ETV Bharat / sitara

"এটা লজ্জার", কেন বললেন আদিল ? - আদিল হুসেনের খবর

একটু কদর পেতে অনেক প্রতিভাকেই দেশের বাইরে যেতে হয় । দেশের মাটিতে যোগ্য সম্মান পান না অনেক অভিনেতা, পরিচালক, সঙ্গীতজ্ঞ, শিক্ষাবিদ, প্রোফেশনালরা । এই বিষয়টা খুব ভাবায় আদিলকে । তিনি মনে করেন, "এটা লজ্জার" ।

Adil Hussain on acknowledgement
Adil Hussain on acknowledgement
author img

By

Published : Aug 5, 2020, 8:28 AM IST

মুম্বই : ভারতীয় সিনেমার দুনিয়ায় অন্যতম প্রতিভাবান অভিনেতা আদিল হুসেন । যে কোনও ভাষায়, যে কোনও চরিত্রে পারদর্শী তিনি । তবে আদিল কি নিজের যোগ্য সম্মান পেয়েছেন এই দেশে ? দেশের বাইরে গিয়ে কেন যোগ্য সম্মান পেতে হবে শিল্পীকে ? প্রশ্ন তুললেন আদিল ।

IANS-কে অভিনেতা বললেন, "আমাদের এটা বুঝতে হবে যে, দেশ জুড়ে একটা বিশাল সংখ্যক প্রতিভা রয়েছে । আমি নিজে দেখেছি দারুণ সব প্রতিভা । এই সব প্রতিভাকে উৎসাহ দেওয়া আমাদের সরকারের দায়িত্ব । বিশেষ করে প্রান্তিক সমাজ থেকে উঠে আসা শিল্পীদের পাশে দাঁড়াতে হবে ।"

আদিল আরও বলেন, "অনেক ভারতীয় প্রতিভাকে দেশের বাইরে যেতে হয়, শুধুমাত্র একটু স্বীকৃতি পাওয়ার জন্য । এটা লজ্জার । তিনি গুগলের CEO হন বা NASA-র বিজ্ঞানী হন । আমার মনে হয় আমাদের ফিল্ম 'প্রতীক্ষা' এই বিষয়ে একটা সচেতনতা তৈরি করবে ।"

Adil Hussain on acknowledgement
.

প্রকাশ ঝা পরিচালিত 'প্রতীক্ষা : দ্য ফাইনাল টেস্ট' ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে অ্যাড্রেস করে । 6 অগাস্ট জ়ি ফাইভে মুক্তি পাবে ছবিটি । তবে ইতিমধ্যেই 'ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব', 'লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল'-এর মতো প্ল্যাটফর্মে দেখানো হয়ে গেছে ছবিটি ।

মুম্বই : ভারতীয় সিনেমার দুনিয়ায় অন্যতম প্রতিভাবান অভিনেতা আদিল হুসেন । যে কোনও ভাষায়, যে কোনও চরিত্রে পারদর্শী তিনি । তবে আদিল কি নিজের যোগ্য সম্মান পেয়েছেন এই দেশে ? দেশের বাইরে গিয়ে কেন যোগ্য সম্মান পেতে হবে শিল্পীকে ? প্রশ্ন তুললেন আদিল ।

IANS-কে অভিনেতা বললেন, "আমাদের এটা বুঝতে হবে যে, দেশ জুড়ে একটা বিশাল সংখ্যক প্রতিভা রয়েছে । আমি নিজে দেখেছি দারুণ সব প্রতিভা । এই সব প্রতিভাকে উৎসাহ দেওয়া আমাদের সরকারের দায়িত্ব । বিশেষ করে প্রান্তিক সমাজ থেকে উঠে আসা শিল্পীদের পাশে দাঁড়াতে হবে ।"

আদিল আরও বলেন, "অনেক ভারতীয় প্রতিভাকে দেশের বাইরে যেতে হয়, শুধুমাত্র একটু স্বীকৃতি পাওয়ার জন্য । এটা লজ্জার । তিনি গুগলের CEO হন বা NASA-র বিজ্ঞানী হন । আমার মনে হয় আমাদের ফিল্ম 'প্রতীক্ষা' এই বিষয়ে একটা সচেতনতা তৈরি করবে ।"

Adil Hussain on acknowledgement
.

প্রকাশ ঝা পরিচালিত 'প্রতীক্ষা : দ্য ফাইনাল টেস্ট' ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে অ্যাড্রেস করে । 6 অগাস্ট জ়ি ফাইভে মুক্তি পাবে ছবিটি । তবে ইতিমধ্যেই 'ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব', 'লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল'-এর মতো প্ল্যাটফর্মে দেখানো হয়ে গেছে ছবিটি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.