ETV Bharat / sitara

অর্জুন রামপালকে 7 ঘণ্টা জিজ্ঞাসাবাদ NCB-র

author img

By

Published : Nov 13, 2020, 8:18 PM IST

11 ও 12 নভেম্বর গ্যাব্রিয়েলাকে জিজ্ঞাসাবাদ করেছিল NCB । আজ তলব করা হয়েছিল অর্জুনকে । সেই মতো সকাল 11টার দিকে NCB অফিসে হাজিরা দিয়েছিলেন তিনি । টানা সাত ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা ।

asd
asd

মুম্বই : মাদক মামলায় আজ তলব করা হয়েছিল অভিনেতা অর্জুন রামপালকে । সেই মতো সকালে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)-র অফিসে পৌঁছান তিনি । টানা সাত ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তের সময় মাদক যোগের ইঙ্গিত পেয়েছিল তদন্তকারীরা । এরপরই তৎপর হয়ে তদন্ত শুরু করে NCB । তদন্তের সময় উঠে আসে বলিউডের একাধিক তারকার নাম । 9 নভেম্বর সকালে অর্জুন রামপালের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল NCB । বেশ কয়েক ঘণ্টা তাঁর বাড়িতে তল্লাশি চালায় তদন্তকারীরা । এরপরই হাজিরা দেওয়ার জন্য তলব করা হয় অর্জুন ও তাঁর গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলাকে ।

11 ও 12 নভেম্বর গ্যাব্রিয়েলাকে জিজ্ঞাসাবাদ করেছিল NCB । আর আজ তলব করা হয়েছিল অর্জুনকে । সেই মতো সকাল 11টার দিকে NCB অফিসে হাজিরা দিয়েছিলেন তিনি । টানা সাত ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা ।

এদিকে তল্লাশি চালানোর সময় অর্জুনের বাড়ি থেকে বেশ কিছু ওষুধ উদ্ধার করেছিল NCB তদন্তকারীরা । আজ জিজ্ঞাসাবাদের পর NCB অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের ওই ওষুধ সম্পর্কে অর্জুন বলেন, "বাড়ি থেকে যে ওষুধগুলি পাওয়া গিয়েছিল তার প্রেসক্রিপশন আমার কাছে আছে । চিকিৎসকের পরামর্শ মতোই ওষুধগুলি কেনা হয়েছিল ।"

অবশ্য অর্জুনকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি । যদিও তিনি তদন্তে সহযোগিতা করেছেন বলে NCB সূত্রে জানা গিয়েছে ।

মুম্বই : মাদক মামলায় আজ তলব করা হয়েছিল অভিনেতা অর্জুন রামপালকে । সেই মতো সকালে নারকোটিকস কন্ট্রোল বিওরো (NCB)-র অফিসে পৌঁছান তিনি । টানা সাত ঘণ্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা ।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তের সময় মাদক যোগের ইঙ্গিত পেয়েছিল তদন্তকারীরা । এরপরই তৎপর হয়ে তদন্ত শুরু করে NCB । তদন্তের সময় উঠে আসে বলিউডের একাধিক তারকার নাম । 9 নভেম্বর সকালে অর্জুন রামপালের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল NCB । বেশ কয়েক ঘণ্টা তাঁর বাড়িতে তল্লাশি চালায় তদন্তকারীরা । এরপরই হাজিরা দেওয়ার জন্য তলব করা হয় অর্জুন ও তাঁর গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলাকে ।

11 ও 12 নভেম্বর গ্যাব্রিয়েলাকে জিজ্ঞাসাবাদ করেছিল NCB । আর আজ তলব করা হয়েছিল অর্জুনকে । সেই মতো সকাল 11টার দিকে NCB অফিসে হাজিরা দিয়েছিলেন তিনি । টানা সাত ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা ।

এদিকে তল্লাশি চালানোর সময় অর্জুনের বাড়ি থেকে বেশ কিছু ওষুধ উদ্ধার করেছিল NCB তদন্তকারীরা । আজ জিজ্ঞাসাবাদের পর NCB অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের ওই ওষুধ সম্পর্কে অর্জুন বলেন, "বাড়ি থেকে যে ওষুধগুলি পাওয়া গিয়েছিল তার প্রেসক্রিপশন আমার কাছে আছে । চিকিৎসকের পরামর্শ মতোই ওষুধগুলি কেনা হয়েছিল ।"

অবশ্য অর্জুনকে ফের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে কি না সেই বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি । যদিও তিনি তদন্তে সহযোগিতা করেছেন বলে NCB সূত্রে জানা গিয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.