সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতৃত্ব, দেখুন সরাসরি ... - তৃণমূল লাইভ
🎬 Watch Now: Feature Video
Published : Jan 8, 2024, 12:19 PM IST
|Updated : Jan 8, 2024, 12:54 PM IST
সন্দেশখালি নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি । এই অবস্থায় রাজ্যের শাসকদলকে দুষছে বিরোধীরা । অন্যদিকে, আবার শাসকদল সরব হয়েছে প্রতিহিংসার রাজনীতি ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার নিয়ে । এসবের মাঝেই আজ সোমবার তৃণমূল ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা পার্থ ভৌমিক এবং তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । সাম্প্রতিক রাজ্য রাজনীতিতে দলে নবীন-প্রবীণ দ্বন্দ্ব থেকে শুরু করে সন্দেশখালি কাণ্ড, এসব নিয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আজকের বৈঠকে কী বলেন সেটাই এখন দেখার । এদিকে দলীয় বিধায়ক শাহজাহানকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশও দিয়েছে ইডি ৷ সেই কারণে আজকের সাংবাদিক সম্মেলন গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷