হায়দরাবাদ, 19 সেপ্টেম্বর: রাদ দখলের আন্দোলন থেকে শুরু করে আরজি কর কাণ্ডে নির্যাতিতার বিচার চেয়ে সরব টলিপাড়ার তারকারা ৷ তারমাঝেই সোশাল মিডিয়া সাক্ষী তৃণমূল সাংসদ বনাম তারকা অভিনেত্রীদের লড়াইয়ে ৷ কুণালের সমালোচনার নিশানায় এবার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ও দেবলীনা দত্ত ৷
পুলিশ প্রশাসনের গালে গালে
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 18, 2024
মারব চটি তালে তালে।
- দায়িত্বশীল নিরপেক্ষ অরাজনৈতিক অভিনেত্রী দেবলীনা দত্ত। pic.twitter.com/0bkNevvp3d
আরজি কর প্রতিবাদে অনেকেই নাটক করে বা গান গেয়ে বা স্লোগান তুলে প্রতিবাদ জানাচ্ছেন ৷ এদিন অভিনেত্রী দেবলীনা দত্তকেও মাইক হাতে স্লোগান দিতে দেখা যায় ৷ সেই ভিডিয়োও সোশাল মিডিয়ায় তুলে ধরেন কুণাল ঘোষ ৷ তিনি লেখেন, "পুলিশ প্রশাসনের গালে গালে, মারব চটি তালে তালে। দায়িত্বশীল নিরপেক্ষ অরাজনৈতিক অভিনেত্রী দেবলীনা দত্ত।" অর্থাৎ আরও একবার টলি তারকার প্রতিবাদী ধরন নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেতা ৷ এই বিষয়ে অভিনেত্রীকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে উত্তর পাওয়া যায়নি ৷
যদিও ছবিটির বিষয়বস্তু অপহরণের, তবু, এই RGKar আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশনের কৌশল, একটু চোখে লাগছে। 'উৎসবে ফিরব না' অথচ 'সিনেমার পোস্টারে ফিরব', এটাও দ্বিচারিতা। শ্রীজিতের ছবি আমার প্রিয়। কিন্তু, যতই ছবির থিম হোক, সবাই বুঝবেন, কোন আবেগকে প্রচারে ব্যবহার করা হল। pic.twitter.com/rk4TbNQF0U
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 18, 2024
তৃণমূল নেতার সমালোচনার নিশানায় রয়েছেন স্বস্তিকাও ৷ কুণাল স্বস্তিকা মুখোপাধ্যায়ের ছবির প্রোমোশনের পোস্টার শেয়ার করেছেন ৷ যেখানে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা ছবিতে স্বস্তিকার চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে ৷ গল্পে স্বস্তিকার মেয়ে কিডন্যাপের বিষয় তুলে ধরা হয়েছে ৷ সেই হিসাবে ছবির পোস্টারে যে মন্তব্য ব্যবহার করা হয়েছে তার সঙ্গে মিলে গিয়েছে বর্তমান পরিস্থিতি ৷
উত্তরটা দেখলাম।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 18, 2024
মারার হুমকি চেপে গিয়ে এখন অন্য নাটক।
ডাহা মিথ্যা বলছেন। মহিলাদের অসম্মান? দিনের পর দিন? আমার সব পোস্ট থেকে একটা প্রমাণ দিন। নইলে হাত জোড় করে ক্ষমা চান।
আর মানুষের প্রতিক্রিয়া? প্রায় সবাই সমর্থন করেছেন আমাদের।
আপনারা আপত্তিকর বলবেন, তার জবাবে খোঁচা দিলেও নাটক? pic.twitter.com/d0LRF9DNyW
পোস্টারে লেখা আমার মেয়েকে কে ফেরাবে? এই পোস্টারটি নিয়েই আপত্তি জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ৷ তিনি লেখেন, "যদিও ছবিটির বিষয়বস্তু অপহরণের, তবু, এই আরজি কর আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশনের কৌশল, একটু চোখে লাগছে। 'উৎসবে ফিরব না' অথচ 'সিনেমার পোস্টারে ফিরব', এটাও দ্বিচারিতা। সৃজিতের ছবি আমার প্রিয়। কিন্তু, যতই ছবির থিম হোক, সবাই বুঝবেন, কোন আবেগকে প্রচারে ব্যবহার করা হল।"