মুম্বই : তিনি ভারতের প্রথম সুপারস্টার । সিনেমার জগতে তাঁর অবদানও অনেক । নিজের অভিনয়ের মাধ্যমে সিনেমা দুনিয়ায় পরিবর্তন এনেছেন অনেক । তিনি আর কেউ নন, বলিউডের 'কাকা' রাজেশ খান্না ।
আজ তাঁর সপ্তম মৃত্যুবার্ষিকী । 18 জুলাই 2012 অসুস্থতার কাছে হার মেনে চিরবিদায় নিয়েছিলেন । তবে আমাদের মধ্যে না থাকলেও তাঁর অভিনয় চিরকাল দর্শক মনে রাখবে ।
1966 সালে 'আখরি খত'-র মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন রাজেশ খান্না । 168 টি ছবি ও 12 টি শর্ট ফিল্মে অভিনয় করেছেন তিনি । প্রয়াত এই কিংবদন্তী অভিনেতাকে পদ্মভূষণেও ভূষিত করা হয়েছে । 2013 সালে তাঁকে দাদাসাহেব ফালকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের সময় তাঁকে ভারতীয় সিনেমার "প্রথম সুপারস্টার" বলে সম্মান দেওয়া হয় ।
'দাগ', 'ইত্তেফাক', 'কাটি পতঙ্গ', 'আরাধনা', 'আপ কি কসম', 'আনন্দ', 'খামোশি', 'নমক হারাম', 'অমর প্রেম'-র মতো ছবিতে তাঁর অভিনয় দর্শকের মনকে জয় করে নিয়েছিল । তাই তাঁর মৃত্যুর পর এখনও বলিউডের "কাকা" সকলের কাছে 'সুপারস্টার'ই রয়ে গেছেন ।
সবশেষে তাঁর কথায় বলতেই হয়, "বাবুমশাই জ়িন্দেগী লম্বি নেহি, বড়ি হোনি চাহিয়ে ।"