ETV Bharat / sitara

কোয়ারেন্টাইনে ক্রিয়েটিভ রাইটিং শিখছেন আলিয়া - alia bhatt takes up creative writing course

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন আলিয়া । ছবিতে খোলা ল্যাপটপের সামনে রয়েছে খাতা । আর সেই খাতায় নোট নিচ্ছেন তিনি । ছবির ক্যাপশনে লেখেন, "বাড়িতে থাকুন আর...নতুন কিছু শিখুন..."।

author img

By

Published : Mar 31, 2020, 12:09 AM IST

মুম্বই : কোরোনা-আতঙ্কের জের । বন্ধ সব ধরনের শুটিং । খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না কেউই । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । ব্যতিক্রমী নন আলিয়া ভাটও । আর এরই মধ্যে ক্রিয়েটিভ রাইটিং শিখছেন তিনি ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন আলিয়া । ছবিতে খোলা ল্যাপটপের সামনে রয়েছে খাতা । আর সেই খাতায় নোট নিচ্ছেন তিনি । ছবির ক্যাপশনে লেখেন, "বাড়িতে থাকুন আর...নতুন কিছু শিখুন..."।

কোরোনা আতঙ্কের জেরে এখন আম জনতার পাশাপাশি বাড়িতেই রয়েছেন তারকারা । প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না কেউই । বাড়িতে বসে নিজেদের মতো করেই সময় কাটাচ্ছেন তাঁরা । ঘর পরিষ্কার থেকে বাসন মাজা, জামা কাপড় কাচা সবই করতে হচ্ছে তাঁদের । ঘরের কাজের পাশাপাশি কেউ সময় কাটাচ্ছেন গল্পের বই পড়ে, কেউ ছবি এঁকে আবার কেউ শ্রেফ প্রিয়জনদের সঙ্গে গল্প করেই সময় কাটাচ্ছেন । আর তার মধ্যেই ক্রিয়েটিভ রাইটিং শিখছেন আলিয়া ।

আর এই পরিস্থিতির মধ্যে সামনে এসেছে আলিয়াকে আরও একটি খবর । তবে শুধু খবরই নয়, প্রকাশ্যে এসেছে একটি ভিডিয়ো যা এখন ভাইরাল । যেখানে ক্যাসুয়াল পোশাকে একই কম্পাউন্ডের মধ্যে দেখা গিয়েছে আলিয়া ও রণবীর কাপুরকে ।

তাহলে কি আলিয়া ও রণবীর একসঙ্গেই রয়েছেন ? ভিডিয়ো সামনে আসার পর এখন এই প্রশ্নই করছেন নেটিজ়েনদের একাংশ । কিছুদিন আগে শোনা গিয়েছিল যে চিড় ধরেছে তাঁদের সম্পর্কে । কিন্তু, এই ভিডিয়ো সেই খবরকে শ্রেফ একটা গুজব বলেই উড়িয়ে দিয়েছে । লকডাউনের মধ্যে একসঙ্গে রয়েছেন তাঁরা । যাই হোক এই ভিডিয়ো দেখে বেজায় খুশি তাঁদের ফ্যানরা ।

কাজের দিক থেকে 'ব্রহ্মাস্ত্র' ছবির শুটিং করছিলেন আলিয়া । সেখানে রণবীর ও অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে বন্ধ হয়ে যায় শুটিং । সব ঠিক থাকলে 4 ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : কোরোনা-আতঙ্কের জের । বন্ধ সব ধরনের শুটিং । খুব প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না কেউই । হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তারকারা । ব্যতিক্রমী নন আলিয়া ভাটও । আর এরই মধ্যে ক্রিয়েটিভ রাইটিং শিখছেন তিনি ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন আলিয়া । ছবিতে খোলা ল্যাপটপের সামনে রয়েছে খাতা । আর সেই খাতায় নোট নিচ্ছেন তিনি । ছবির ক্যাপশনে লেখেন, "বাড়িতে থাকুন আর...নতুন কিছু শিখুন..."।

কোরোনা আতঙ্কের জেরে এখন আম জনতার পাশাপাশি বাড়িতেই রয়েছেন তারকারা । প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হচ্ছেন না কেউই । বাড়িতে বসে নিজেদের মতো করেই সময় কাটাচ্ছেন তাঁরা । ঘর পরিষ্কার থেকে বাসন মাজা, জামা কাপড় কাচা সবই করতে হচ্ছে তাঁদের । ঘরের কাজের পাশাপাশি কেউ সময় কাটাচ্ছেন গল্পের বই পড়ে, কেউ ছবি এঁকে আবার কেউ শ্রেফ প্রিয়জনদের সঙ্গে গল্প করেই সময় কাটাচ্ছেন । আর তার মধ্যেই ক্রিয়েটিভ রাইটিং শিখছেন আলিয়া ।

আর এই পরিস্থিতির মধ্যে সামনে এসেছে আলিয়াকে আরও একটি খবর । তবে শুধু খবরই নয়, প্রকাশ্যে এসেছে একটি ভিডিয়ো যা এখন ভাইরাল । যেখানে ক্যাসুয়াল পোশাকে একই কম্পাউন্ডের মধ্যে দেখা গিয়েছে আলিয়া ও রণবীর কাপুরকে ।

তাহলে কি আলিয়া ও রণবীর একসঙ্গেই রয়েছেন ? ভিডিয়ো সামনে আসার পর এখন এই প্রশ্নই করছেন নেটিজ়েনদের একাংশ । কিছুদিন আগে শোনা গিয়েছিল যে চিড় ধরেছে তাঁদের সম্পর্কে । কিন্তু, এই ভিডিয়ো সেই খবরকে শ্রেফ একটা গুজব বলেই উড়িয়ে দিয়েছে । লকডাউনের মধ্যে একসঙ্গে রয়েছেন তাঁরা । যাই হোক এই ভিডিয়ো দেখে বেজায় খুশি তাঁদের ফ্যানরা ।

কাজের দিক থেকে 'ব্রহ্মাস্ত্র' ছবির শুটিং করছিলেন আলিয়া । সেখানে রণবীর ও অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে বন্ধ হয়ে যায় শুটিং । সব ঠিক থাকলে 4 ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.