মুম্বই : 'কেশরী' ছবিতে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের বাকরুদ্ধ করেছিলেন অভিনেতা অক্ষয় কুমার । আজ সারাগারি যুদ্ধের 122 তম বার্ষিকীতে 36 তম শিখ রেজিমেন্টের "ব্রেভ হার্ট"-দের শ্রদ্ধা জানালেন তিনি ।
সাহসী এই আত্মাদের শ্রদ্ধা জানাতে আজ বলিউডের খিলাড়ি টুইটারে 'কেশরী'-র সেটে তোলা একটি মোনোক্রম ছবি শেয়ার করেন । ছবিটি 1897-র সারাগারি যুদ্ধের গল্পকে তুলে ধরেছে । সেখানে দশ হাজার আফগানের বিরুদ্ধে 21 জন শিখের একটি দল যুদ্ধ করেছিল ।
ছবিতে হাভিলদার ইশ্বর সিংয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন অক্ষয় । তাঁর শেয়ার করা ছবিতে নিজের দলের সঙ্গে পোজ় দিতে দেখা যায় ইশ্বরকে ।
ছবিটির সঙ্গে অক্ষয় লেখেন, "36 তম শিখ রেজিমেন্টের ব্রেভ হার্টদের প্রতি আমার শ্রদ্ধা । 10,000-র বিরুদ্ধে 21... একটা বলিদান যা চিরকাল ইতিহাসের পাতায় ও আমাদের মনে খোদাই করা থাকবে ।"
-
My tributes to the bravehearts of the 36th Sikh Regiment, 21 Against 10,000...a sacrifice which will forever be etched in the pages of history and our hearts 🙏🏻 #SaragarhiDay pic.twitter.com/RcANBKM4K0
— Akshay Kumar (@akshaykumar) September 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My tributes to the bravehearts of the 36th Sikh Regiment, 21 Against 10,000...a sacrifice which will forever be etched in the pages of history and our hearts 🙏🏻 #SaragarhiDay pic.twitter.com/RcANBKM4K0
— Akshay Kumar (@akshaykumar) September 12, 2019My tributes to the bravehearts of the 36th Sikh Regiment, 21 Against 10,000...a sacrifice which will forever be etched in the pages of history and our hearts 🙏🏻 #SaragarhiDay pic.twitter.com/RcANBKM4K0
— Akshay Kumar (@akshaykumar) September 12, 2019
অনুরাগ সিনহার পরিচালনায় 'কেশরী'-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন পরিণীতি চোপড়াও ।
1897-র 12 সেপ্টেম্বর ব্রিটিশ ইন্ডিয়ান এম্পায়ার ও আফগান ট্রাইব্সমেনের মধ্যে সারাগারি যুদ্ধ হয়েছিল । এটি উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে (বর্তমানে পাকিস্তানের খাইবার পাখতুঙ্খা) হয় । ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির হয়ে শিখ সৈন্যরা এই যুদ্ধতে অংশ নেন ।
ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে 36 তম শিখের (বর্তমানে শিখ রেজিমেন্টের চতুর্থ ব্যাটেলিয়ন) 21 জন শিখ সৈন্য ছিলেন । সেনা পোস্টে তাঁদের উপর দশ থেকে বারো হাজার আফগান আক্রমণ চালিয়েছিল ।
মুক্তির মাত্র সাত দিনের মধ্যে 100 কোটির ক্লাবে প্রবেশ করেছিল 'কেশরী' ।
কাজের ক্ষেত্রে বর্তমানে 'গুড নিউজ়', 'হাউজ়ফুল ৪' ও 'পৃথ্বীরাজ'-এ দেখা যাবে অক্ষয় কুমারকে ।