মুম্বই : পোল্যান্ডের ওরক্লো শহরে কোরাসে গাওয়া হচ্ছে বাবার কবিতা । যা দেখে চোখের জল আটকে রাখতে পারলেন না অমিতাভ বচ্চন । পোলিশ মহিলাদের কোরাস গ্রুপ 'পুলেই ক্যান্টেন্টেশ' অমিতাভ ও তাঁর বাবা হরিবংশ রাই বচ্চনকে সম্মান জানাতে ওরক্লো বিশ্ববিদ্যালয়ের ছাদে বিখ্যাত কবিতা ‘মধুশালা’ কোরাসে আবৃত্তি করে ওঠে ।
2019-এ পোলিশ এই শহরের ব্র্যান্ড আম্বাসাডর ঘোষণা করা হয়েছিল অমিতাভকে । সেই ভিডিয়ো সোশাল মিডিয়ায় শেয়ার করেন বিগ বি । লেখেন, “UNESCO-র তরফে সাহিত্যের শহর বলে সম্মানিত হয়েছিল ওরক্লো । তারাই বাবুজির ভালোবাসার বার্তা গোটা বিশ্বে ছড়িয়ে দিল । অনেক ভালো লাগল । কঠিন সময়ে এটাই আনন্দ দিল । ওরক্লো তোমাকে ধন্যবাদ ।”
বিশ্ববিদ্যালয়ের ছাদের ছোট একটি অংশে খোলা আকাশের এই কনসার্ট মন কেড়ে নিয়েছে সবার । এই কনসার্টে ভারতের জাতীয় সংগীতও গাওয়া হয় । আয়োজকরা এক বিবৃতিতে জানিয়েছেন, ওরক্লো শহরের আটটি স্থাপত্যের ছাদ থেকে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল ঐক্যের বার্তা দিয়ে ।
-
T 3601 - I am moved to tears !
— Amitabh Bachchan (@SrBachchan) July 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Wroclaw, Poland was awarded UNESCO City of Literature, today they organised a recitation of Babuji’s Madhushala by University students on the roof of the University building. They pass the message Wroclaw is a City of Dr Harivansh Rai Bachchan. pic.twitter.com/Rvl4q7Liof
">T 3601 - I am moved to tears !
— Amitabh Bachchan (@SrBachchan) July 21, 2020
Wroclaw, Poland was awarded UNESCO City of Literature, today they organised a recitation of Babuji’s Madhushala by University students on the roof of the University building. They pass the message Wroclaw is a City of Dr Harivansh Rai Bachchan. pic.twitter.com/Rvl4q7LiofT 3601 - I am moved to tears !
— Amitabh Bachchan (@SrBachchan) July 21, 2020
Wroclaw, Poland was awarded UNESCO City of Literature, today they organised a recitation of Babuji’s Madhushala by University students on the roof of the University building. They pass the message Wroclaw is a City of Dr Harivansh Rai Bachchan. pic.twitter.com/Rvl4q7Liof
বর্তমানে মুম্বইয়ের নানাবতী হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অমিতাভ । তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে ।