম্বই : সলমন খান, শাহরুখ খানের পর এবার অমিতাভ বচ্চন । লকডাউনের ফলে যে সমস্ত দিনমজুরদের কাজ বন্ধ, পরিবার ধুঁকছে খাবারের অভাবে, তাদের পাশে দাঁড়ালেন অমিতাভ । অল ইন্ডিয়া ফিল্ম এম্পলয়িজ় কনফেডারেশনের 1 লক্ষ দিনমজুরকে মাসের রেশন তুলে দিতে চলেছেন তিনি ।
অমিতাভের এই উদ্যোগের পাশে রয়েছে সোনি পিকচার্স নেটওয়ার্ক ও কল্যান জুয়েলার্স । রবিবার সোনির তরফ থেকে একটি অফিশিয়াল স্টেটমেন্টের মাধ্যমে জানানো হয়েছে, "এই অপ্রত্য়াশিত অবস্থার দাঁড়িয়ে মিস্টার বচ্চনের নেওয়া একটি উদ্যোগ 'উই আর ওয়ান'-কে সমর্থন করছে সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া ও কল্যান জুয়েলার্স । দেশজুড়ে 1 লক্ষ দিনমজুরের পরিবারকে এক মাসের রেশন তুলে দেওয়া হবে ।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সেই স্টেটমেন্টে এটাও বলা হয়, "কিছু হাইপার মার্কেট ও মুদিখানার সাহায্যে অল ইন্ডিয়া ফিল্ম এম্পলয়িজ় কনফেডারেশনের ভেরিফায়েড শ্রমিকদের ডিজিটালি বারকোড করা কুপন বিলিয়ে দেওয়া হয়েছে ।"
সোনি পিকচার্সের সঙ্গে অমিতাভের যোগাযোগ বহুদিনের । সেই 2010 সাল থেকে 'কৌন বানেগা ক্রোড়পতি' রিয়েলিটি শো হোস্ট করে আসছেন তিনি । সেই শো এখনও জনপ্রিয় । আর অন্য়দিকে কল্যান জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসাডর অমিতাভ ।
এই অনুদান ছাড়াও অমিতাভ একটি শর্টফিল্মে অভিনয় করতে চলেছেন, নাম 'ফ্যামিলি' । কোরোনা নিয়ে মানুষের সচেতনতা বাড়াতেই ভার্চুয়ালি এই ফিল্ম তৈরি করছেন প্রসূন পান্ডে । অমিতাভ ছাড়াও এখানে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর কাপুর, আলিয়া ভাট, রজনীকান্ত ও চিরঞ্জিবীর মতো তারকাদের ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">