ETV Bharat / lifestyle

কতবার ফরওয়ার্ড হল মেসেজ ? জানতে পারবেন গ্রাহক

ফেক নিউজ় রুখতে অপর পদক্ষেপ হোয়াটসঅ্যাপের।

হোয়াটসঅ্যাপ
author img

By

Published : Mar 25, 2019, 7:39 PM IST

Updated : Mar 27, 2019, 9:51 PM IST

ভুয়ো খবরের বাড়বাড়ন্ত রুখতে আগেই মেসেজ ফরওয়ার্ডের সংখ্যায় লাগাম টেনেছিল হোয়াটসঅ্যাপ। এবার ফরওয়ার্ডিং ইনফো নামে অপর এক ফিচার আনতে চলেছে সংস্থা।

সম্প্রতি wabetainfo একটি রিপোর্ট পেশ করে। যেখানে জানানো হয়, অ্যান্ড্রয়েডের 2.19.80 বিটা ভার্সানে এই ফিচার আনা হয়েছে। তবে খুব তাড়াতাড়ি এই ফিচারটি সর্বসাধারণের জন্য আনা হবে।

কী থাকবে এই ফিচারে ?

এর ফলে মেসেজ প্রেরক জানতে পারবেন তার মেসেজটা কতজনকে ফরওয়ার্ড করা হয়েছে।

এর আগে ফেক নিউজ় রুখতে মেসেজ ফরওয়ার্ডের সংখ্যা কমিয়ে পাঁচটিতে করা হয়েছিল। পাশাপাশি কোনও মেসেজ ফরওয়ার্ড করলে সেই মেসেজের উপর ফরওয়ার্ড লেখা ট্যাগ থাকত।

সামনেই লোকসভা নির্বাচন। ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়াতে পারে উস্কানিমূলক পোস্ট। তা রুখতে প্রথম থেকেই প্রস্তুত নির্বাচন কমিশন। ইতিমধ্যেই প্রার্থীদের প্রচার ও তাদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টের উপর নজরদারি চালানো হচ্ছে নির্বাচনের কমিশনের তরফে।

ভুয়ো খবরের বাড়বাড়ন্ত রুখতে আগেই মেসেজ ফরওয়ার্ডের সংখ্যায় লাগাম টেনেছিল হোয়াটসঅ্যাপ। এবার ফরওয়ার্ডিং ইনফো নামে অপর এক ফিচার আনতে চলেছে সংস্থা।

সম্প্রতি wabetainfo একটি রিপোর্ট পেশ করে। যেখানে জানানো হয়, অ্যান্ড্রয়েডের 2.19.80 বিটা ভার্সানে এই ফিচার আনা হয়েছে। তবে খুব তাড়াতাড়ি এই ফিচারটি সর্বসাধারণের জন্য আনা হবে।

কী থাকবে এই ফিচারে ?

এর ফলে মেসেজ প্রেরক জানতে পারবেন তার মেসেজটা কতজনকে ফরওয়ার্ড করা হয়েছে।

এর আগে ফেক নিউজ় রুখতে মেসেজ ফরওয়ার্ডের সংখ্যা কমিয়ে পাঁচটিতে করা হয়েছিল। পাশাপাশি কোনও মেসেজ ফরওয়ার্ড করলে সেই মেসেজের উপর ফরওয়ার্ড লেখা ট্যাগ থাকত।

সামনেই লোকসভা নির্বাচন। ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়াতে পারে উস্কানিমূলক পোস্ট। তা রুখতে প্রথম থেকেই প্রস্তুত নির্বাচন কমিশন। ইতিমধ্যেই প্রার্থীদের প্রচার ও তাদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টের উপর নজরদারি চালানো হচ্ছে নির্বাচনের কমিশনের তরফে।

New Delhi, Mar 24 (ANI): Delhi Fire Chief Officer Atul Garg said that medium category fire broke out at 1812 hours at basement of AIIMS Trauma Centre is now completely under control. An injured kid was shifted to another ward. Eight fire tenders rushed to the spot to douse the flames.
Last Updated : Mar 27, 2019, 9:51 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.