ETV Bharat / jagte-raho

কাস্তের কোপে বউ-মেয়ে-শ্যালিকাকে খুনের চেষ্টা - burdwan

পারিবারিক অশান্তির জেরে স্ত্রী , কন্যা ও শ্যালিকাকে কাস্তের কোপ যুবকের । ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ এলাকার সারপাড়ার ।

ছবি
ছবি
author img

By

Published : Jul 4, 2020, 6:18 PM IST

খণ্ডঘোষ, 4 জুলাই : পারিবারিক অশান্তির জেরে স্ত্রী , কন্যা ও শ্যালিকাকে কাস্তের কোপ যুবকের । ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ এলাকার সারপাড়ার । গুরুতর আহত অবস্থায় তিন জনকেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে ।

স্থানীয় সূত্রে খবর, খণ্ডঘোষের বাসিন্দা পরাণ বাড়ুইয়ের সঙ্গে সুমিত্রার বিয়ে হয়েছিল । বেশ কয়েকদিন ধরে পারিবারিক অশান্তির জেরে সুমিত্রা তার দিদির বাড়ি মালতির কাছে চলে যান । মালতির বাড়ি সুমিত্রার পাশের পাড়ায় । গতকাল, বিকেলে পরাণ মালতিদের বাড়িতে গিয়ে উপস্থিত হয় । সেখানে স্ত্রী সুমিত্রার সঙ্গে ঝগড়া শুরু হলে হঠাৎ বাঁশ দিয়ে সুমিত্রাকে মারধর করতে থাকে সে । এরপর কাস্তে বের করে সুমিত্রা ও নিজের শিশুকন্যাকে কোপ মারে পারণ । তাদের বাঁচাতে গেলে সুমিত্রার দিদি মালটিকেও কাস্তের কোপ মারে । আহত অবস্থায় তিনজনকেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে ।

হাসপাতাল থেকে মালতি দেবী বলেন, "পরাণ মদ খেয়ে বোনের সঙ্গে অশান্তি করছিল । সেই কারণে সুমিত্রা তার বাড়িতে চলে আসে । এরপর বিকেলে সে আমাদের বাড়ি যায় । বোনের সঙ্গে ঝগড়া শুরু করে । হঠাৎ বোন ও বোনের মেয়েকে কাস্তের কোপ মারে সে । বাধা দিতে গেলে আমায়ও আক্রমণ করা হয় ।"

খণ্ডঘোষ, 4 জুলাই : পারিবারিক অশান্তির জেরে স্ত্রী , কন্যা ও শ্যালিকাকে কাস্তের কোপ যুবকের । ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ এলাকার সারপাড়ার । গুরুতর আহত অবস্থায় তিন জনকেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে ।

স্থানীয় সূত্রে খবর, খণ্ডঘোষের বাসিন্দা পরাণ বাড়ুইয়ের সঙ্গে সুমিত্রার বিয়ে হয়েছিল । বেশ কয়েকদিন ধরে পারিবারিক অশান্তির জেরে সুমিত্রা তার দিদির বাড়ি মালতির কাছে চলে যান । মালতির বাড়ি সুমিত্রার পাশের পাড়ায় । গতকাল, বিকেলে পরাণ মালতিদের বাড়িতে গিয়ে উপস্থিত হয় । সেখানে স্ত্রী সুমিত্রার সঙ্গে ঝগড়া শুরু হলে হঠাৎ বাঁশ দিয়ে সুমিত্রাকে মারধর করতে থাকে সে । এরপর কাস্তে বের করে সুমিত্রা ও নিজের শিশুকন্যাকে কোপ মারে পারণ । তাদের বাঁচাতে গেলে সুমিত্রার দিদি মালটিকেও কাস্তের কোপ মারে । আহত অবস্থায় তিনজনকেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে ।

হাসপাতাল থেকে মালতি দেবী বলেন, "পরাণ মদ খেয়ে বোনের সঙ্গে অশান্তি করছিল । সেই কারণে সুমিত্রা তার বাড়িতে চলে আসে । এরপর বিকেলে সে আমাদের বাড়ি যায় । বোনের সঙ্গে ঝগড়া শুরু করে । হঠাৎ বোন ও বোনের মেয়েকে কাস্তের কোপ মারে সে । বাধা দিতে গেলে আমায়ও আক্রমণ করা হয় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.