ETV Bharat / science-and-technology

Most Common Password: চলতি বছরে এই পাসওয়ার্ডেই ভরসা রেখেছেন অধিকাংশ ভারতীয়, আপনিও তালিকায় আছেন নাকি ? - পাসওয়ার্ড

Most Common Password among Indians: এ বছর এই পাসওয়ার্ডটিকে ভারত-সহ অন্যান্য দেশের মানুষ সবচেয়ে বেশি ব্যবহার করেছে ৷ জানেন সেটা কী ?

Most Common Password
বিশ্বব্যাপী সবচেয়ে ব্যবহৃত পাসওয়ার্ড
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 16, 2023, 9:11 PM IST

নয়াদিল্লি, 16 নভেম্বর: এখন ফোন থেকে স্ট্রিমিং অ্যাপ, সবই পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত ৷ প্রায়শই সকলে একইরকম পাসওয়ার্ড রাখেন ৷ কিন্তু জানেন 2023 সালে বিশ্বব্যাপী সবচেয়ে ব্যবহৃত পাসওয়ার্ডটি কি ?

123456, এটি এ বছর বিশ্বব্যাপী সবচেয়ে ব্যবহৃত পাসওয়ার্ড ৷ এই নম্বরটিকেই ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি মানুষ ব্যবহার রেখেছে পাসওয়ার্ড হিসাবে ৷ এমনটা অবশ্য আমাদের দাবি নয়, উঠে এসেছে একটি নয়া রিপোর্টে ৷ আর এই রিপোর্ট বৃহস্পতিবার প্রকাশ করেছে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট সলিউশন কোম্পানি নর্ড পাস ৷ কোম্পানির দাবি, 2023 সালে সারা বিশ্বের মানুষ তাদের স্ট্রিমিং অ্যাকাউন্টের জন্য সবচেয়ে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করেছে । একটি নির্দিষ্ট স্থান নির্দেশ করে এমন শব্দগুলিও মানুষের পাসওয়ার্ডে পাওয়া গিয়েছে । ইন্টারনেট ব্যবহারকারীরা বিশ্বব্যাপী প্রায়শই অনুসন্ধান করে দেশ বা শহরের নাম এবং ভারতও এর ব্যতিক্রম নয় ৷ দেশের নামে পাসওয়ার্ডের তালিকায় 'ইন্ডিয়া@123' শীর্ষে রয়েছে ।

'অ্যাডমিন' শব্দটি সম্ভবত এমন একটি পাসওয়ার্ড যা লোকেরা পরিবর্তন করতে বিরক্ত বোধ করেন ৷ তাই এটি ভারত এবং অন্যান্য অনেক দেশে এই বছরের সবচেয়ে ব্যবহৃত পাসওয়ার্ডগুলির মধ্যে একটি ৷ গত বছরের বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড ছিল 'পাসওয়ার্ড' ৷ এবারেও সেই পাসওয়ার্ড ছাড়তে পারেননি অনেকে ৷ ইন্টারনেট ব্যবহারকারীরা পরিবর্তচ পাসওয়ার্ড ছাড়েনি। ভারতে, 'পাসওয়ার্ড', 'পাস@123', 'পাসওয়ার্ড@123 মতো পাসওয়ার্ডগুলি এই বছরের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে ৷

বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য ইন্টারনেট ব্যবহারকারীরা যে পাসওয়ার্ড ব্যবহার করে তা খুঁজে বের করার জন্য গবেষকরা পাসওয়ার্ডের একটি 6.6 TB ডাটাবেস বিশ্লেষণ করেছেন ৷ যাতে বিভিন্ন ম্যালওয়্যারের খোঁজ মিলেছে ৷ এটিকে বিশেষজ্ঞরা মানুষের সাইবার নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় হুমকি বলে মনে করছেন ।

নর্ডপাস সিটিও টমাস স্মালাকিস বলেছেন, "সবচেয়ে ভয়ংকর বিষয় হল যে ক্ষতিগ্রস্থরা বুঝতেও পারে না যে তাদের কম্পিউটার সংক্রমিত হয়েছে ৷ সাইবার অপরাধীরা আপনার ব্যাংক বা কোম্পানির মতো একটি বৈধ সংস্থার অনুকরণ করে ভালোভাবে তৈরি ফিশিং ইমেলে ম্যালওয়্যার লুকানোর প্রবণতা রাখে ৷"

বিশ্বের সর্বাধিক জনপ্রিয় পাসওয়ার্ডগুলির প্রায় এক তৃতীয়াংশ (31 শতাংশ) সম্পূর্ণরূপে সংখ্যা নির্ভর ৷ যেমন 123456789, 12345, 000000 এবং অন্যান্য । রিপোর্টে বলা হয়েছে, এই বছরের বিশ্ব তালিকায় থাকা 70 শতাংশ পাসওয়ার্ড এক সেকেন্ডেরও কম সময়ে ক্র্যাক হয়ে যেতে পারে । গবেষকরা আরও ভালো নিরাপত্তার জন্য প্রমাণীকরণের একটি নতুন ফর্ম হিসাবে পাসকিগুলির পরামর্শ দিয়েছেন ।

আরও পড়ুন:

  1. রাজ্যে এজেন্ট নিয়োগ করে প্রতারণার নয়া ছক জামতাড়া গ্যাঙের
  2. হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, লক করা যাবে চ্যাট বক্স

নয়াদিল্লি, 16 নভেম্বর: এখন ফোন থেকে স্ট্রিমিং অ্যাপ, সবই পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত ৷ প্রায়শই সকলে একইরকম পাসওয়ার্ড রাখেন ৷ কিন্তু জানেন 2023 সালে বিশ্বব্যাপী সবচেয়ে ব্যবহৃত পাসওয়ার্ডটি কি ?

123456, এটি এ বছর বিশ্বব্যাপী সবচেয়ে ব্যবহৃত পাসওয়ার্ড ৷ এই নম্বরটিকেই ভারত-সহ বিশ্বের বিভিন্ন দেশের কোটি কোটি মানুষ ব্যবহার রেখেছে পাসওয়ার্ড হিসাবে ৷ এমনটা অবশ্য আমাদের দাবি নয়, উঠে এসেছে একটি নয়া রিপোর্টে ৷ আর এই রিপোর্ট বৃহস্পতিবার প্রকাশ করেছে পাসওয়ার্ড ম্যানেজমেন্ট সলিউশন কোম্পানি নর্ড পাস ৷ কোম্পানির দাবি, 2023 সালে সারা বিশ্বের মানুষ তাদের স্ট্রিমিং অ্যাকাউন্টের জন্য সবচেয়ে দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করেছে । একটি নির্দিষ্ট স্থান নির্দেশ করে এমন শব্দগুলিও মানুষের পাসওয়ার্ডে পাওয়া গিয়েছে । ইন্টারনেট ব্যবহারকারীরা বিশ্বব্যাপী প্রায়শই অনুসন্ধান করে দেশ বা শহরের নাম এবং ভারতও এর ব্যতিক্রম নয় ৷ দেশের নামে পাসওয়ার্ডের তালিকায় 'ইন্ডিয়া@123' শীর্ষে রয়েছে ।

'অ্যাডমিন' শব্দটি সম্ভবত এমন একটি পাসওয়ার্ড যা লোকেরা পরিবর্তন করতে বিরক্ত বোধ করেন ৷ তাই এটি ভারত এবং অন্যান্য অনেক দেশে এই বছরের সবচেয়ে ব্যবহৃত পাসওয়ার্ডগুলির মধ্যে একটি ৷ গত বছরের বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড ছিল 'পাসওয়ার্ড' ৷ এবারেও সেই পাসওয়ার্ড ছাড়তে পারেননি অনেকে ৷ ইন্টারনেট ব্যবহারকারীরা পরিবর্তচ পাসওয়ার্ড ছাড়েনি। ভারতে, 'পাসওয়ার্ড', 'পাস@123', 'পাসওয়ার্ড@123 মতো পাসওয়ার্ডগুলি এই বছরের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে ৷

বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য ইন্টারনেট ব্যবহারকারীরা যে পাসওয়ার্ড ব্যবহার করে তা খুঁজে বের করার জন্য গবেষকরা পাসওয়ার্ডের একটি 6.6 TB ডাটাবেস বিশ্লেষণ করেছেন ৷ যাতে বিভিন্ন ম্যালওয়্যারের খোঁজ মিলেছে ৷ এটিকে বিশেষজ্ঞরা মানুষের সাইবার নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় হুমকি বলে মনে করছেন ।

নর্ডপাস সিটিও টমাস স্মালাকিস বলেছেন, "সবচেয়ে ভয়ংকর বিষয় হল যে ক্ষতিগ্রস্থরা বুঝতেও পারে না যে তাদের কম্পিউটার সংক্রমিত হয়েছে ৷ সাইবার অপরাধীরা আপনার ব্যাংক বা কোম্পানির মতো একটি বৈধ সংস্থার অনুকরণ করে ভালোভাবে তৈরি ফিশিং ইমেলে ম্যালওয়্যার লুকানোর প্রবণতা রাখে ৷"

বিশ্বের সর্বাধিক জনপ্রিয় পাসওয়ার্ডগুলির প্রায় এক তৃতীয়াংশ (31 শতাংশ) সম্পূর্ণরূপে সংখ্যা নির্ভর ৷ যেমন 123456789, 12345, 000000 এবং অন্যান্য । রিপোর্টে বলা হয়েছে, এই বছরের বিশ্ব তালিকায় থাকা 70 শতাংশ পাসওয়ার্ড এক সেকেন্ডেরও কম সময়ে ক্র্যাক হয়ে যেতে পারে । গবেষকরা আরও ভালো নিরাপত্তার জন্য প্রমাণীকরণের একটি নতুন ফর্ম হিসাবে পাসকিগুলির পরামর্শ দিয়েছেন ।

আরও পড়ুন:

  1. রাজ্যে এজেন্ট নিয়োগ করে প্রতারণার নয়া ছক জামতাড়া গ্যাঙের
  2. হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, লক করা যাবে চ্যাট বক্স
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.