ETV Bharat / sitara

শিক্ষক দিবসে কাকে স্যালুট জানালেন অজয় ?

শিক্ষক দিবসে অজয় দেবগনের অভিনব শ্রদ্ধার্ঘ্য । কোনও ব্যক্তিমানুষ নয়, অজয় স্যালুট জানালেন ক্যামেরাকে ।

Ajay debgn salutes camera on teachers' day
Ajay debgn salutes camera on teachers' day
author img

By

Published : Sep 5, 2020, 2:09 PM IST

মুম্বই : দুনিয়াতে যা কিছু থেকে আমরা শিখি, সবকিছুই আমাদের শিক্ষক । তাকে যে কোনও মানুষই হতে হবে তার কোনও মানে নেই । ভূমি পেদনেকরের কাছে যেমন প্রকৃতিই তাঁর শিক্ষক, অজয় দেবগনের কাছে ক্যামেরা ।

হ্যাঁ, এই শিক্ষক দিবসে ক্যামেরাকে স্যালুট জানালেন অজয় । এই ক্য়ামেরার থেকে অনেক কিছু শিখেছেন অভিনেতা । এই ক্যামেরার জন্যই আজ অজয় অভিনেতা । তাই স্যালুট জানানোর জন্য এর থেকে ভালো কিছু আর খুঁজে পাননি অজয় ।

অজয় লিখেছেন, "এই শিক্ষক দিবসে আমি ক্যামেরাকে স্যালুট জানাই । যখনই ক্যামেরার পিছনে থেকেছি, কিছু না কিছু নতুন শিখেছি আমি । এই প্রক্রিয়া চলতেই থাকবে । #HappyTeachersDay2020"

প্রাক্তন রাষ্ট্রপতি ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনেই পালিত হয় শিক্ষক দিবস । 1988 সালের 5 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি ।

মুম্বই : দুনিয়াতে যা কিছু থেকে আমরা শিখি, সবকিছুই আমাদের শিক্ষক । তাকে যে কোনও মানুষই হতে হবে তার কোনও মানে নেই । ভূমি পেদনেকরের কাছে যেমন প্রকৃতিই তাঁর শিক্ষক, অজয় দেবগনের কাছে ক্যামেরা ।

হ্যাঁ, এই শিক্ষক দিবসে ক্যামেরাকে স্যালুট জানালেন অজয় । এই ক্য়ামেরার থেকে অনেক কিছু শিখেছেন অভিনেতা । এই ক্যামেরার জন্যই আজ অজয় অভিনেতা । তাই স্যালুট জানানোর জন্য এর থেকে ভালো কিছু আর খুঁজে পাননি অজয় ।

অজয় লিখেছেন, "এই শিক্ষক দিবসে আমি ক্যামেরাকে স্যালুট জানাই । যখনই ক্যামেরার পিছনে থেকেছি, কিছু না কিছু নতুন শিখেছি আমি । এই প্রক্রিয়া চলতেই থাকবে । #HappyTeachersDay2020"

প্রাক্তন রাষ্ট্রপতি ডাঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনেই পালিত হয় শিক্ষক দিবস । 1988 সালের 5 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন দেশের দ্বিতীয় রাষ্ট্রপতি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.