কলকাতা, 19 সেপ্টেম্বর: কর্মবিরতি চললেও জুনিয়র চিকিৎসকরা চালু রেখেছেন তাদের 'অভয়া ক্লিনিক'। তবে, পরিস্থিতি দেখে এবার জুনিয়র চিকিৎসকরা এগিয়ে যান। তারা জানিয়েছেন দুর্গতদের পাশে তারা রয়েছেন। অভয়া ক্লিনিক বন্যা কবলিত এলাকায় করা হবে। স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান মঞ্চ করেছেন জুনিয়র চিকিৎসকরা, সেখানেই দেওয়া হচ্ছে এই পরিষেবা। তাদের দাবি, বিভিন্ন বিভাগের চিকিৎসকেরা পরিষেবা দিচ্ছেন সাধারণ মানুষকে। বন্যা কবলিত এলাকায় যাতে এই পরিষেবা শুরু করা যায়, সে বিষয়ে ভাবনা-চিন্তা করছেন জুনিয়র চিকিৎসকরা ৷
ডাক্তারদের দাবি, বিনামূল্যে ওষুধের ব্যবস্থাও করে দিচ্ছেন তাঁরা। তবে এবার বন্যা কবলিত এলাকার দুর্গতদের পাশে থাকার সিদ্ধান্ত নিতে চলেছেন সেই আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরাই। বন্যা কবলিত এলাকাগুলিতে পৌঁছে যাবে এবার অভয়া ক্লিনিক, এমনটাও জানানো হয়েছে আন্দোলনকারীদের তরফে। এই নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছে জুনিয়র চিকিৎসক ফ্রন্ট-এর মধ্যে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গিয়েছেন পাঁশকুড়া এবং সেই সংলগ্ন এলাকা পরিদর্শন করতে। বন্যা পরিস্থিতির খতিয়ে দেখছেন তিনি। তার সঙ্গে মুখ্যমন্ত্রীর গলায় শোনা গিয়েছে ডিভিসির বিরুদ্ধে একরাশ ক্ষোভ। পাশাপাশি ওই বন্যা কবলিত এলাকা থেকেই তিনি জুনিয়র চিকিৎসকদের দুর্গতদের পাশে থাকার অনুরোধ জানান। এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করার সময় বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করেন। যদিও সেই সময় এই নিয়ে কোনও কথাই জুনিয়র চিকিৎসকের তরফে মুখ্যমন্ত্রীকে বলা হয়নি।
বন্যা কবলিত এলাকায় 'অভয়া ক্লিনিক' চালু করার বিষয়ে জুনিয়র চিকিৎসক দেবাশীষ হালদার বলেন, "চারিদিকে খুব খারাপ অবস্থা। আমরা চিকিৎসক ৷ সেখানে কিছু কর্তব্য আমাদেরও রয়েছে। সেই কর্তব্যের জায়গা থেকে আমরা বন্যা কবলিত এলাকায় যাব। কিছু ত্রাণ সামগ্রীর পাশাপাশি আমাদের চিকিৎসকদের একটি প্রতিনিধির দল যাবেন। কোথায় কী ব্যবস্থা নেওয়া দরকার, সেই নিয়ে আমরা আলোচনা করছি। দ্রুত এই প্রতিনিধি দল বন্যা কবলিত এলাকায় পৌঁছে যাবেন।"