ETV Bharat / sitara

"রামমন্দির তৈরিতে সাহায্য করুন", আর্জি অক্ষয়ের - akshay kumar ram mandir

রামমন্দির তৈরিতে সাহায্য করুন, সোশাল মিডিয়ার মাধ্যমে আর্জি জানালেন অক্ষয় কুমার । এই মন্দির় ভবিষ্যৎ প্রজন্মের কাছে রামের ভাবনা, জীবনদর্শন তুলে ধরবে...বিশ্বাস অক্ষয়ের ।

akshay kumar ram mandir
akshay kumar ram mandir
author img

By

Published : Jan 17, 2021, 5:11 PM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় গল্প শোনালেন অক্ষয় কুমার । কীসের গল্প ? রামায়ণের গল্প । রাম সেতু তৈরি হওয়ার কাহিনি । গল্প শেষে একটি বিশেষ বার্তাও দিলেন অভিনেতা ।

রাম সেতু তৈরির সময় একটি ছোটো কাঠবিড়ালিও কাজে লেগে পড়েছিল । সে গায়ে বালি মেখে সেতুকে মজবুত করে তুলেছিল একটু একটু করে । তার লাগানো বালির এক একটা কণাও অনেক বড় অবদান ছিল রামের চোখে । তিনি মুগ্ধ হয়ে গেছিলেন ।

এই গল্প শুনিয়ে অক্ষয় বলেন, "আমাদেরও সেভাবে নিজেদের সামর্থ্য মতো সাহায্য করতে হবে এই প্রয়াসে । রামমন্দিরের প্রতিষ্ঠা এক ঐতিহাসিক অধ্যায় এই দেশের কাছে ।" তাই সেই ইতিহাস তৈরিতে সবাইকে হাত বাড়ানোর আর্জি জানালেন অক্ষয় ।

অক্ষয় নিজেও সাহায্য করার প্রতিজ্ঞা করেন । দেখে নিন তাঁর শেয়ার করা ভিডিয়ো...

  • बहुत खुशी की बात है कि अयोध्या में हमारे श्री राम के भव्य मंदिर का निर्माण शुरू हो चूका है...अब योगदान की बारी हमारी है l मैंने शुरुआत कर दी है, उम्मीद है आप भी साथ जुड़ेंगे l जय सियाराम 🙏🏻 pic.twitter.com/5SvzgfBVCf

    — Akshay Kumar (@akshaykumar) January 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মুম্বই : সোশাল মিডিয়ায় গল্প শোনালেন অক্ষয় কুমার । কীসের গল্প ? রামায়ণের গল্প । রাম সেতু তৈরি হওয়ার কাহিনি । গল্প শেষে একটি বিশেষ বার্তাও দিলেন অভিনেতা ।

রাম সেতু তৈরির সময় একটি ছোটো কাঠবিড়ালিও কাজে লেগে পড়েছিল । সে গায়ে বালি মেখে সেতুকে মজবুত করে তুলেছিল একটু একটু করে । তার লাগানো বালির এক একটা কণাও অনেক বড় অবদান ছিল রামের চোখে । তিনি মুগ্ধ হয়ে গেছিলেন ।

এই গল্প শুনিয়ে অক্ষয় বলেন, "আমাদেরও সেভাবে নিজেদের সামর্থ্য মতো সাহায্য করতে হবে এই প্রয়াসে । রামমন্দিরের প্রতিষ্ঠা এক ঐতিহাসিক অধ্যায় এই দেশের কাছে ।" তাই সেই ইতিহাস তৈরিতে সবাইকে হাত বাড়ানোর আর্জি জানালেন অক্ষয় ।

অক্ষয় নিজেও সাহায্য করার প্রতিজ্ঞা করেন । দেখে নিন তাঁর শেয়ার করা ভিডিয়ো...

  • बहुत खुशी की बात है कि अयोध्या में हमारे श्री राम के भव्य मंदिर का निर्माण शुरू हो चूका है...अब योगदान की बारी हमारी है l मैंने शुरुआत कर दी है, उम्मीद है आप भी साथ जुड़ेंगे l जय सियाराम 🙏🏻 pic.twitter.com/5SvzgfBVCf

    — Akshay Kumar (@akshaykumar) January 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.