ETV Bharat / sitara

মাদক যোগের সঙ্গে ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই জড়িত নয় : অক্ষয়

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু এবং বলিউডের মাদক যোগের তদন্ত নিয়ে এবার মুখ খুললেন অক্ষয় কুমার ।

asd
asd
author img

By

Published : Oct 3, 2020, 9:22 PM IST

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু এবং বলিউডের মাদক যোগের তদন্ত নিয়ে এবার মুখ খুললেন অক্ষয় কুমার । মাদকের ব্যবহার ফিল্ম ইন্ডাস্ট্রির একটা সমস্যা বলে স্বীকার করে নিয়েছন তিনি । কিন্তু পুরো ইন্ডাস্ট্রিকে এর আখড়া হিসেবে না দেখার জন্য সকলের কাছে আবেদন জানান তিনি ।

টুইটারে একটি ভিডিয়োতে তিনি বলেন, "ভারাক্রান্ত হৃদয়ে আজ আমি আপনাদের সঙ্গে কথা বলছি । গত কয়েক সপ্তাহ ধরেই আমি কিছু বলতে চাইছিলাম কিন্তু চারিদিকে এত নেতিবাচক পরিবেশ যে আমি বুঝতে পারছিলাম না যে কী বলব, কাকে বলব এবং ঠিক কতটা বলব। যদিও আমাদের "স্টার" বলা হয় কিন্তু এই বলিউড আজ এই জায়গায় পৌঁছেছে আপনাদের(দর্শক) ভালোবাসাতেই । আমরা শুধু একটা ইন্ডাস্ট্রি নই, আমরা ফিল্মের মাধ্যমে ভারতীয় সংস্কৃতি, মূল্যবোধকে বিশ্বের প্রতিটি কোণায় পৌঁছে দিই । আমাদের দেশের মানুষের আবেগকে তুলে ধরতে চেষ্টা করে ফিল্ম । দুর্নীতি, বেকারত্বের মতো ইশুগুলির উপরআলোকপাত করার চেষ্টা করে সিনেমা । আর আজ আপনারা যদি রেগে থাকেন তাহলে সেই ক্ষোভকে আমরা মেনে নিচ্ছি ।"

তিনি বলেন, সুশান্তের মৃত্যুর পর একাধিক ইশু সামনে এসেছে যা ইন্ডাস্ট্রিকে আত্মবিশ্লেষণ করতে এবং তাদের পিছনে কী হচ্ছে তা দেখতে বাধ্য করেছে । ফিল্ম ইন্ডাস্ট্রির খারাপ দিকগুলিকে খতিয়ে দেখতে বাধ্য করেছে যা এই মুহূর্তে প্রয়োজন । এখন মাদকের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা চলছে । আমি আপনাদের মিথ্যা বলছি না এবং আপনাদের বলছি এই সমস্যা থাকবে না । এটা অন্য ইন্ডাস্ট্রির মতোই এখানেও আছে । যদিও প্রত্যেক ইন্ডাস্ট্রির প্রত্যেক ব্যক্তি এর সঙ্গে জড়িত তা নয় । এটা কী করে সম্ভব ?"

  • Bahot dino se mann mein kuch baat thi lekin samajh nahi aa raha tha kya kahoon, kisse kahoon. Aaj socha aap logon se share kar loon, so here goes... #DirectDilSe 🙏🏻 pic.twitter.com/nelm9UFLof

    — Akshay Kumar (@akshaykumar) October 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও বলেন, "এটা আইনি বিষয় এবং তদন্তকারী সংস্থা ও আদালত যা পদক্ষেপ করবে তা ঠিকই হবে । আমার বিশ্বাস ফিল্ম ইন্ডাস্ট্র্রির প্রত্যেক সদস্য তদন্তে সহযোগিতা করবে । কিন্তু আমি হাতজোড় করে আপনাদের কাছে আবেদন করছি যে পুরো ইন্ডাস্ট্রিকে একই চোখে দেখবেন না । এটা ঠিক নয় ।" সংবেদনশীলতার সঙ্গে খবর পরিবেশন করতে সংবাদমাধ্যমের কাছে আবেদন করেছেন তিনি । কারণ তিনি বলেন, সেকেন্ডের মধ্যে কারও ভাবমূর্তি নষ্ট করার ক্ষমতা রাখে সংবাদমাধ্যম ।

মুম্বই : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু এবং বলিউডের মাদক যোগের তদন্ত নিয়ে এবার মুখ খুললেন অক্ষয় কুমার । মাদকের ব্যবহার ফিল্ম ইন্ডাস্ট্রির একটা সমস্যা বলে স্বীকার করে নিয়েছন তিনি । কিন্তু পুরো ইন্ডাস্ট্রিকে এর আখড়া হিসেবে না দেখার জন্য সকলের কাছে আবেদন জানান তিনি ।

টুইটারে একটি ভিডিয়োতে তিনি বলেন, "ভারাক্রান্ত হৃদয়ে আজ আমি আপনাদের সঙ্গে কথা বলছি । গত কয়েক সপ্তাহ ধরেই আমি কিছু বলতে চাইছিলাম কিন্তু চারিদিকে এত নেতিবাচক পরিবেশ যে আমি বুঝতে পারছিলাম না যে কী বলব, কাকে বলব এবং ঠিক কতটা বলব। যদিও আমাদের "স্টার" বলা হয় কিন্তু এই বলিউড আজ এই জায়গায় পৌঁছেছে আপনাদের(দর্শক) ভালোবাসাতেই । আমরা শুধু একটা ইন্ডাস্ট্রি নই, আমরা ফিল্মের মাধ্যমে ভারতীয় সংস্কৃতি, মূল্যবোধকে বিশ্বের প্রতিটি কোণায় পৌঁছে দিই । আমাদের দেশের মানুষের আবেগকে তুলে ধরতে চেষ্টা করে ফিল্ম । দুর্নীতি, বেকারত্বের মতো ইশুগুলির উপরআলোকপাত করার চেষ্টা করে সিনেমা । আর আজ আপনারা যদি রেগে থাকেন তাহলে সেই ক্ষোভকে আমরা মেনে নিচ্ছি ।"

তিনি বলেন, সুশান্তের মৃত্যুর পর একাধিক ইশু সামনে এসেছে যা ইন্ডাস্ট্রিকে আত্মবিশ্লেষণ করতে এবং তাদের পিছনে কী হচ্ছে তা দেখতে বাধ্য করেছে । ফিল্ম ইন্ডাস্ট্রির খারাপ দিকগুলিকে খতিয়ে দেখতে বাধ্য করেছে যা এই মুহূর্তে প্রয়োজন । এখন মাদকের মতো বিষয়গুলি নিয়ে আলোচনা চলছে । আমি আপনাদের মিথ্যা বলছি না এবং আপনাদের বলছি এই সমস্যা থাকবে না । এটা অন্য ইন্ডাস্ট্রির মতোই এখানেও আছে । যদিও প্রত্যেক ইন্ডাস্ট্রির প্রত্যেক ব্যক্তি এর সঙ্গে জড়িত তা নয় । এটা কী করে সম্ভব ?"

  • Bahot dino se mann mein kuch baat thi lekin samajh nahi aa raha tha kya kahoon, kisse kahoon. Aaj socha aap logon se share kar loon, so here goes... #DirectDilSe 🙏🏻 pic.twitter.com/nelm9UFLof

    — Akshay Kumar (@akshaykumar) October 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তিনি আরও বলেন, "এটা আইনি বিষয় এবং তদন্তকারী সংস্থা ও আদালত যা পদক্ষেপ করবে তা ঠিকই হবে । আমার বিশ্বাস ফিল্ম ইন্ডাস্ট্র্রির প্রত্যেক সদস্য তদন্তে সহযোগিতা করবে । কিন্তু আমি হাতজোড় করে আপনাদের কাছে আবেদন করছি যে পুরো ইন্ডাস্ট্রিকে একই চোখে দেখবেন না । এটা ঠিক নয় ।" সংবেদনশীলতার সঙ্গে খবর পরিবেশন করতে সংবাদমাধ্যমের কাছে আবেদন করেছেন তিনি । কারণ তিনি বলেন, সেকেন্ডের মধ্যে কারও ভাবমূর্তি নষ্ট করার ক্ষমতা রাখে সংবাদমাধ্যম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.