ETV Bharat / sitara

মাফিয়া কুইনের চরিত্রে মিষ্টি আলিয়া, প্রকাশ্যে ফার্স্ট লুক - আলিয়া ভাটের খবর

সঞ্জয়লীলা বনসালীর পরিচালনায় 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' ছবিতে মুখ্য ভূমিকায় আলিয়া ভাট । মাফিয়া কুইন গাঙ্গুবাঈয়ের চরিত্রে আলিয়ার প্রথম লুক প্রকাশ্যে এল ।

Alia Bhatt in Gangubai Kathiawadi
Alia Bhatt in Gangubai Kathiawadi
author img

By

Published : Jan 15, 2020, 1:07 PM IST

মুম্বই : নিজের অভিনয় নিয়ে তুমুল কাটাছেঁড়া করছেন আলিয়া ভাট । এতদিন তাঁকে যে ধরনের চরিত্রে দেখা গেছে, এবার তার থেকে অনেকটাই আলাদা চরিত্রে অভিনেত্রী । মিষ্টি আলিয়া এবার সেজেছেন মাফিয়া কুইন গাঙ্গুবাঈয়ের চরিত্রে । প্রকাশ্যে এল ফার্স্ট লুক ।

আলিয়া নিজে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন ছবির ফার্স্ট লুক । একটি অ্যানিমেটেড ছবি ও অন্যটি সাদা-কালো ফটোগ্রাফ । সরলতা ছেড়ে নিজের লুকে একটা শীতলতা ও কাঠিন্য ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী, ঠিক যেমন কোনও শ্রুড ক্রিমিনালের মধ্যে দেখা যায় ।

এর আগে সঞ্জয়ের পরিচালনায় সলমন খান ও আলিয়ার 'ইনশাল্লাহ' ছবিতে কাজ করার কথা ছিল । তবে সলমনের সঙ্গে পরিচালকের কিছু জটিলতা সৃষ্টি হওয়ায় ছবির কাজ বন্ধ হয়ে যায় । 2019 সালের অন্যতম বড় খবর হয় এটি ।

'ইনশাল্লাহ' বন্ধ হয়ে যাওয়ার পর আলিয়াকে নিয়ে 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' করার কথা ভাবেন পরিচালক । হুসেন জ়য়দির লেখা 'মাফিয়া কুইন অফ মুম্বই' বই অবলম্বনে এই ছবি ।

মুম্বই : নিজের অভিনয় নিয়ে তুমুল কাটাছেঁড়া করছেন আলিয়া ভাট । এতদিন তাঁকে যে ধরনের চরিত্রে দেখা গেছে, এবার তার থেকে অনেকটাই আলাদা চরিত্রে অভিনেত্রী । মিষ্টি আলিয়া এবার সেজেছেন মাফিয়া কুইন গাঙ্গুবাঈয়ের চরিত্রে । প্রকাশ্যে এল ফার্স্ট লুক ।

আলিয়া নিজে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন ছবির ফার্স্ট লুক । একটি অ্যানিমেটেড ছবি ও অন্যটি সাদা-কালো ফটোগ্রাফ । সরলতা ছেড়ে নিজের লুকে একটা শীতলতা ও কাঠিন্য ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী, ঠিক যেমন কোনও শ্রুড ক্রিমিনালের মধ্যে দেখা যায় ।

এর আগে সঞ্জয়ের পরিচালনায় সলমন খান ও আলিয়ার 'ইনশাল্লাহ' ছবিতে কাজ করার কথা ছিল । তবে সলমনের সঙ্গে পরিচালকের কিছু জটিলতা সৃষ্টি হওয়ায় ছবির কাজ বন্ধ হয়ে যায় । 2019 সালের অন্যতম বড় খবর হয় এটি ।

'ইনশাল্লাহ' বন্ধ হয়ে যাওয়ার পর আলিয়াকে নিয়ে 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' করার কথা ভাবেন পরিচালক । হুসেন জ়য়দির লেখা 'মাফিয়া কুইন অফ মুম্বই' বই অবলম্বনে এই ছবি ।

Intro:Body:

মাফিয়া কুইনের চরিত্রে মিষ্টি আলিয়া, প্রকাশ্যে ফার্স্ট লুক



সঞ্জয়লীলা বনসালীর পরিচালনায় 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' ছবিতে মুখ্য ভূমিকায় আলিয়া ভাট । মাফিয়া কুইন গাঙ্গুবাঈয়ের চরিত্রে আলিয়ার প্রথম লুক প্রকাশ্যে এল ।



মুম্বই : নিজের অভিনয় নিয়ে তুমুল কাটাছেঁড়া করছেন আলিয়া ভাট । এতদিন তাঁকে যে ধরনের চরিত্রে দেখা গেছে, এবার তার থেকে অনেকটাই আলাদা চরিত্রে অভিনেত্রী । মিষ্টি আলিয়া এবার সেজেছেন মাফিয়া কুইন গাঙ্গুবাঈয়ের চরিত্রে । প্রকাশ্যে এল ফার্স্ট লুক ।



আলিয়া নিজে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন ছবির ফার্স্ট লুক । একটি অ্যানিমেটেড ছবি ও অন্যটি সাদা-কালো ফটোগ্রাফ । সরলতা ছেড়ে নিজের লুকে একটা শীতলতা ও কাঠিন্য ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী, ঠিক যেমন কোনও শ্রুড ক্রিমিনালের মধ্যে দেখা যায় ।



এর আগে সঞ্জয়ের পরিচালনায় সলমন খান ও আলিয়ার 'ইনশাল্লাহ' ছবিতে কাজ করার কথা ছিল । তবে সলমনের সঙ্গে পরিচালকের কিছু জটিলতা সৃষ্টি হওয়ায় ছবির কাজ বন্ধ হয়ে যায় । 2019 সালের অন্যতম বড় খবর হয় এটি ।



'ইনশাল্লাহ' বন্ধ হয়ে যাওয়ার পর আলিয়াকে নিয়ে 'গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি' করার কথা ভাবেন পরিচালক । হুসেন জ়য়দির লেখা 'মাফিয়া কুইন অফ মুম্বই' বই অবলম্বনে এই ছবি ।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.