ETV Bharat / jagte-raho

ধর্ষণের দায়ে 4 বছরের জেল - prison for four years on rape charges

ধর্ষণের দায়ে এক স্বাস্থ্য বিমা কর্মীর চার বছরের জেল হল ৷ জঙ্গিপুর ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক আজ এই সাজা ঘোষণা করেন ৷

health insurance worker
চার বছরের সাজা স্বাস্থ্যবিমা কর্মীর
author img

By

Published : Sep 24, 2020, 5:29 PM IST

Updated : Sep 24, 2020, 5:35 PM IST

জঙ্গিপুর, 24 সেপ্টেম্বর : বিবাহিত মহিলাকে ছুরি দেখিয়ে ধর্ষণের দায়ে চার বছরের জেল হল এক স্বাস্থ্য বিমা কর্মীর । আজ জঙ্গিপুর ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক কাজি আবুল হাসান 376 ধারায় অভিযুক্তকে দোষীসাব্যস্ত করে এই রায় দেন। একইসঙ্গে 20 হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। সাজাপ্রাপ্তের নাম জাহিবুর মোল্লা। তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার সাহাবাজপুরে।

নির্যাতিতার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে । স্বাস্থ্য বিমা কর্মী ওই মহিলা রঘুনাথগঞ্জ ফুলতলায় ঘর ভাড়া করে ছেলেকে সঙ্গে নিয়ে থাকতেন। জাহিবুর মোল্লা একই সংস্থায় কাজ করতেন । আদালত সূত্রে খবর, 2017 সালের 16 অগাস্ট রাত এগারোটা নাগাদ ওই মহিলার ঘরে ঢুকে তাঁকে বিয়ের প্রস্তাব দেয় জাহিবুর। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছুরি দেখিয়ে ধর্ষণ করে। পরদিন রঘুনাথগঞ্জ থানায় ওই মহিলা জাহিবুর মোল্লার বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেন।

তদন্তে নেমে জাহিবুর মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। সাতজনের সাক্ষ্য গ্রহণের পর বুধবার বিচারক 376 ধারায় জাহিবুরকে দোষীসাব্যস্ত করেন। আজ চার বছরের সাজা ঘোষণা করেন ৷ সঙ্গে 20 হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরও একবছরের জেল হেপাজত।

জঙ্গিপুর, 24 সেপ্টেম্বর : বিবাহিত মহিলাকে ছুরি দেখিয়ে ধর্ষণের দায়ে চার বছরের জেল হল এক স্বাস্থ্য বিমা কর্মীর । আজ জঙ্গিপুর ফাস্ট ট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক কাজি আবুল হাসান 376 ধারায় অভিযুক্তকে দোষীসাব্যস্ত করে এই রায় দেন। একইসঙ্গে 20 হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। সাজাপ্রাপ্তের নাম জাহিবুর মোল্লা। তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার সাহাবাজপুরে।

নির্যাতিতার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে । স্বাস্থ্য বিমা কর্মী ওই মহিলা রঘুনাথগঞ্জ ফুলতলায় ঘর ভাড়া করে ছেলেকে সঙ্গে নিয়ে থাকতেন। জাহিবুর মোল্লা একই সংস্থায় কাজ করতেন । আদালত সূত্রে খবর, 2017 সালের 16 অগাস্ট রাত এগারোটা নাগাদ ওই মহিলার ঘরে ঢুকে তাঁকে বিয়ের প্রস্তাব দেয় জাহিবুর। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ছুরি দেখিয়ে ধর্ষণ করে। পরদিন রঘুনাথগঞ্জ থানায় ওই মহিলা জাহিবুর মোল্লার বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেন।

তদন্তে নেমে জাহিবুর মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ। সাতজনের সাক্ষ্য গ্রহণের পর বুধবার বিচারক 376 ধারায় জাহিবুরকে দোষীসাব্যস্ত করেন। আজ চার বছরের সাজা ঘোষণা করেন ৷ সঙ্গে 20 হাজার টাকা জরিমানা। অনাদায়ে আরও একবছরের জেল হেপাজত।

Last Updated : Sep 24, 2020, 5:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.