ETV Bharat / jagte-raho

ইংরেজবাজার এলাকায় 260 গ্রাম ব্রাউন সুগার-সহ গ্রেপ্তার 2 - ইংরেজবাজার

ধৃতদের নাম লব মণ্ডল ও কুশ মণ্ডল ৷ তাদের বিরুদ্ধে পাচারের পুরোনো মামলাও রয়েছে বলে জানা গেছে ৷

Malda
Malda
author img

By

Published : Jul 20, 2020, 7:15 PM IST

মালদা,20 জুলাই : 260 গ্রাম ব্রাউন সুগার-সহ দুই যুবককে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের আজ সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয় ।

গতকাল রাতে ইংরেজবাজার থানার পুলিশ নির্মীয়মাণ এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় হানা দেয় । তথ্য অনুযায়ী দুই যুবককে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 260 গ্রাম ব্রাউন শুগার । গ্রেপ্তার করা হয়, লব মণ্ডল ও কুশ মণ্ডল নামে দুই ভাইকে । ধৃতদের বাড়ি মালদা শহর সংলগ্ন বাগবাড়ি বাহান্নবিঘা এলাকায় । ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, “তথ্য অনুযায়ী হানা দিয়ে 260 গ্রাম ব্রাউন সুগার-সহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে মাদক পাচারের পুরোনো মামলা রয়েছে । ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।”

উল্লেখ্য, মাদক কারবার রোধে সক্রিয় রয়েছে জেলা পুলিশ। পুলিশ সুপার অলোক রাজোরিয়া আগেই জানিয়েছিলেন, “মাদক পাচার রুখতে কঠোর পদক্ষেপ নিচ্ছে জেলা পুলিশ । তবে কালিয়াচক, বৈষ্ণবনগর এলাকায় মাদক কারবারীদের বেশি সক্রিয় দেখা যায়। লকডাউনে ইংরেজবাজারের মাদক কারবারীরাও যে সক্রিয় হয়ে উঠেছে তা টের পেয়েছে জেলা পুলিশও।”

মালদা,20 জুলাই : 260 গ্রাম ব্রাউন সুগার-সহ দুই যুবককে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। ধৃতদের আজ সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয় ।

গতকাল রাতে ইংরেজবাজার থানার পুলিশ নির্মীয়মাণ এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় হানা দেয় । তথ্য অনুযায়ী দুই যুবককে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় 260 গ্রাম ব্রাউন শুগার । গ্রেপ্তার করা হয়, লব মণ্ডল ও কুশ মণ্ডল নামে দুই ভাইকে । ধৃতদের বাড়ি মালদা শহর সংলগ্ন বাগবাড়ি বাহান্নবিঘা এলাকায় । ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, “তথ্য অনুযায়ী হানা দিয়ে 260 গ্রাম ব্রাউন সুগার-সহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে মাদক পাচারের পুরোনো মামলা রয়েছে । ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ।”

উল্লেখ্য, মাদক কারবার রোধে সক্রিয় রয়েছে জেলা পুলিশ। পুলিশ সুপার অলোক রাজোরিয়া আগেই জানিয়েছিলেন, “মাদক পাচার রুখতে কঠোর পদক্ষেপ নিচ্ছে জেলা পুলিশ । তবে কালিয়াচক, বৈষ্ণবনগর এলাকায় মাদক কারবারীদের বেশি সক্রিয় দেখা যায়। লকডাউনে ইংরেজবাজারের মাদক কারবারীরাও যে সক্রিয় হয়ে উঠেছে তা টের পেয়েছে জেলা পুলিশও।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.