ETV Bharat / sitara

নওয়াজ়উদ্দিনের গ্রেপ্তারির উপর স্থগিতাদেশ এলাহাবাদ হাইকোর্টের

স্ত্রী আলিয়ার দায়ের করা শ্লীলতাহানির মামলায় এখনই গ্রেপ্তার যাবে না নওয়াজ়উদ্দিনকে । আজ এই নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট ।

asd
asd
author img

By

Published : Oct 26, 2020, 8:13 PM IST

Updated : Oct 26, 2020, 8:38 PM IST

প্রয়াগরাজ : নওয়াজ়উদ্দিন সিদ্দিকি সহ তাঁর পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের করেছিলেন স্ত্রী আলিয়া । এবার সেই মামলার শুনানি ছিল আজ । তাতে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেললেন নওয়াজ় । কারণ তাঁর গ্রেপ্তারির উপর স্থগিতাদেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট । পাশাপাশি তাঁর তিন ভাইয়ের গ্রেপ্তারির উপরও স্থগিতাদেশ দেওয়া হয়েছে ।

আলিয়ার অভিযোগ, 2012 সালে সিদ্দিকি পরিবারের এক মহিলার শ্লীলতাহানি করেছিলেন নওয়াজ়র ভাই মিনহাজ়উদ্দিন সিদ্দিকি । এই ঘটনার কথা জানতে পেরে সঙ্গে সঙ্গে তা শ্বশুরবাড়ির অন্য সদস্যদের জানিয়েছিলেন আলিয়া । কিন্তু, মিনহাজ়উদ্দিনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করার পরিবর্তে আলিয়াকে তাঁরা বিষয়টি চেপে যেতে বলেছিলেন বলে অভিযোগ ।

এরপর 27 জুলাই ভারতীয় দণ্ডবিধি ও POCSO আইনে মুজ়ফ্ফরনগরের বুধনা থানায় নওয়াজউদ্দিন, তাঁর মা ও ভাইদের বিরুদ্ধে FIR দায়ের করেন আলিয়া । প্রথমে মুম্বইতে FIR দায়ের করা হয়েছিল । কিন্তু, ঘটনা যেখানে ঘটেছিল সেটি বুধনা থানার অধীনে পড়ে । সেই কারণে মামলাটি ওই থানায় স্থানান্তরিত করা হয় । কয়েকদিন আগে বুধানা থানায় বয়ান রেকর্ড করতে গিয়েছিলেন আলিয়া ।

এই মামলাতে নওয়াজ়ের তিন ভাই ফয়াজ়উদ্দিন, আয়াজ়উদ্দিন ও মিনাজ়উদ্দিন এবং মা মেহরুন্নিসার বিরুদ্ধেও অভিযোগ তুলেছিলেন আলিয়া । আজ বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি সঞ্জয় কুমার পচৌরির ডিভিশন বেঞ্চ মিনাজ়উদ্দিন বাদে সব অভিযুক্তের গ্রেপ্তারির উপর স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে ।

প্রয়াগরাজ : নওয়াজ়উদ্দিন সিদ্দিকি সহ তাঁর পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানির মামলা দায়ের করেছিলেন স্ত্রী আলিয়া । এবার সেই মামলার শুনানি ছিল আজ । তাতে কিছুটা স্বস্তির নিশ্বাস ফেললেন নওয়াজ় । কারণ তাঁর গ্রেপ্তারির উপর স্থগিতাদেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট । পাশাপাশি তাঁর তিন ভাইয়ের গ্রেপ্তারির উপরও স্থগিতাদেশ দেওয়া হয়েছে ।

আলিয়ার অভিযোগ, 2012 সালে সিদ্দিকি পরিবারের এক মহিলার শ্লীলতাহানি করেছিলেন নওয়াজ়র ভাই মিনহাজ়উদ্দিন সিদ্দিকি । এই ঘটনার কথা জানতে পেরে সঙ্গে সঙ্গে তা শ্বশুরবাড়ির অন্য সদস্যদের জানিয়েছিলেন আলিয়া । কিন্তু, মিনহাজ়উদ্দিনের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না করার পরিবর্তে আলিয়াকে তাঁরা বিষয়টি চেপে যেতে বলেছিলেন বলে অভিযোগ ।

এরপর 27 জুলাই ভারতীয় দণ্ডবিধি ও POCSO আইনে মুজ়ফ্ফরনগরের বুধনা থানায় নওয়াজউদ্দিন, তাঁর মা ও ভাইদের বিরুদ্ধে FIR দায়ের করেন আলিয়া । প্রথমে মুম্বইতে FIR দায়ের করা হয়েছিল । কিন্তু, ঘটনা যেখানে ঘটেছিল সেটি বুধনা থানার অধীনে পড়ে । সেই কারণে মামলাটি ওই থানায় স্থানান্তরিত করা হয় । কয়েকদিন আগে বুধানা থানায় বয়ান রেকর্ড করতে গিয়েছিলেন আলিয়া ।

এই মামলাতে নওয়াজ়ের তিন ভাই ফয়াজ়উদ্দিন, আয়াজ়উদ্দিন ও মিনাজ়উদ্দিন এবং মা মেহরুন্নিসার বিরুদ্ধেও অভিযোগ তুলেছিলেন আলিয়া । আজ বিচারপতি মনোজ মিশ্র ও বিচারপতি সঞ্জয় কুমার পচৌরির ডিভিশন বেঞ্চ মিনাজ়উদ্দিন বাদে সব অভিযুক্তের গ্রেপ্তারির উপর স্থগিতাদেশের নির্দেশ দিয়েছে ।

Last Updated : Oct 26, 2020, 8:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.