ETV Bharat / international

ফের বাইডেনের দেশে বন্দুকবাজের হামলা, নিহত 1 শিশু-সহ চার - US shooting

US shooting: মার্কিন শহরের সুদূর দক্ষিণ-পূর্ব এলাকায় ডালাসে বন্দুক বাজের হামলা ৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছেলেটির মৃত্যু 1 বছরের একটি শিশুর । মৃত আরও 3 ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 5, 2023, 9:28 AM IST

Updated : Dec 5, 2023, 11:35 AM IST

ডলাস, 5 ডিসেম্বর: ফের মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকবাজের হামলা ৷ গুলিতে চার জন নিহত, আহত দুই । ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয় ৷ রবিবার দুপুরে উত্তর টেক্সাসের ডালাস শহরে ঘটনাটি ঘটেছে ৷ 5 জন নাগরিককে লক্ষ্য করে গুলি করার অভিযোগ এক বন্দুকবাজের বিরুদ্ধে ৷ মৃত আনেসা ডে লা ক্রুজ (20), করিনা লোপেজ (33), জোশ লোপেজ (52) ৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে 1 বছরের এক শিশু লোগান ডে লা ক্রুজের ৷ আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বছর 15-র এক কিশোরী ৷

পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রফতার করতে পারেনি মার্কিন পুলিশ ৷ আততাতীয় খোঁজ খবর শুরু করেছে পুলিশ ৷ এটাই প্রথম নয়, চলতি বছরের অক্টোবরে শেষ সপ্তাহেই লুসিয়ানার একটি হাউস পার্টিতে কয়েকজন কিশোরদের মধ্যে মারামারির ঘটনা ঘটে ৷ সেখানেও গুলি চলে ৷ পার্টিতে থাকা এক ব্যক্তি নির্বিচারে গুলি চালাতে থাকে সেখানে । ঘটনায় ছয় কিশোর গুলিবিদ্ধ হয় ।

অক্টোবরের তৃতীয় সপ্তাহে, মার্কিন যুক্তরাষ্ট্রের টপেনিশ শহরে 19 বছর বয়সী এক বন্দুকবাজের বিরুদ্ধে ব্যক্তি তিনজনকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে ৷ ঘটনার পর, কোনও সন্দেহভাজনকে চিহ্নিত করতে পারেনি পুলিশ । সেই ঘটনার রেস কাটতে না কাটতে আবারও হামলা ৷

আরও পড়ুন:

  1. জেগে উঠেছে মারাপি আগ্নেয়গিরি, ইন্দোনেশিয়ায় উদ্ধার 11টি দেহ; নিখোঁজ বহু পর্বতারোহী
  2. চরম আবহাওয়ার জের, বিশ্বব্যাপী প্রতি 12টির মধ্যে একটি হাসপাতাল বন্ধের সম্ভাবনা
  3. Fifth Warmest Year for India: ঠিক কতটা উষ্ণ ছিল 2022 ? গবেষণায় উঠে এল ভয়াবহ তথ্য

ডলাস, 5 ডিসেম্বর: ফের মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুকবাজের হামলা ৷ গুলিতে চার জন নিহত, আহত দুই । ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয় ৷ রবিবার দুপুরে উত্তর টেক্সাসের ডালাস শহরে ঘটনাটি ঘটেছে ৷ 5 জন নাগরিককে লক্ষ্য করে গুলি করার অভিযোগ এক বন্দুকবাজের বিরুদ্ধে ৷ মৃত আনেসা ডে লা ক্রুজ (20), করিনা লোপেজ (33), জোশ লোপেজ (52) ৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে 1 বছরের এক শিশু লোগান ডে লা ক্রুজের ৷ আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বছর 15-র এক কিশোরী ৷

পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রফতার করতে পারেনি মার্কিন পুলিশ ৷ আততাতীয় খোঁজ খবর শুরু করেছে পুলিশ ৷ এটাই প্রথম নয়, চলতি বছরের অক্টোবরে শেষ সপ্তাহেই লুসিয়ানার একটি হাউস পার্টিতে কয়েকজন কিশোরদের মধ্যে মারামারির ঘটনা ঘটে ৷ সেখানেও গুলি চলে ৷ পার্টিতে থাকা এক ব্যক্তি নির্বিচারে গুলি চালাতে থাকে সেখানে । ঘটনায় ছয় কিশোর গুলিবিদ্ধ হয় ।

অক্টোবরের তৃতীয় সপ্তাহে, মার্কিন যুক্তরাষ্ট্রের টপেনিশ শহরে 19 বছর বয়সী এক বন্দুকবাজের বিরুদ্ধে ব্যক্তি তিনজনকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে ৷ ঘটনার পর, কোনও সন্দেহভাজনকে চিহ্নিত করতে পারেনি পুলিশ । সেই ঘটনার রেস কাটতে না কাটতে আবারও হামলা ৷

আরও পড়ুন:

  1. জেগে উঠেছে মারাপি আগ্নেয়গিরি, ইন্দোনেশিয়ায় উদ্ধার 11টি দেহ; নিখোঁজ বহু পর্বতারোহী
  2. চরম আবহাওয়ার জের, বিশ্বব্যাপী প্রতি 12টির মধ্যে একটি হাসপাতাল বন্ধের সম্ভাবনা
  3. Fifth Warmest Year for India: ঠিক কতটা উষ্ণ ছিল 2022 ? গবেষণায় উঠে এল ভয়াবহ তথ্য
Last Updated : Dec 5, 2023, 11:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.