মুম্বই : অক্ষয় কুমারের পরবর্তী ছবির নাম 'রাম সেতু' । রামের তৈরি ঐতিহাসিক সেতু কোনও সত্যি ঘটনা নাকি পৌরাণিক মিথ ? সেই রহস্যে আলোকপাত করবে ছবিটি । আর এই ছবির জন্য একদম অযোধ্যায় শুট করতে চলেছেন অক্ষয় ।
IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর । যদিও এই খবরের কোনও অফিশিয়াল ঘোষণা হয়নি, তবে খবর রয়েছে যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই অক্ষয়কে শুটিংয়ের অনুমতি দিয়েছেন ।
অভিষেক শর্মা পরিচালিত এই ছবির ফার্স্ট লুক পোস্টার মুক্তি পেয়েছে । একেবারেই হিরোসুলভ আচরণ নেই অক্ষয়ের 'রাম সেতু'-তে । লম্বা চুল, চোখে চশমা, কাঁধে ঝোলা সাধারণ ব্যাগ, ক্যাশুয়াল পোশাকে একদম আম জনতার বেশ ধারন করেছেন এই সুপারস্টার ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সম্প্রতি যোগী আদিত্যনাথের সঙ্গে মুম্বইয়ের ত্রিডেন্ট হোটেলে দেখা করেন অক্ষয় কুমার । চলচ্চিত্র জগতের একাধিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই । এছাড়া উত্তরপ্রদেশে যে ফিল্ম সিটি তৈরি হবে, সেই প্রসঙ্গে অক্ষয়ের থেকে পরামর্শও নিয়েছেন আদিত্যনাথ ।