মুম্বই : কোরোনা মোকাবিলায় তৈরি পিএম কেয়ার্স ফান্ডে বলিউডের একাধিক তারকাই অনুদান দিয়েছেন । অনেকে নিজ নিজ রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলেও অনুদান দিয়েছেন । এরই মাঝে এবার প্রধানমন্ত্রী ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানালেন সারা আলি খান ।
ইনস্টাগ্রামে এই আবেদন করেন তিনি । দুঃস্থরা যাতে খাবার পায় তার জন্য আর্থিক সাহায্য করতে বলেন তিনি ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
শুধু সাধারণ মানুষের কাছে আবেদনই করেননি তিনি নিজেও অনুদান দিয়েছেন । তবে কত অনুদান দিয়েছেন, তা জানাননি তিনি ।
ইনস্টাগ্রামে আবেদন করার সময় ক্যাপশনে তিনি লেখেন, "এটা ভালো কিছু করার সময় । যাদের দরকার তাদের পাশে দাঁড়ানো এবং সাহায্য করা দরকার । তাদের পাশে দাঁড়াতে আমি আপনাদের কাছে আবেদন করছি ।"
-
🙏 #StayHomeStaySafeSaveLives pic.twitter.com/lTl8MoSYNM
— Alia Bhatt (@aliaa08) March 31, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">🙏 #StayHomeStaySafeSaveLives pic.twitter.com/lTl8MoSYNM
— Alia Bhatt (@aliaa08) March 31, 2020🙏 #StayHomeStaySafeSaveLives pic.twitter.com/lTl8MoSYNM
— Alia Bhatt (@aliaa08) March 31, 2020
শুধু সারা নন । অনুদান দেওয়ার জন্য আবেদন করেছেন অভিনেত্রী আলিয়া ভাটও। টুইটে তিনি লেখেন,"যখন দেশে লকডাউন চলছে, এরকম একটা সংকটের সময় কোরোনা মোকাবিলায় রাজ্য ও কেন্দ্রীয় সরকার অক্লান্ত পরিশ্রম করে চলেছে ।" সঙ্গে লেখেন, "পিএম কেয়ার্স ফান্ড ও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেওয়ার জন্য আবেদন করছি ।"
কাজের দিক থেকে 'ব্রহ্মাস্ত্র'-র শুটিং করছিলেন আলিয়া । সেখানে রণবীর কাপুর ও অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । কিন্তু, কোরোনা আতঙ্কের জেরে আপাতত বন্ধ শুটিং । অন্যদিকে, 'কুলি নম্বর ১' নিয়ে ব্যস্ত ছিলেন সারা । সেখানে বরুণ ধাওয়ানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাঁকে ।