ETV Bharat / science-and-technology

শীঘ্রই বাজারে আসছে ওয়ানপ্লাস স্মার্টওয়াচ

author img

By

Published : Dec 24, 2020, 5:23 PM IST

Updated : Feb 16, 2021, 7:53 PM IST

ওয়ানপ্লাস স্মার্টওয়াচে থাকতে পারে স্ন্যাপড্রাগন ওয়্যার সিস্টেম, সম্ভবত সম্প্রতি বাজারে আসা স্ন্যাপড্র্যাগন ওয়্যার 4 হাজার 100 । ওয়্যার ওএসকে আরও উন্নত করতে গুগলের সঙ্গে কাজ করছে ওয়ানপ্লাস । আগামী বছরের প্রথম ত্রৈমাসিকেই বাজারে আসতে পারে ওয়ানপ্লাস ওয়াচ ।

Oneplus smartwatch
ছবিটির প্রতীকী

দিল্লি , 24 ডিসেম্বর : বাজারে আসছে ওয়ানপ্লাস স্মার্টওয়াচ । ওয়ানপ্লাস সিইও পিট লাউ জানিয়েছেন, তাঁদের সংস্থা একটি স্মার্টওয়াচ তৈরি করছে, যা সামনের বছরের শুরুর দিকেই বাজারে আসবে । লাউ টুইটে বলেন, “আপনাদের অনেকেই একটি ঘড়ি চেয়েছিলেন, আর আপনারা সপ্তাহের শেষেই শুনে থাকবেন, যে আমরা একটা তৈরি করছি, যা সামনের বছর তাড়াতাড়িই শুরু হবে । ইচ্ছে সত্যিই পূরণ হয় ।”

লঞ্চের দিনক্ষণ বিশদে না জানানো হলেও, মনে করা হচ্ছে যে সামনের বছরের প্রথম কোয়ার্টারেই তা বাজারে আসতে পারে । ওয়্যার ওএস উন্নত করতে ওয়ানপ্লাস গুগলের সহযোগিতায় কাজ করছে । কিন্তু ওয়ানপ্লাস ওয়াচ গুগলের প্ল্যাটফর্মেই কাজ করবে কি না, সেটা স্পষ্ট নয় । স্মার্টওয়াচে থাকতে পারে স্ন্যাপড্রাগন ওয়্যার সিস্টেম-অন-চিপ । সম্ভবত, সম্প্রতি তৈরি হওয়া স্ন্যাপড্রাগন ওয়্যার 4 হাজার 100 ব্যবহার করা হবে ।

ব্যাটারি বাঁচাতে, হার্টরেট সেন্সর, অক্সিজেন মনিটরের মতো হেলথ ফিচার ব্যবহার করতে এবং স্লিপ প্যাটার্ন অ্যানালিসিস, গোল-বেসড এক্সারসাইজ় ও অন্যান্য সফটওয়্যার ভিত্তিক সুবিধা ব্যবহার করতে ওয়ানপ্লাস ওয়াচে থাকতে পারে একটা ওএলইডি ডিসপ্লে ।

আরও পড়ুন, বিশ্বভারতীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি মুখ্যমন্ত্রীকে, দাবি ব্রাত্যর

2016 সালেও স্মার্টওয়াচ তৈরির কথা জানিয়েছিল ওয়ানপ্লাস । সম্প্রতি হংকংয়ে ‘কনভার্জ’ সম্মেলনে লাউ বলেন, “আমরা ডিজ়াইন সম্পূর্ণ করেছিলাম, কিন্তু তাও তা বাতিলের সিদ্ধান্ত নিই । আমাদের আরও ফোকাসড হতে হবে ।”

দিল্লি , 24 ডিসেম্বর : বাজারে আসছে ওয়ানপ্লাস স্মার্টওয়াচ । ওয়ানপ্লাস সিইও পিট লাউ জানিয়েছেন, তাঁদের সংস্থা একটি স্মার্টওয়াচ তৈরি করছে, যা সামনের বছরের শুরুর দিকেই বাজারে আসবে । লাউ টুইটে বলেন, “আপনাদের অনেকেই একটি ঘড়ি চেয়েছিলেন, আর আপনারা সপ্তাহের শেষেই শুনে থাকবেন, যে আমরা একটা তৈরি করছি, যা সামনের বছর তাড়াতাড়িই শুরু হবে । ইচ্ছে সত্যিই পূরণ হয় ।”

লঞ্চের দিনক্ষণ বিশদে না জানানো হলেও, মনে করা হচ্ছে যে সামনের বছরের প্রথম কোয়ার্টারেই তা বাজারে আসতে পারে । ওয়্যার ওএস উন্নত করতে ওয়ানপ্লাস গুগলের সহযোগিতায় কাজ করছে । কিন্তু ওয়ানপ্লাস ওয়াচ গুগলের প্ল্যাটফর্মেই কাজ করবে কি না, সেটা স্পষ্ট নয় । স্মার্টওয়াচে থাকতে পারে স্ন্যাপড্রাগন ওয়্যার সিস্টেম-অন-চিপ । সম্ভবত, সম্প্রতি তৈরি হওয়া স্ন্যাপড্রাগন ওয়্যার 4 হাজার 100 ব্যবহার করা হবে ।

ব্যাটারি বাঁচাতে, হার্টরেট সেন্সর, অক্সিজেন মনিটরের মতো হেলথ ফিচার ব্যবহার করতে এবং স্লিপ প্যাটার্ন অ্যানালিসিস, গোল-বেসড এক্সারসাইজ় ও অন্যান্য সফটওয়্যার ভিত্তিক সুবিধা ব্যবহার করতে ওয়ানপ্লাস ওয়াচে থাকতে পারে একটা ওএলইডি ডিসপ্লে ।

আরও পড়ুন, বিশ্বভারতীর অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি মুখ্যমন্ত্রীকে, দাবি ব্রাত্যর

2016 সালেও স্মার্টওয়াচ তৈরির কথা জানিয়েছিল ওয়ানপ্লাস । সম্প্রতি হংকংয়ে ‘কনভার্জ’ সম্মেলনে লাউ বলেন, “আমরা ডিজ়াইন সম্পূর্ণ করেছিলাম, কিন্তু তাও তা বাতিলের সিদ্ধান্ত নিই । আমাদের আরও ফোকাসড হতে হবে ।”

Last Updated : Feb 16, 2021, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.