মুম্বই : বেশ কয়েক বছর ধরে সময়টা ভালো যাচ্ছে অক্ষয় কুমারের । যে প্রজেক্টে হাত দিচ্ছেন, সেটাতেই সোনা ফলছে । সম্প্রতি বিয়ার গ্রিলসের সঞ্চালনায় 'ইন্টু দ্য ওয়াইল্ড' শোয়ে গেছিলেন অক্ষয় । শোয়ের ভিউজ় সংখ্যা রেকর্ড গড়ল টেলিভিশনের ইতিহাসে ।
ফিটনেস ফ্রিক অক্ষয় জঙ্গলের মধ্যে অ্যাডভেঞ্চার করছেন, হাতির মল দিয়ে চা খাচ্ছেন, দড়িতে ঝুলে কুমিরের মুখের সামনে দিয়ে নদীর এপার-ওপার করছেন...এমন সব দৃশ্য প্রত্যক্ষ করার জন্য মুখিয়ে ছিল দর্শক । তাই এপিসোডটি মুক্তি পাওয়ার সঙ্গে সবাই উপচে পড়লেন টেলিভিশন পরদার সামনে ।
IANS সূত্রে জানা যাচ্ছে যে, প্রায় 1.1 কোটি মানুষ এই শোয়ের প্রিমিয়ার দেখেছেন । এবং প্রায় 2.6 কোটি মানুষ এক সপ্তাহের মধ্যে দেখে ফেলেছেন এপোসোডটি । ডিসকভারি নেটওয়ার্কের সমস্ত চ্যানেল তথা সমগ্র টেলিভিশনের ইতিহাসে এটা একটা রেকর্ড ।
অক্ষয়ের আগে নরেন্দ্র মোদি, রজনীকান্তের মতো অনেক তাবড় ব্যক্তিত্ব 'ইন্টু দ্য ওয়াইল্ড'-এ এসেছেন । তবে অক্ষয়কে নিয়ে যে পাগলামিটা হল, সেটা এর আগে কোনওবারই হয়নি ।